পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এক রথে সংসার ভ্ৰমিঞা সরবর। ধন আগে দিয়া সব কৈল সমসর ॥ ধৰ্ম্ম অবতার হয়্যা দেব ভগবান। ছমলা সকল শস্ত হইয়া কুষাণ। পৃথিবী পুরিল শস্ত লোকে আনন্দ্ৰিত। অমৃক্ষণ গায়ে সতে পৃথর চরিত। বিষ্ণু অবতার রাজা মহা মতিমান। ইন্দ্র আদি দেৰ করে যাহার বাখান ॥ লজ্জা পায়্যা শেষে ইজ জল বৃষ্টি কৈল । রাজার বিক্রমে দেবগণ ভয় পাইল । চঞ্জের সমান রাজা প্রজার পালনে । রাজার পালনে প্রজা দুঃখ নাঞি জানে। শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী - ২৩৫ যজ্ঞ মহোৎসব রাজা কৈল অশ্লষ্মণ । দেবতুল্য কৈল রাজা ব্রাহ্মণ পূজন।। ব্রাহ্মণের সেবা বিনে অন্ত নাহি জানে । অমৃক্ষণ করে রাজা ব্রাহ্মণ ভরণে ॥ যাহা f-জ্ঞাসিলে তুমি রাজা পরীক্ষিত। সংক্ষেপে কছিল কিছু তোমার বিদিত। বিস্তারিয়া কহি যদি শতেক বৎসরে । পৃথর মহিমা গুণ নারি কহিবারে। অতঃপর যে কহিয়ে শুন একমনে। পূখ-র মহিমা যশ অতুল ভুবনে ॥ ধীরশিরোমণি ঐগদাধর জ্ঞান। ঐভাগবত-আচার্য্যের মধুরল-গান ৷ ইতি শ্ৰীমদ্ভাগবতে চতুর্থ স্বন্ধে তৃতীয়োহুধ্যায়: ॥ ৩ ॥ চতুর্থ অধ্যার । রাজসিংহ বসিলা বিচিত্র রাজাসনে । পৃথিবীর রাজা পায়ে করয়ে পূজনে। রাজার মহিমা যশ অতুল ভুবনে। যত যত কৰ্ম্ম কৈল না হয় বর্ণনে ॥ শত যজ্ঞ করিয়া ভজিলা গদাধর । ব্ৰহ্মা বিষ্ণু আইলা যাথে হর মহেশ্বর। দেব সব আসিয়া সাক্ষাতে লৈল ভাগ । যজ্ঞ মহোৎসব দেখি লোকে অনুরাগ। এইরূপে শত যজ্ঞ ৰৈলা নৃপবর । অবশেষ যজ্ঞ-অশ্ব নিল পুরন্দর ৷ ভম্ম বিভূষিত অঙ্গ রক্ত বস্ত্র ধরি। তপস্বীর বেশে ইজ নিল অশ্ব হরি ॥ অত্ৰিমুনি চিনাইল পৃথর কুমারে। তপস্বীর বেশে অশ্ব হরে পুরন্দরে । রাজার কুমার তবে জিনি দেবরাজ । আনিল বাপের অশ্ব ইজ পাইল লাজ ॥ পুনরপি ছয়্যা ইন্দ্র কপট তপস্বী। ছরিতে রাজার অশ্ব দেখে অত্ৰি ঋষি । রাজার কুমার তুমি বৰি শচীপতি। 6षांज़1घांबि पल ब्रक कब्र मशगठि ॥ রাজার কুমার তবে যুড়ে ধৰ্ব্বাণ । মুনিগণে রক্ষা কৈলা ইন্দ্রের পরাণ ৷ জিনিঞা আনিল অশ্ব নিজ ভুজবলে। বিজিতখি নাম তার থইলা সকলে। কপট তপস্বী বেশ হৈলা শচীপতি। সে বেশ ধরিব যত পাষণ্ড কুমতি ॥ শত যজ্ঞ পৃথরাজ কৈল সমাধানে। শতক্ৰতু নাম তার হৈল তে-কারণে ॥ বসন ভূষণ অন্ন দিয়া বহু ধন। দেবগণ মুনিগণ পূজিল ব্রাহ্মণ ॥ চগুলি পৰ্য্যস্ত পূঙ্গ কৈল সৰ্ব্বজনে। চলিলা সকল জন হরষিত মনে। মুনিগণ চলিল করিয়া অশীৰ্ব্বাদ । চলিলা দেবতাগণ করিয়া প্রসাদ ॥ বহুবিধ বর দিয়া চলিলা ঐহরি। রাজসিংহ রহিল গোবিন্দে চিত্ত ধরি। উদ্দেশে করিয়া রাজা কৃষ্ণে নমস্কার । ধৰ্ম্মে চিত্ত দিয়া কৈল রাজ্য অধিকার। মহাষোগে বহু জন্ম কৈল কৰ্ম্মনাশ । দেহ গেহ সম্পদে মহিল বিশোয়াল ॥