পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వeలి গন্ধৰ্ব্বের স্বষ্টিনাশ হয় হেনকালে । স্বায়ম্ভব মন্থ আইলা ধ্রুবের গোচরে ॥ পরম বৈষ্ণব বৎস তুমি মহাশয়। এত প্রাণী বধ করা উচিত না হয় । গন্ধধের স্বষ্টিনাশ নহেত উচিত । ভকত জনের কৰ্ম্ম নহে বিপরীত ॥ এইরূপে নানা স্তুতি কৈলা মন্থরাজ । তবে যুদ্ধ ছাড়ে ধ্রুব মনে পাঞা লাজ ॥ তবে স্বয়ম্ভব ময় গেলা স্বৰ্গবালে। কুবের আসিয়া তথা মিলিলা হরিষে । করিয়া কুবের নানা তত্ত্বে স্তুতিবাদ । মাথে হস্ত দিয়া তারে দিলা আশীৰ্ব্বাদ । ব্লছিল গন্ধৰ্ব্ব স্বষ্টি কৃপায় তোমার । দেৰগণ তুষ্ট হৈলা গন্ধৰ্ব্ব নিস্তার। পরম বৈষ্ণৰ তুমি চিত্তে কৃষ্ণ ধর । নিজ পর বুদ্ধি তুমি কন্তু নাহি কর ॥ ভকতবৎসল হরি ভক্তিভাবে ভজ | নিজ পুরে চল বৎস বৈরভাব তেজ । এতেক বচন বলি কুবের চলিল। মিজ পুরে আসি তবে ধ্রুব উত্তরিল। জনমিল পুত্র পৌত্র মহা বলৰাম্। পৃথিবী শাসিয়া কৈল মহা যজ্ঞ দান ॥ ছুইজন খণ্ডিল দণ্ডিল দ্বরাচার। শিষ্ট পরিপালন করিল সৰ্ব্বকাল । হরি-পূজা হরিসেবা হরি-সংকীৰ্ত্তন । মুকুন্দ-পবিত্ৰ-কথা সতত শ্রবণ । সাধুপুজা সাধুলেবা সাধুজন-সঙ্গ । তবু তার না হৈলা প্রচণ্ড দণ্ডভজ ॥ চরাচর শরীরে দেখিলা কৃষ্ণরূপ । কৃষ্ণ বিনে আল কিছু না হয় স্বরূপ । যদি চিত্ত স্থির হৈল কৃষ্ণের চরণে । বাহ অত্যন্তর ধ্রুব কিছুই না জানে ॥ তবে ধ্রুব পরিহরি নিজ অধিকার । প্রধান পুত্রেরে তবে দিলা রাজ্যভার ॥ ছড়িশ সহস্র ধরি বৎসর অবধি । রাজ্যভোগ কৈলা ধ্রুব সৰ্ব্ব গুণনিধি ॥ লে হেন সম্পদ তেজি গেলা মুনিবনে। বিশালী নদীর তীর নীর সুশোভনে ॥ পুণ্যজলে মজিয়া পুজিল নারায়ণ । হেমকালে দিব্য ব্লথ দিল দরশন ॥ মভাগবত দুই পারিষদ চারি ভুজ-বিরাজিত। শীতবস্ত্র কৃষ্ণবেশ ভূষণে ভূষিত । শঙ্খ চক্র গদা পদ্ম চারি মহাভুজে । রাজীবলোচন দিব্য বনমালা সাজে ॥ কহিলা ধ্রুবেরে তবে তারা দুই জন। দিব্য রথ তোমারে পাঠাইলা নারায়ণ ॥ এই রথে চড়ি তুমি ধ্রুবলোকে চল। আজ্ঞা দিলা জগন্নাথ বিলম্ব না কর ॥ তবে এব তা-সভারে কৈলা দগুনতি ॥ গন্ধ পুষ্প দিয়া পূজা কৈলা মহামতি ॥ পূজিল বিমানবর বিবিধ বিধানে । প্রণাম করিলা দেব দ্বিজ গুরুগণে ॥ উঠিলা বিমানে ধ্রুব হএ নমস্কার । স্বৰ্য্যকোটি সম তেজ ধরেন তৎকাল ॥ আকাশে রহিয়া ধ্রুব বলে কোন বাণী । পরম দুঃখিত! মোর রহিলা জননী। কোন মতে হয় যদি মায়ের উদ্ধার । কহ পারিষদবর তার পরকার ॥ বুঝিয়া ধ্রুবের মন দুই পারিযদে । দেখাইল জননী তার যার দিব্য রথে । তবে ধ্রুব চলি যায় হরষিত মনে । হন্দুভি বাজন বাজে পুষ্প বরিষণে । ধস্ত ধ্রুব ধন্ত ধ্রুব করয়ে বাখান । মুরপুর লছিয়া চলিলা নিজ স্থান । নাম্বিয়া বসিল ধ্রুব পরম আসনে । বায়ুবেগে রথরাজ উড়ায় তখনে ॥ ধ্রুব প্রদক্ষিণ করি শশী দিনকর। বেঢ়িয়া ভ্রময়ে যত জ্যোতিষ মণ্ডল ॥ সপ্ত ঋষি স্তুতি করে মাচে বিদ্যাধর। স্বরবধুগণ নাচে অতি মনোহর । পরম বৈষ্ণব ধ্রুব বিষ্ণুপদে বাস। ধ্রুবের চরিত্র কিছু কৈল পরকাশ । ধম্ভ পুণ্য শোকহর দরিদ্র মাশন । পবিত্র-চরিত্র-কথা দুরিত খণ্ডন ॥ পুণ্য তিথি পুণ্য কালে যে করে শ্রৰণে। অশ্বমেধ শত-ফল হয়ে দিলে দিনে ॥ কৃষ্ণের চরণে ভক্তি হয় পাপক্ষয় । বিষ্ণুপদে বাস তার খণ্ডে ভবভয় ॥ ভাগবত-আচার্ষ্যের মধুরস-বাণী । এবের মহিমা শুন পুণ্যফল জানি । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে চতুর্থঙ্কন্ধে ধ্ৰুংচরিত্র কথনে দ্বিতীম্নোংখ্যায়ঃ ৷ ২ ৷