পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মপথ বিনাশন মৰ্কটলোচন। শিষ্য হয়্যা করে এত ওল্প বিলঙ্ঘন ॥ অগ্নি বিপ্র সাক্ষী খুয়্যা দিল কস্তাদান। শিষ্য হয়্যা করে এত বড় অবজ্ঞান ৷ যাহা দেখি উঠিয়া করিয়ে নমস্কার । ৰচনেহ তার কিনা করি পুরস্কার । প্রেতভূতগণ যুত উনমত বেশ । বাঘছাল পরিধান পিঙ্গ জটাকেশ ॥ ইচ্ছায় না দিলু কন্ত বিধির ঘটনা। দৈবযোগে হয় সাধুজনবিড়ম্বন ॥ ভম্মৰিভূষিত অঙ্গ অস্থিমালা ধরে । শ্মশানে বলিয়া রহে হৈয়া দিগম্বরে । নষ্টা,ার পতিত পিশা, সঙ্গে রহে । দৈবযোগে সম্বন্ধ ঘটিল তার সহে ॥ এতেক বলিয়া দক্ষ জল লএা করে । ক্রোধ করি দিলা শাপ শঙ্করের তরে ॥ আজি হৈতে যজ্ঞভাগ নহিব ইহার। দেবাধম হয়্যা যেন রহে দুরাসরি ॥ এ বোল শুনিঞা ক্রোধ কৈলা মহেশ্বর। উঠিয়া চলিলা শিব না দিলা উত্তর ॥ নন্দীশ্বর আদি যত শঙ্করের গণ । ক্রোধ করি তারা সব কি বোলে বচন । মাছুষ শরীর পাঞা এত বড় গৰ্ব্ব । ঈশ্বরের দ্রোহ করিবারে এত দর্প। শঙ্করের অপরাধে দক্ষ প্রজাপতি । তত্ত্বজ্ঞান দূর হকু বাঢ়ক কুমতি ॥ গৃহধৰ্ম্মে চিত্ত বদ্ধ হউ অতিশয়। গ্রাম্যম্বথে হোক দক্ষ নিবদ্ধহদয় ॥ কৰ্ম্মপথে দক্ষের বাঢ়ক অনুরাগ । বেদপথ ছাড়ক বাঢ়ক দুঃখ ভাগ । তত্ত্বজ্ঞান খণ্ডুক বাঢ়ক পশুপতি। ছাগমুখ হোক দক্ষ যাউক অধোগতি । দক্ষপক্ষ হৈয়া যে যে কৈল উপহাস । শিব অপরাধে তার হোক মতি নাশ ॥ সৰ্ব্ব ভক্ষ্য হোক তার দেহ গেহ মতি । মাঙ্গিতে বেড়ায় যেন ভুঞ্জয়ে দুৰ্গতি ॥ এতেক বচন শুনি ভৃগু মহামুনি । শিবের কিঙ্করে তবে বলে কোন বাণী ॥ শিৰত্ৰত ধরে ষেবা শিবের কিঙ্কর । পাষণ্ডী নিন্দিত তারা ছকু নিরস্তর ॥ নষ্টাচার হুকু তারা জটাভস্মধারী। সৰ্ব্ব ধৰ্ম্ম তেজে যেন বেদপথ জীকৃষ্ণ-প্ৰেমতদিণী ૨૨૪ শিবের কিঙ্কর যেবা শিবদেব ভজে । সে জন পাষণ্ড হয় সৰ্ব্ব ধৰ্ম্ম তেজে । এত শাপ দিলা যদি ভৃগু মুনীশ্বর । নিশবদে গেল শিব না দিলা উত্তর ॥ যজ্ঞ সমাপিয়া যভ দেব-মুনিগণে । সতেই চলিয়া গেলা নিজ নিজ স্থানে ॥ যজ্ঞ সমাপন হৈল সহস্ৰ বৎসরে। পূর্ণ দিয়া গেলা দেব নিজ নিজ পুরে। এইরূপে ছয় দক্ষে বাড়িল বিবাদ। রছিল বিস্তর কাল নহিল প্রসাদ ॥ এককালে দক্ষ আনি ব্ৰহ্মা মুরেশ্বর। মহা অভিষেক করি দিলা দিব্য বর ॥ প্রজাপতিগণ-অধিপতি করি দিল । তে-কারণে দক্ষের অধিক দৰ্প হৈল। বৃহস্পতি সব নামে কৈলা যজ্ঞরাজ। তাহাতে মিলিল আসি দেবের সমাজ ॥ ব্ৰহ্মঋষি দেবঋষি যত পিতৃগণ । সতেই দক্ষের যজ্ঞে হৈল উপসন্ন ॥ সগণে দেবগণ পত্নীগণ সহে । দেখিতে দক্ষের যজ্ঞ মিলিল উৎসাহে ॥ সিদ্ধগ- চলি যায় আকাশমণ্ডলে। বুথে রথে ঘষাঘষি বাজিলা কন্দলে ( ১ ) দেবগণ সিদ্ধগণ যায় ত্বরাত্বরি । দিব্য রথে চঢ়ি যায় দেবতা সুন্দরী ॥ আকাশ মণ্ডলে যায় দেবদেবীগণ । শিব দিব্যমানে সতী কি বোলে বচন ॥ দক্ষ প্রজাপতি নাথ তোমার শ্বশুর। যজ্ঞ আরম্ভিলা তেঁহ উৎসব প্রচুর। সাদরে দেবতাগণ রথে চঢ়ি যায়ে । হের-দেখ আকাশে বিমানগণ ধায়ে ॥ সকল ভগিনীগণ যায় শূন্তপথে। নিজ পতিগণ সঙ্গে চঢ়ি দিব্য রথে ॥ আজ্ঞা দেহ যদি নাথ ঝাট চলি যাই । বাপের উৎসব যজ্ঞ সভে মেলি চাই ॥ চিরকালে বাপ মায়ে হয় দরশন । ভগিনীগণের সঙ্গে হয় সম্ভাষণ (২ ) { তগিনী ভগিনীপতি আসিব উৎসবে। একত্রে বান্ধবগণ দেখি আমি সভে ॥ -- - - - - - * ( ১ ) পাঠাম্ভর,-“রথে রথে ঠেকাঠেকি কাজে উতরোল * ( ২ ) পাঠান্তর,—“ভগিনীগণের সনে কবিৰ মিলন।"