পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8ર ষে নারীর সঙ্গে রাজা কৈল গৃহবাস । বুদ্ধি নাম তার সঙ্গে মনের বিলাস ॥ সখীগণ সকল ইন্দ্রিয়গণ বলি। সখীগণ প্রাণ মন বৃত্তি অবধারি ॥ পাচ বিষয়ের নাম পঞ্চ পঞ্চাল । প্রকাশিয়া কহি শুন এ নব দুয়ার ॥ দুই আঁখি দুই নাসা এ দুই শ্রবণ। গুহ লিঙ্গ মুখ নবদ্বার নিরূপণ ॥ দুই আঁখি দুই নাসা পরীর সম্মুখে । দক্ষিণ উত্তর চুই কর্ণ দুই ভাগে ॥ মুখ নামে আর এক সন্মুখে দু্যার । এই সাত দুয়ারে সঞ্চরে সর্বকাল ॥ খদ্যোত আবিমূখী এ দুই নয়ান । এ দুই দুষারে রূপ লয় মতিমান । নলিনী নালিনী দুই নাসিকাবিবর। এ দুই দুয়ারে গন্ধ লয় নরেশ্বর ॥ মুখ্যা নামে দুয়ার মূখের নাম ধরি । সে দুয়ারে রস লং রসভেদ করি ॥ পিতৃহু দেবহু দুই শ্রবণবিবর। সে দুয়ারে শব্দভেদ লয় নিবস্তর ॥ প্রবৃত্তি নিবৃত্তি শস্ত্র পঞ্চ পঞ্চাল । পিতৃযান দেবযান শ্রবণ সঞ্চার । লিঙ্গের দুৰ্ম্মদ নাম অপান নিঋতি। মল মুত্র সে দুয়ারে ছাড়ে জীব জাতি ॥ দুই হস্ত দুই পদ অন্ধ নাম ধরে । গতি কৰ্ম্ম করে জীব সে দুষ্ট দুয়ারে । অস্তঃপুর হৃদয় বুঝিব অকুমানে । বিষুচি মনের নাম বিচরিলে জানে। ইক্রিয় রথের ঘোড রথ কলেবর । কালগতি রথের গমন নিরস্তুর ॥ তিন গুণ ধ্বজ চক্র শুভাশুভ কৰ্ম্ম । পঞ্চপ্রাণ বন্ধুর জানিব তার মৰ্ম্ম ॥ জানিব ঘোড়ার বাগ শীঘ্ৰগতি মন । রথের সারথি বুদ্ধি করায় ভ্রমণ ॥ একাদশ ইঞ্জ্যি জানিব তার সেনা । পঞ্চ বধস্থানে গিয়া নিতি দেই চান । এইরূপে করে জীব মুখ দুঃখ ভোগ । শতেক বৎসর সতে দেহের সংযোগ ॥ অজ্ঞানে মোহিত ীেব করে অহঙ্কার । দেহধৰ্ম্মে মুখ দুঃখ বলে আপনার ॥ আপনে নিগুণ হঞা অসত্য ধেয়ায় । মুঞি মোর বলিয়া সতত দুঃখ পায়। ঐীমদ্ভাগবত কৰ্ম্ম করি লক্ষ্ম জীব আপন বন্ধন। নানা দেহ ধরে জীব কৰ্ম্মের কারণ ॥ গুরুরূপ আপনে সাক্ষাৎ ভগবান ॥ গুরু না ভজিলে তার নাছি পরিত্রাণ ॥ প্রকৃতির পর জীব আপনা পাসরে । কৰ্ম্ম করি শুভাশুভ শরীরে সঞ্চরে । শুভ কৰ্ম্ম করিষা উজ্জল লোকে যায় । ফলভোগ অবশেষে পুন দুঃখ পায় ॥ কৰ্ম্মফল আকুলারে নানা দেহ ধরে । কৰ্ম্মভোগ কারণে বিবিধ ভোগ করে। কোথাতে পুরুষ হয়ে কোথাতে বা নারী (১)। কোন কালে রহে নপুংসক-বেশ ধরি। কোন কালে হয় দেব কোন কালে নর। পশু কীট পতঙ্গ স্থাবব কলেবর ॥ কৰ্ম্ম অনুরূপে জীব নানা দেহ ধরে । কৰ্ম্ম অনুরূপে মুখ দুঃখ ভোগ করে। কৰ্ম্ম অনুরূপে দেহ ধরে দুঃখময় । কৰ্ম্মভোগ কারণে বিবিধ দুঃখ হয় । ক্ষুধায়ে তৃষ্ণায়ে হয়ে সতত বিকল । দীন হীন হৈয়া দুঃখ ভুঞ্জে নিরস্তর ॥ দুয়ারে দুয়ারে গিয়া ভিক্ষা মাগি খায় । দৈবযোগে তাথে মান অপমান পায় ॥ ঘরে ঘরে ফিরে যেন কুকুর সমান। কোন ঘরে অন্ন পায় দণ্ড কোন স্থান ॥ এইরূপে ভ্ৰমে জীব নানা কলেবরে । ক্ষণে অrধাগতি ক্ষণে উপরে সঞ্চরে ॥ এক জীব কৰ্ম্ম করি করে দুঃখ ভোগ । কৰ্ম্ম হেতু জীবের না ঘুচে দেহযোগ । কোন প্রতীকারে নহে দেহের বিচ্ছেদ । শুভ কৰ্ম্মে বিকৰ্ম্মে কিঞ্চিত মাত্র ভেদ ॥ মাথার বোঝার ভাব সহিতে না পারি। ক্ষণেক বিশ্রাম যেন করে কান্ধে ধরি ॥ এইরূপে জীণ সবে শুভ-কৰ্ম্ম ফল । শুভাশুভ কৰ্ম্মে সভে কিঞ্চিৎ আস্তর ॥ কৰ্ম্ম হৈতে কতু নহে একান্ত কুশল । শয়নে স্বপনে বেন হয় মতি জড় ॥ কোন মতে জীবের স”সার নাহি ছুটে । (s) পাঠান্তুর,— "कथन नूक्रय झछ कबू झग्न नांग्रेौ* {