পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭8 গাষ্ঠীরূপ ধরি তবে বলম্নে ধরণী । প্রশতকদ্ধর হই নানা স্তুতিবাণী ॥ জয় জয় অংশ অরতার নৃপমণি। জম্ব মীনকলেবর দেৰ চক্রপাণি ॥ জয় ধন্বস্তরিরূপ নমো নারায়ণ । নমো যজ্ঞকায় হিরণক্ষ্যবিদারণ ॥ নমো কুৰ্ম্ম অবতার মন্দরধারণ। নমস্তে মোহিনীরূপ অমুরমোহন ॥ নমো ভৃগুপতি রাম ক্ষত্ৰিকুলাস্তক । নমো রাম অবতার রাবণনাশক ॥ নমো নরসিংহরূপ দৈত্যবিনাশন । নমো দিব্য অবতার নমস্তে বামন ॥ নমো রামকৃষ্ণ বসুদেবের নন্দন । পূৰ্ণব্ৰহ্ম অবতার ব্রহ্মসনাতন ॥ ভবিষ্যৎ অবতার নমো বুদ্ধকায় । নমো কল্কি-অবতার স্লেচ্ছবিনাশায় ॥ কত কত অবতার করহ আপনে । তব লীলা বুঝে হেন কে আছে ভুবনে ॥ ব্ৰহ্মা হৈয়া না পারিল অস্ত জানিবারে। নারদাদি মুনিগণ মহামুনিবরে ॥ হেন প্রভু আপনে ঈশ্বর নৃপমণি। কি কারণে সংহারিতে চাহত ধরণী ॥ ভূতহিংসা মহাপাপ পুরাণে বাখানে । অহিংসক হিংসিবারে চাহ কি কারণে ॥ এত শুনি পৃথরাজা বিস্ময় বদন। সাম্যচিত্তে ধরণীরে বলিলা বচন ॥ যতেক কহিলে সতি অসত্য না হয় । পূৰ্ব্বাপব আছে হেন বেদশাস্ত্রে কয় ॥ প্রজা মুখী ন হইলে রাজা মুখী নয় । পৃথিবী হরিল শস্ত প্রজার সংশয় ॥ প্রজা পালনেতে ধাতা ৰূপে নিয়োজিল। কপট করিয়া ইন্দ্র বৃষ্টি না করিল। এই হেতু মহাক্রোধ হইল আমার। ইন্দ্রেরে মারিব হেন যুক্তি কৈল সার। স্বৰ্গ মৰ্ত্তা পাতাল ভ্ৰমিল ত্রিভুবন। কোথাহ ইন্দের না পাইল দরশন। স রিতু এই হেতু আজিত ধরণী । নি পরিচয় মোরে কহত আপনি ॥ এত শুনি গাবীরূপ বলয়ে ধরণী । আমিত পৃথিবী রা”। সংসারধারিণী ॥ সংহারিতে রাজা মোরে চাহ অকারণে । তত্ত্ব উপদেশ কহি শুন লাৰধানে ॥ मडांगंयड ইন্দ্রের আজ্ঞায় শস্ত আমিত হরিল। সদয় হইয়া রাজা তোমারে বলিল । বতেক পৰ্ব্বত আছে সংলার ভিতরে। ক্রমে ক্রমে বৎস করি দেহত আমারে। নানাবিধ শস্ত যত হয় উপজাত । ইজ বৃষ্টি করিব শুনহ নরনাথ । পুথিবীর আজ্ঞা শুনি রাজা আনন্দিত । মৌন হৈয়া ক্ষণেক ভাবিল নিজ চিত্ত ॥ ধন্থ-শর হাত হৈতে এড়িল রাজন । অস্ত্রবলে আনিল যতেক গিরিগণ ॥ রাজার প্রতাপে যত আছিল শিখর। বৎসরূপ ধরি আইল নৃপতি গোচর ॥ তবে আনন্দিতচিত্ত হইয়া রাজন। আরম্ভ করিল পৃথী করিতে দোহন ॥ হিমালয় বৎস করি প্রথমে দুহিল। ধান্ত যব আদি শস্ত উপজাত হৈল । তদস্তরে ত্রিকূট নামেতে গিরিবর। তারে বৎস করি রাজা দুহিলা সত্বর ॥ সরিষা মূমুরি বুট আদি শস্যগণ। উপজাত হৈল দেখি হরিব রাজন। শতশৃঙ্গ গিরি বৎস করি তদন্তরে। পুনরপি পুথিবীরে দোহে নৃপবরে ॥ গম তিল ইক্ষু আদি হৈল উৎপতি ; দেখি আনন্দিত চিত্ত হৈল নরপতি ॥ সুমেরু করিয়া বৎস তদন্তে রাজন। পুনরপি পুথিবীরে করিল দোহন ॥ নানাবিধ রত্ব যত হৈল উপজাত । দেখি হরষিত চিত্ত হৈল নরনাথ ॥ গন্ধমাদন বৎস করি পুনৰ্ব্বার। পুথিবীরে বুপতি দুহিলা আরবার ॥ অসংখ্য গন্ধৰ্ব্ব অস্ত্র হৈল উৎপতি। লোক দিয়া দেশে পাঠাইলা নরপতি ॥ এইরূপে ক্রমে ক্রমে যত গিরিগণ । একে একে বৎস করি করিলা দোহন ॥ নানাবিধ শস্ত যত হৈল উপজাত । হরিষে পূর্ণিত হৈলা পৃথ, নরনাথ । পুৰ্ব্বে বেণ রাজা যত অপকৰ্ম্ম কৈল । সেই দোষে দেবরাজ বৃষ্টি না করিল। বীজহীন হইয়া আছিল শস্তগণ । ইবে পৃথ, মহারাজা কৈল উদ্ধারণ ॥ পৃথর মহিমা বশ জগত পূরিল। স্বানে স্থানে পৃথী যত উচ্চ নীচ ছিল।