পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

שלא সত্য শৌচ দয়া দান লজ্জ যশ ক্ষম। কুসঙ্গে সকল বুদ্ধি হরয়ে মহিমা । স্ত্রীয়ে রত স্ত্রীয়ের অধীন মুঢ় জনে। এ সব অসাধু সঙ্গ ছাড়িব যতনে। ব্ৰহ্মা হঞা নারীসঙ্গে হৈল বিমোহিত । অক্সকে মোহিব তাথে এ কোন বিচিত্র ॥ ষ্ট্রমভাগবত সতত যতন করি কুসঙ্গ ছাড়িব । ভকত জনের সঙ্গ যতনে করিব ৷ ভকত জনের সঙ্গে বাঢ়য়ে ভকতি । ভব বিমোচন হয়ে বিষ্ণুপদে গতি ৷ ভক্তিরল-গুরু শ্ৰীগদাধর জান ৷ ভাগবত আচাৰ্য্যের মধুরল গান ! ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে তৃতীয় স্কন্ধে ষষ্ঠে২িধ্যায়: ॥ ৬ ॥ у7&oy vayeӱ7Гg / পিতৃলোক ভজে যদি পিতৃলোক যায়। বে দেবে যে ভজে সেই সেই গতি পায় ॥ নানা দুঃখে তপ যজ্ঞ করে ব্রত দান। কৰ্ম্মফল বিনে কিছু না দেখিয়ে আন ॥ সৰ্ব্ব কৰ্ম্ম করে কিৰা সৰ্ব্বদেৰ পূজে । সৰ্ব্ব যজ্ঞ করি যদি সৰ্ব্বদেব ভজে ॥ তবু তার না ঘুচয়ে ভব-অন্ধকার । বিনে কৃষ্ণ ভজিলে সংসার লহে পার । ( ১ ) পুরুষ পুরাণ ব্ৰহ্ম ঋত সত্যময় । সভায় হৃদয়ে বৈসে প্রভু কৃপাময় ॥ সৰ্ব্বতাৰে লহ তুমি তাহাতে শরণ ! তবে সে দেখিয়ে মাতা তব বিমোচন ॥ গৃহরসে গৃহে ৰায় নিবন্ধ হৃদয় । পিতৃ যজ্ঞ দেবযজ্ঞ করে অতিশয় ॥ মধুরিপু চরিত্র পবিত্র দিব্য গাথা। শুনিতে সন্তোষ বার নহে হরিকথা । কুকথা শ্রবণে যার সন্তোষ বাঢ়য়ে । শূকর সদৃশ তারে জানিহ নিশ্চয়ে ৷ দেবময় পিতৃময় হরি সর্বময় । হরি বিনে বলিতে জগতে কিছু নয় ॥ সৰ্বরূপ ধরে হরি সর্বলোকপতি । হরি সে দিবারে পারে মুখ মোক্ষগতি ॥ ( ১ ) পাঠাস্তুর,— “কৃষ্ণ না ভজিলে কভু সংসার নহে পার।" এতেক জানিঞে গুজ শ্রীহরিচরণ । সৰ্ব্বভাবে লহ মাতা গোবিন্দ শরণ ॥ কহিল তোমারে মাতা এই তত্ত্ব কথা । গোবিন্দ-শরণ লঞা রহ যথা তথা । জ্ঞানযোগে ভক্তিযোগে নাহি কিছু ভেদ । জ্ঞান হৈলে হয় তবে তববন্ধ ছেদ ॥ ভক্তি হৈলে হয় কৃষ্ণ ভকত অধীণ । জ্ঞানযোগে ভক্তিযোগে এই মাত্র তিন ॥ Eারি ভেদে ভক্তিযোগে কছিল জননি। ভকতি করিয়া তুমি ভজ চক্ৰপাণি ৷ উপদেশ না করিহ খলমতি জনে । ধৰ্ম্ম তেজি যেবা হয় বিনয় বিহীনে ॥ গৃহে যায় চিত্ত বদ্ধ দেখ অতিশয় । ভকত জনের দ্বেষ যে জন করয় ॥ শ্রদ্ধা ভক্তি বিহীন যে জন দুরাচারে । কদাচিত উপদেশ না করিছ তাৱে ॥ সৰ্ব্ব জীব হিতে রত ভকত স্বধীর । বিষয়ে বৈরাগ্য যার বিমল শরীর স্থা দম্ভ মান মদ ছিংলা না দেখ যাহার। না দেখ যাহার কাম ক্ৰোধ অহঙ্কায় ॥ উপদেশ করিছ এ লৰ মহাজনে । ভক্তিতত্ত্ব উপদেশ কৈল নিরূপণে। ষেবা শুনে যেবা কছে এ পুণ্য কণশ । বৈকুণ্ঠে তাহার বাস ভবৰিযোচন । ভক্তিরল-ওরু ইগদাধর জনি । ভাগবত-আচার্ব্যের মধুরল-গলি ! ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে তৃতীয়ম্বন্ধে সপ্তৰোংখ্যায়ঃ ॥ ৭ ॥