পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१९९ যদি ইৎসা কর নাথ চলি চল যাই । সকল বান্ধবগণ দেখি এক ঠাঞি। তোমার মায়ায় নাথ নিৰ্ম্মিত সকল । তুমি সৰ্ব্বলোকপতি তুমি মহেশ্বর ॥ তিরি জাতি আমি তত্ব কি জানিতে পারি কৃপা যদি কর নাথ ঝাট করি চলি । দেখ নাথ সকল ডগিনী যায় রথে । পতিগণ সঙ্গে চলি যায় শূন্তপথে ॥ চল নাথ দেখি গিয়ে আনন্দ মঙ্গল । বাট কমি দেখি গিয়ে বান্ধব সকল ॥ যদি বল যাচিয়া না যাই বন্ধুঘরে। তথাপি বাপের ঘরে দোষ নাহি ধরে ॥ স্বপ্রসন্ন হও লাথ বিলম্ব না কর। বাপের উৎসব দেখি বাট করি চল । এতেক বচন শিব শুনিএ শ্রবণে । স্মঙড়ি পুরুষ কথা হাসে মনে মনে ॥ তুমি যে কহিলা সতী সে নহে অস্তথা । যাচিয়া বাইতে হয় উচিত সৰ্ব্বথা ॥ যদি আমা দেখিয়া দক্ষের লহে ক্ৰোধ । যদি বা দক্ষের সহে না হয় বিরোধ ॥ যদি কোন মতে কিছু নহে বিপরীত। তৰে সে আমার হয় যাইতে উচিত ॥ তপ বিত্ত কুলশীলে যার বাড়ে গৰ্ব্ব । অসত্য শরীর ধরি তার হয় দৰ্প ॥ দেব দ্বিজ গুরু করি নহে তার জ্ঞান । পাসরে সকল ধৰ্ম্ম বাঢ়ে অভিমান ॥ তার ঘরে যাইতে উচিত নাহি হয়। যে জন বান্ধব দেখি ক্রোধ দৃষ্টে চায় । রিপুবাণে হয় যদি অঙ্গ জরজর । তথাপি তাছাতে ব্যথা নহে তত বড় ॥ বন্ধুগণ কুবচন-বাণ-বরিষণে । যেরূপে হৃদয়ে তাপ বাঢ়ে অস্থঙ্কণে ॥ বাপের প্রধান তুমি কগু গুণবতী । তোমাতে অধিক প্রেম ধরে প্রজাপতি ॥ তবু তথা গেলে তুমি না পাবে সন্তোষ। আমার বনিতা দেখি কব তার রোষ । পাপে দৃঢ়মতি যার কুচ্ছিত হৃদয়। সম্পদ বিষয়ে গৰ্ব্ব বাঢ়ে অতিশয় ॥ ঈশ্বর না হয়ে করে ঈশ্বরের দ্বেষ । বৃথা যেন অম্বরে হিংসয়ে হৃষীকেশ। যদি ৰল কেন তুমি ন কৈলে প্রণাম। তাৱ কৰা কহি সতী তোমা বিদ্যমান। শ্ৰীমদ্ভাগবত দেহ গেহে দেখিয়ে যাহার অহঙ্ক এ । বুধজনে তাহারে না করে নমস্কার ৫ যাহর অস্তরে আছে প্ৰভু ভগবান। চিত্তের ভিতরে তারে করিয়ে প্রণাম ॥ বাসুদেব নাম সত্ব বিশুদ্ধ বিজ্ঞান । তাহাতে পরম ব্ৰহ্ম বৈসে ভগবান। সেই বাসুদেব নাম করিয়ে চিন্তন। শরীরে প্রণাম করি কোন প্রয়োজন । প্ৰণাম না কৈলু আমি এই সে কারণে ॥ না বুঝিয়া দক্ষ ক্ৰোধ কৈল অকারণে । তুমি না চলিহ সতী দক্ষ-দরশনে ॥ তার দুষ্টগণ না করিবে সম্ভাষণে । কৌতুকে গেলাম মুঞি যজ্ঞ দেখিবারে। তাহাতে ভৎসিয়া দক্ষ কৈল তিরস্কারে ॥ তুমি যদি আমার বচন পরিহরি। বাপের মন্দিরে য'হ চিত্তে কোপ করি ॥ তবে সতী ফলিবে বিষম পরমাদ । এ বোল বুঝিয়া রহ না কর বিষাদ ॥ এ বোল বলিয়া শিব হৈল নিশবদ । মনে দুঃখ পায়্যা দেবী করে ছটফট ॥ পুর হৈতে বাহির বাহির হৈতে পুর। আইসে যায় মনে দুঃখ পাইয়া প্রচুর ॥ সকম্প শরীরে আঁখি ৰেয়্যা পড়ে ৬uল । লাজে ভয়ে সতী দেবী কিছুই -1 বলে। কারে কিছু না বলিঞা ক্রোধ করি মনে। চলিলা বাপের ঘরে সও ল-নয়নে ॥ বুঝিয়া দেবীর মন দেব ত্রিলোচন । পাঠাঞা দেবীর সঙ্গে দিলা নিজগণ ॥ ধ্ব জ ছত্র চামর পতাকা দিব্য বানা । চলিল দেবীর পাছে শত শত লেলা ॥ শঙ্খ ভেরী মৃদঙ্গ দ্বন্দুভি কোলাহল। চৌদিগে পুরিয়া হৈল আনন্দ-মঙ্গল। উত্তরিলা গিয়া দেবী বাপের মন্দিরে । দ্বিজগণ বেদ ঘোবে পূরিত অস্তরে ॥ পশু হিংসা বলিদান বিবিধ সম্ভার । বহুবিধ ধাতুপাত্র কাঞ্চন অপার ॥ হেন যজ্ঞঘরে দেবী করিলা প্রবেশ । কেহ না বোলয়ে তারে শিৰে ধরি দ্বেষ ॥ কিছুই না বোলে কেহ না চাহে লম্বনে । সকল ভগিনীগণ পূজিল আদরে। মায়ে কোল দিয়া ঘরে আনিল দুহিতা ।