পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२8 তয়ে রণ তেজি নিজগণের তথ্যান । শুনিয়া নারদমুখে শিব ভগবান ॥ ক্ৰোধ করি মহাদেব উঠিলা সত্বরে। দন্তে দন্তে পিষিয়া ছিণ্ডিল জটাভারে ॥ তড়িতৰরণ জটা দেখি ভয়ঙ্কর। তাহা হৈতে পুকষ উঠিল ঘোরতর ॥ শিরে পরশিল বীর গগণ-মণ্ডল । তিন গোটা অক্ষি যেন তিন দিনকর ॥ জলন্ত জাগুনি যেন বিকট দশন । বিশাল সহস্র ভুজ ঘোর দরশন । নানা অস্ত্র করে ধরে মুণ্ডমালা গলে । শিবের অগ্রেতে বলে কর যুড়ি শিরে ॥ আজ্ঞা কর কি নাথ করিব আরাধন । শিব বলে শুন শুন আমার বচন ॥ সগণে মারিয়া আইল দক্ষ দুরাচীর। নজ্ঞভঙ্গ কর তার কুলের সংহার। গণের প্রধান তুমি নিজ অংশধর। আমার বচনে তুমি শীঘ্র ইছা কর । আজ্ঞা শিরে ধরিয়া পুরুষ ঘোরতর। প্রণাম করিয়া বীর চলিলা সত্ত্বর ॥ রুদ্র পরিষদগণ ধাইল তার পাছে । মহারব করিয়া ধবিয়া রণকাছে ॥ দেখিয়া উত্তর দিগে ধুলা অন্ধকার । দক্ষপুরে শবদ উঠিল হাহাকার । টিস্তিতে লাগিলা দক্ষ যতেক ব্রাহ্মণ । আকাশে উঠিল ধুলা এ কোন কারণ। নাছি ঝড় উতপাত দুষ্টজন-ভয় । অরাজক রাজ্য নহে দেখিয়ে প্রগয় ॥ কোন দোষে কৈলা দক্ষ সতী অবজ্ঞান । পরমাদ ফলে হেন করি অনুমান ॥ অন্তকালে যে শিব মেলিয়া জটাভার। দিগগজ ৰিন্ধিয়া শূলে করয়ে বিছার ॥ বার ক্ৰোধ আনলে ব্রহ্মাণ্ডকোটি দহে ॥ কেন দক্ষ বিবাদ বাঢ়াইল তার সহে ॥ এইৰূপে ৰলাবলি করে সর্বজনে । হেনকালে আলিয়া বেঢ়িল রুদ্রগণে ॥ কেছ ঘর ভাঙ্গে কেহ প্রাচীর দুয়ার । কেহ সভা ভাঙ্গে কেহ রন্ধনআগার ॥ কেহ যজ্ঞকুণ্ড ভাঙ্গি আগুনি নিভায় । কেহ কেহ যজ্ঞপাত্ৰ ভাঙ্গিয়া পেলায় ॥ কুণ্ডের উপরে কেছ ছাড়ে মলমূত্র। দ্বিজগণে বান্ধি কেহ ছিণ্ডে যজ্ঞস্থল । क्षैभढोणबज्र কেহ নারীগণে ধরি করে বিড়ম্বন । কেহ আনি বান্ধিয়া পেলায় মুনিগণ ॥ দেবগণ পলায় বান্ধিয়া কেছ আনে । ভৃগুমুনি বান্ধিয়া আনয়ে মণিমানে ॥ বীরভদ্র বীর বন্ধে দক্ষ প্রজাপতি । চণ্ডেশ বান্ধিয়া করে পূষার দুর্গতি ৷ ননীশ্বর ভগদেবে বান্ধিলা নির্জালে । চৌদিক্‌ ভরিয়া দেব পলায়ে তরালে । যে দাড়ি দেখায়্যা ভূজ হালিলা তখনে । সে দাড়ি মুড়tঞা তার কৈলা বিড়ম্বনে ॥ যে দস্ত দেখায়্যা পুষা পুঙ্কবে হাসিল । ভূমেতে পেলাঞা তার দস্ত উপাড়িল । ভগবেবে যে আঁখি দেখাঞ দিল ঠাৱ । ভূমিতে পেলিয়া আঁখি উফড়িল তার । চাপিয়া ধরিয়ে দক্ষে ভূমিতে পেলিয়া। খরসান খঙ্গে মাথা পেলিল কাটিয়া ॥ কাটিতে না গেল কাটা সিস্তে মহেশ্বর । সংগোপনে যোগ চিস্তে মনের ভিতর - কাটিল দক্ষের মাথা সেই যোগবলে । সাধু সাধু শবদ উঠিল ক্ষিতিতলে । দক্ষশির ছলিল যজ্ঞের হুতাশনে । হাহাকার শবদ উঠিল দক্ষগণে ॥ দক্ষযজ্ঞ ভঙ্গ হৈল দক্ষের মরণ । প্রার্ণ লঞা মুরলোকে গেলা স্বরগণ ॥ ত্রিশূল পট্টিশ গদা পরিম্ব মুণেরে । ( ১ ) ছিন্ন ভিন্ন হঞা দেব পলায় সত্বরে। ব্ৰহ্মাকে জানাল্যা গিয়া করিয়া প্রণাম । শুনিএ বিরিঞ্চি দেব কৈলা প্রণিধান ॥ ব্ৰহ্মা নারায়ণ স্থানে কৈলা নিবেদন । শুনিয়া গোবিন্দ দেব কি বোলে বচন ॥ মহাজন অপরাধে না হয় কল্যাণ । তুমি-সব শিব দেবে কৈলে অবজ্ঞান। ত্ৰিজগতনাথ শিব লোকমহেশ্বর । র্তার স্থানে অপরাধে না দেখি কুশল ॥ লভে মেলি কর গিয়ে শিব আরাধন । ভজিলে তখনে শিব হৈব পরসন্ন ॥ চরণ ভজিলে মাত্র করিব প্রসাদ । ভজিলে শঙ্কর দেব খণ্ডিব প্রমাদ ॥ ( ১ ) পাঠান্তর;— পত্রশূল পট্টিশ গদা পরিৰ যুগের "