পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহার অস্তরে হয় আগু পরিমাণ । এক মাসে হয় শির প্রবণ নয়ান ॥ দুইমাসে হয় কর পদ উতপতি ॥ তিনমাসে নখ লোম ছিদ্র অবগতি । চারিমালে হয় সপ্ত ধাতু নিরূপণ ॥ পঞ্চমাসে হয় ক্ষুধা তৃষ্ণার উদগম ॥ ছয় মাসে ভ্রমে শিশু মায়ের উদরে । মায়ের ভোজনরসে লিতি নিতি বাঢ়ে ॥ বিষ্ঠা-মুত্র-গর্ভে রছে করিয়া শয়ন। কুমি কীট বেঢ়ি করে সর্বাঙ্গ ভক্ষণ। ক্ষণে মুরছিত হয় ক্ষণে জীঞা উঠে। দুঃখ ভয় পাঞা অঙ্গ করে ছটপটে । কটু তিক্ত অম্লাদি মায়ের অন্ন পান। তাহার পরশে ক্ষণে তেজয়ে পরাণ ॥ আঙলে বেষ্টিত চারিদিগ অস্তপাশ । নড়িতে না পারে শিশু দেখিয়া তরাস ॥ পৃষ্ঠ গলা ভগন উদরে শির ধরে। এইরূপে শিশু নানা দুঃখ ভোগ করে । দৈবযোগে জ্ঞান যদি হয় সাত মাসে । শত শত জনম স্মঙরে ভাগ্য-বশে । এদিগে ওদিগে চালে প্রসব মারুতে । বাকুলিত শিশু কিছু না পারে করিতে ॥ জানিঞা ভজয়ে তবে প্রভু নরহরি । নানা ভতি করে জীব শিরে কর ধরি ॥ নমো নমো দেব দেব প্রভু লারায়ণ । জানিঞা পশিলু দুই চরণে শরণ ॥ লা ভজিয়া প্ৰভু দুই চরণ তোমার। এই গর্ভবাস দুঃখ হয় বার বার। সংসারে পতিত জীব স্বকৰ্ম্ম বন্ধনে । ক্রীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী ২১৭ এইবার হকু মোর গর্ভবাস দুঃখ ( ) জন্মিঞা না দেখি যেন আর মায়ামুখ ॥ এথাই থাকিয়া মুঞি করিমু যতন । ভকতি করিয়া দৃঢ় ভজো নারায়ণ ॥ তবে সে করিব ছরি দয়া পরকাশ । গর্ভবাস ছুটিব খণ্ডিব মায়াপাশ । দশমাস ধরি স্তুতি এইরূপে করে। প্রস্থত মারু ও তবে প্রবেশে উদরে । বাহিরে ঠেলিয়া পেলে অধোমুখ করি। তিলেক পাসরে সব ভূমিতলে পড়ি । ভূমিতে পড়িয়া শিশু হয় অচেতনে। ৰন্ধুগণ মেলি শিশু জীয়ার যতনে। ক্ষণে শিশু বিষ্ঠা মূত্র শয়নে লোটায় । ক্ষণে ক্রিমি কীট সব অঙ্গ বেঢ়ি খায় । হস্ত পদ আছাড়িয়া কান্দে ঘনেঘন । বলিতে করিতে নারে না জানে মরম। বন্ধুগণ জানি তার দুখের কারণ । নানাপরকারে দুঃখ করে বিমোচন । ডাকিনী যোগিনী হয় ভূত অধিষ্ঠান। নানা রোগ নিবারিয়া রাখয়ে পরাণ ॥ এইরূপে দুঃখ ভোগ করে শিশুকালে । যৌবন সময় হৈলে হয় বেয়াকুলে ॥ হরিব পরের বিত্ত পশু গৃহদার। দিনে দিনে কাম লোভ বাঢ়ে অহঙ্কার } বিরোধ কন্দল বুদ্ধ করে জনে জনে । পরদুঃখ কারে বলে চিত্তেহ না জানে। পঞ্চভূত রচিত আপন ভিন্ন কায়। মোহোর শরীর বলি কুমতি দঢ়ায় । করিয়া আপন বুদ্ধি অসত্য শরীরে । হতবুদ্ধ্যে পরহিংসা পরপীড়া করে। সাধুসঙ্গ নহিল কুসঙ্গ-সঙ্গিদোষে । মায়াবশে দুঃখ ভোগ করে স্থানে স্থানে ॥ আহার শৃঙ্গার মাত্র জানিল বিশেষে । মুখ দুঃখ রহিত কেবল জ্ঞানময়। কৰ্ম্মদোষে সাধুসঙ্গ ন কৈল বিচার। আননো বিছরে প্রভু জীবের হৃদয় ॥ তে-কারণে ভুঞ্জে জীব এত দুঃখতার। প্রণমোছ প্রাণনাথ চরণে তোমার। সাধুসঙ্গে চিত্ত যার হয়ে পরসন্ন। গর্তৰাসদুঃখ যেন নহে আরবার ॥ কৰ্ম্মদোষে হয়ে যদি কুসঙ্গে মিলন। . চরাচর শরীরে বৈসয়ে হৃষীকেশ । পুরুবে যেরূপ ছিল কুমতি তাহার। নিগুণ নিলেপ তাথে নাহি সঙ্গলেশ ॥ সেইরূপে হয়ে পুনঃ কুমতি সঞ্চার। চরণপঙ্কজ ৰ্তার না তজিলু ছেলে। SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS তে-কারণে মজি আমি উদরগহবরে । ( ১ ) পাঠান্তর,— वांरब्रक थङ्कग्न पनि गब्रा श्ब्रn षांब्र । “এই হৈতে রহু মোক্ষ গৰ্ভৰাস ঘঃখ । দুর্গত পাতকী তবে পরিত্রাণ পায়। জনমিয়া লা দেখিব আৰু মায়ামুখ ।” ԱՆ