পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায় / পুত্রের বচন শুনি কপিলের মাতা। মোহজাল সকল ছিণ্ডিলা সুপণ্ডিত । পুনঃপুনঃ চরণে করিয়া দণ্ড স্থতি । করজোড়ে স্তুতি কিছু করে দেবহুতি ॥ যার নাতিপক্সে উপজিল প্রজাপতি । ৰাহা হৈতে চরাচর বিশ্ব উতপতি ॥ অখিল ভুৰননাথ হেন নারায়ণ । জঠরে জনমে মোর না বুঝি কারণ ॥ ষার নাম শ্রবণ করয়ে সোঙরণ । যদি বা চণ্ডাল জনে করয়ে কীৰ্ত্তন। চগুলি জনম দোষ হরে সেই ক্ষণে । কি বলিব সাক্ষাৎ তাহার দরশনে ॥ যাহার জিহবায় নাম বৈসয়ে তোমার । জানি ৰা সতীর শ্রেষ্ঠ যদি বা চণ্ডাল ॥ সৰ্ব্বতপ সৰ্ব্বযজ্ঞ সৰ্ব্বতীর্থস্থান । সৰ্ব্ববেদ পঢ়িল সেই সে মতিমান ॥( 1 ) মায়ের বচন শুনি কপিল ঈশ্বর। চলিল। পরম যোগী মহা যোগেশ্বর। পুরুব-উত্তর কোণে আছে মুনিবন। তথা আসি মিলিলা কপিল তপোধন ॥ কথো দূর স্থান ছাড়ি দিলেন সাগর । তথাই রহিলা তবে মুনি যোগেশ্বর। পুত্ৰমুখে তত্ত্ব কথা শুনি দেবহুতি । ভজিল মুকুন্দপদ করিয়া ভকতি ॥ সৰ্ব্বভাবে লৈল যদি গোবিনে শরণ। চলিলা বৈকুণ্ঠপুরী ছুটিল বন্ধন ॥ যেবা কহে যেবা শুনে কপিলচরিত্র। পুণ্যকর পাপহর পরম্ পবিত্র । হরিপদে হয় তাঁর ভকতি উদয় । বিষ্ণুপদে বাস তার খণ্ডে ভৰভয় ॥ কহিল তৃতীয় স্কন্ধচরিত্র অমৃত । পদে পদে ভক্তি তত্ত্বজ্ঞান সমূদিত । যেবা শুনে শুনায় কপিল-যোগ কথা । ভবদবদহন মুকতি গুণগাথ। । বৈকুণ্ঠে বসতি তার তববন্ধ ছেদ । নহিব সংসারে আর গতাগতি খেদ । গদাধর-পদযুগ এই সে ভরসা। ভাগবত-আচার্য্যের মধুরস-ভাষা। চেতন্ত পদারবিন্দ-মকরন্দ রসে । প্রেমতরজিণী কহি মুদিত মানসে। ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে তৃতীয়স্কন্ধে প্ৰেমতরঙ্গিণী অষ্টমোহধ্যায় ॥৮ ॥ তৃতীয়: স্কন্ধঃ সমাপ্তঃ ॥ ( ১ ) পাঠাস্তর,— সৰ্ব্বদেব পূজিল সেই সে মতিমান ।” চতুৰ্ব্ব স্কন্ধ প্রথম অধ্যায় | চতুৰ্ণৱন্ধ চরিতং নানোপাখ্যানবৃহিতম্। নিরবধি হরি কথা শুনহ শ্রবণে । বর্ণ্যতে সদসঃ গ্রীত্যৈ যতো হরিকথোদয়ম্ ॥ তাহার উদরে হৈল যজ্ঞ অবতার। মালসি রাগ। দক্ষিণ লক্ষ্মীর অংশে বিদিত সংসার ॥ আকৃতি যাহার নাম মন মমুর দুহিতা । ( ১ ) সত্যবতী প্রিয়ত্রত রুচিয় বনিতা । ধন্ত জারা বিষ্ণুরাত ধন্ত নরেশ্বর। মরীচি মুনির পুত্র কশ্যপ জন্মিল। যাহার অপত্য স্বষ্টে জগৎ পূরিল। ব্ৰহ্মার বচনে অত্রি মুনি যোগেশ্বর। নিয়মল মতি ভূতি ভকতশেখর ॥ - করিল পরম তপ শতেক বৎসর ॥ ( ১ ) অধ্যায়ের আরস্তে অঙ্ক পুথির এক পায়ে রহে বায়ু করিয়া রোধন। जविक *ोठे,- ব্ৰহ্মরন্ধ ফুটিয়া উঠিল হুতাশন ॥