পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় । কহিলা মৈত্রেয় মুনি ধ্রুব উপাখ্যান । বিদ্ধর সস্তোষ পাইলা ভকত-প্রধান । তবে আর জিজ্ঞাসিলা মৈত্রেয়-চরণে । কার পুত্র দশজন প্রচেতস নামে । কহ মুনি তার জন্ম কৰ্ম্ম গুণ নাম । মোর নিবেদনে গুরু কর অবধান ॥ শুনিএা মৈত্রেয় মুনি দিলেন উত্তর। ধ্রুবের কুমার রাজা আছিল উৎকল ॥ রাজা হয়্যা রাজ্যে তার নৈল অভিলাষ । জগৎ দেখিল যেন তড়িৎ-প্রকাশ ॥ নিরবধি সমাধি নাছিক ধ্যানভঙ্গ । কার সহে নাহি প্রেম কার সহে সঙ্গ ॥ যেন জড় উনমত-বধির-আকার । তৰে তায় মন্ত্ৰিগণে করিল বিচার । বৎসর কনিষ্ঠ তার করিয়া নৃপতি । তবে রাজ। পালিল শাসিল বসুমতী ॥ পুষ্পার্ণ কুমার তার পাইল রাজ্যভার। ব্যুষ্ট নামে রাজা হেল তাহার কুমার ॥ ব্যুষ্ট্রের তনয় রাজা হৈল চক্ষু নামে । চক্ষুর কুমার হৈল উন্মক প্রধানে ॥ উদ্মকের পুত্র অঙ্গ নামে নরপতি। তার পুত্র হৈল বেণ কেবল কুমতি ॥ দুরন্ত দুঃশীল বেণ হৈল দুরাচার । অঙ্গ রাজা না পারিল করিতে নিবার ॥ মনে দুঃখ পেয়ে রাজা গেল তপোবনে । দুষ্ট বেণ বসিল বাপের রাজাসনে ॥ রাজা হয়্যা দুষ্ট বেণ করিল ঘোষণা । মোর রাজ্যে ধৰ্ম্ম জানি করে কোন জনা ॥ না করিছ যজ্ঞ দান ব্রত পুণ্য কৰ্ম্ম। কেহ জানি কোন দেব করে আরাধন । এই আজ্ঞা দিল বেণ নিজ অধিকারে । রাজার আজ্ঞাতে লোক সেই কৰ্ম্ম করে। এতেক দুনাত শুনি যত মুনিগণ । আলিয়া বেণেরে তবে কৈল নিবারণ ॥ সামদানে স্তুতি করি বুঝাইল প্রকারে । তবুত কুমতি নাহি ছাড়িল দ্বরাচারে । ভৎসিয়া বলিল বেণ আরে মুনিগণ । এবে লে জানিলু তোরা কুমতি তাজন। কুপণ্ডিত তোরা সব হেন মনে বালি। মিছা তপ কয় তোরা কপট তপস্বী। কারে বোল বিষ্ণু তোরা কৃষ্টি-স্থিতিকারী। কারে বোল পুরাণ পুরুষ ব্রহ্ম করি ॥ সৰ্ব্বদেবমণ নৃপ ইহা নাহি জান । সাক্ষাতে থাকিতে রাজা আন দেৰ মান ॥ নিজ পতি ছাড়ি যেন নারী ভজে জায় । সেইরূপ তুমিসব কর ব্যবহার ॥ ভজ পুঞ্জ আমারে করহ আরাধন । আমি তুষ্ট হৈলে তুষ্ট হয় দেবগণ । রাজার বচন শুনি যত মুনিগণে। ক্রোধেতে জলিল যেন দীপ্ত হুতাশনে ॥ শাপিয়া মারিয়া তারা গেল তপোবনে। শুনিয়া বেণের মাতা যুক্তি কৈল মনে । তেলদ্ৰোণে ফেলিয়া রাখিল কলেবর । চোর দম্যভয়ে রাজ্য হৈল ভয়ঙ্কর। অরাজক রাজ্য নাশ কৈল দমু্যগণ । লুটিয়া পুড়িয়া ছন্ন কল দুষ্টজন। আনে আন কাটিল হরিল আনে ধন। আনে আন খণ্ডিল দণ্ডিল আন জন ॥ এইরূপে ধরণীমণ্ডল ছন্ন হৈল। মহারণ্যে সকল পৃথিবী বিয়াপিল। প্রমাদ দেখিয়া সব মুনিগণে আসি। বেণের মাতাকে তবে সভেই জিজ্ঞাগি । কোন মতে হয় মাতা সস্তুতি রক্ষণ । কহ দেখি কে করিবে পৃথিবী পালন ॥ শুলিঞা বেণের মাতা দিলেন উত্তর । তৈলদ্ৰোণে রাখিয়াছি পুত্রকলেবর ॥ আনিঞা দিলেন বেণ মুমি-বিদ্যমানে । বাম উরু মথিল সকল মুনিগণে ॥ ধুম্ৰবৰ্ণ পিজললোচন একজন। জনমিল মহাকায় ঘোর দরশন। রহিতে মাগিল স্থান মুনিগণ স্থানে । বলিল সকল মুনি নিষাদ ( ১ ) বচনে ॥ তে-কারণে হৈল সে যে নিষাদ চণ্ডাল । ( ২ বেণ-পাপে তার অংশ হৈল দুরাচার ॥ মথিল বেণের দুই ভুজ আরবার। প্রকৃতি পুরুষ দুই হৈল অবতার ॥ (১ ) নিষীদ,—নিস্তব্ধ ভাবে অবস্থান কর ; বৈল । ( ২ ) ইহার পর বর্ধমান—ভৈটার পুথিতে অধ্যায় সমাপ্ত হইয়াছে ।