পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্ৰহ্মা আদি দেৰে ধার চিস্তয়ে চরণ। হেন লক্ষ্মী করে ধার চরণ সেবন ॥ উচ্চপদে যদি বাঞ্ছা আছয়ে তোমার। যদি বাপু ইচ্ছ তুমি বড় অধিকার। তবে কৃষ্ণপাদপদ্ম কর আরাধন । ত্ৰৈলোক্য-বন্দিত পদ দিব নারায়ণ ॥ ধার পদ লেবি ব্রহ্মা পাইল ব্ৰহ্মপদ । শিবের শিবত্ব হৈল সেবি র্যার পদ ॥ সে হরিচরণে বাপু করহ ভকতি। জগৎবন্দিত পদ দিব দিব্যগতি ॥ ধ্ৰুব মহামতি শুনি এতেক বচন । ধীরে ধীরে কৈলা চিত্তে ক্রোধ নিবারণ ॥ মাতাকে প্রণাম করি ধ্রুব গেলা বনে। মারদ আসিয়া পথে দিলা দরশনে ॥ আশীৰ্ব্বাদ করিয়া বলিলা তপোধন। রাজার কুমার খনে চল কি কারণ ॥ পঞ্চ বৎসরের তুমি রাজার কুমার। মনে অপমান কিবা তোমার বিচার। খেলার ছা-য়াল তুমি শিশুখেপা খেল। মায়ের বচনে তুমি ক্রোধ কেমে কর । যান অপমান দিতে পারে নারায়ণ । না জানিয়া ক্রোধ লোক করে অকারণ ॥ মায়ে উপদেশ কৈলা ভজিতে শ্ৰীহরি। তোমার শক্তিতে র্তারে ভজিতে না পারি। অনেক জনম ধরি মহামুনিগণে । চিন্তিয়ে না পায় বার চর- সন্ধানে ॥ তপ যোগ সমাধি করিয়া নিরস্তর। যোগেন্দ্র লা দেখে ধার চরণকমল । একে শিশু আরে তুমি রাজার কুমার। সে প্ৰভু ভজিতে কিবা শকতি তোমার ॥ এতেক বলিলা যদি মুনি যোগেশ্বর। প্রণাম করিয়া ঐব দিলেন উত্তর। নিশ্চয় জানিলু হরি হৈলা পরসন্ন । তে-কারণে তোমা সনে হৈলা দরশন। ৰে কিছু কহিলে তুমি মোর হিতবাণী । লা রহে হৃদয়ে মোর দোষ দেহ জানি ॥ মরম ভেদিল সৎমায়ের বচনে। কেমতে করিতে পারি চিত্ত সমাধানে ॥ জগৎবক্ষিত পদ নাহি দেখি আন । হেন পদ পাইতে মোর চিত্তে অভিমান । কোন পুণ্যে কোন তপে লে পদ মিলয়। ছেম উপদেশ মোরে কর মহাশয় ॥ শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী २२१ এবের বচন শুনি মুনির প্রধান । ধন্ত ধম্ভ করি কৈল ফ্লবের বাখান । ধৰ্ম্ম অর্থ কাম মোক্ষ মিলয়ে তখনে । সৰ্ব্বভাবে লয় যদি গোবিন্দ শরণে ॥ ভঞ্চিলে সে হরি পারে আপন দিবারে । উচ্চপদ দিব কোন বস্তুজ্ঞান তারে। সত্য উপদেশ কৈল তোমার জননী । ভকতবৎসল ভক্ত-প্রাণ চক্রপাণি । ( ) যমুনা পুলিনে পুণ্য আছে মধুবন । চল তথা গিয়ে কর এহুরি ভজন ॥ ত্রিকাল করিহ স্নান যমুনার জলে। ত্রিকাল ভজিহ হরি দিব্য ফলফুলে ॥ ধূপ দীপ বিবিধ নৈবেদ্য উপহারে । বিবিধ বিধানে পূঞ্জ দিনে তিনবারে। ভূতশুদ্ধি করপদ করিহ শোধন । স্থির হয়্যা বলিহ করিয়া শুদ্ধাসন । পূজিয়া গোবিন্দ রূপ করিহ চিস্তন । নবঘন শুাম তন্থ রাজীবলোচন ॥ ময়ুর চন্ত্রিকা ঢাক্ল কুটিল কুস্তলে। ললিত অলকাবলী বিলোল কপোলে । গণ্ডমুখে বিলোলিত মকর কুণ্ডল। ইন্দুকোটি বিরাজিত বয়ানমণ্ডল । হার বিরাজিত গলে বনমালা উরে । শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চারি করে। ত্ৰিভঙ্গ ভঙ্গিম কটিতটে পীতবাস। নখমণি জিনি কোটি চান্দ পরকাশ । মীর-রঞ্জিত চারু চরণপঙ্কজে। কেয়ুর কক্ষণযুগ চারু ভুজরাজে। স্বরেক্স মুনীন্দ্রবৃন্দ করয়ে স্তবন। শঙ্কর বিরিঞ্চি করে চরণ বন্দন ॥ এরূপ চিস্তিয়া তুমি পূজ হৃষীকেশ । কহিব তোমারে আর মন্ত্র উপদেশ ॥ দ্বাদশ অক্ষর মন্ত্ৰ সৰ্ব্বমন্ত্র-সার । কহিব তোমারে মন্ত্র করিয়া ডদ্বার ॥ সাত দিন যদি মন্ত্র জপে নিরস্তুর । সৰ্ব্ব সিদ্ধি হয় তার সর্বত্র মঙ্গল ॥ লে মন্ত্র জপিয়া কৃষ্ণ পূজ নিরস্তর। ত্ৰৈলোক্য-বন্দিত পদ দিব গদাধর। এতেক বচন শুনি রাজার কুমার। মুনির চরণে ধ্রুব কৈল নমষ্কার। ( ১ ) পাঠান্তর,"ভকতবৎসল হরি ভঙ্গ চক্ৰপাণি ।”