পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

더속e 덕족 প্রথম অধ্যায় | ক্রিয়তে পঞ্চমস্কন্ধপ্রবন্ধঃ সম্মতঃ সতীম্। যন্ত্রর্যভস্বতাননাচরিতাম্বুধিক্কজ্জলঃ ॥ দেশগ রাগ । রাজা বোলে শুন গুরু মুনি যোগেশ্বর | প্রিয়ত্রত রাজা ছিল ধৰ্ম্মকলেবর ॥ পরম বৈষ্ণব রাজা মহা গুণনিধি । কামভোগ বিলাসে বৈরাগ্য নিরবধি ॥ হেন হৈয়া কেন কৈল রাজ্য অধিকার । ভকত জনের নহে উচিত সংসার । কহ মুনি প্রিয়ন্ত্রত রাজার আখ্যান । সাৰ্ব্বভৌম নরপতি ভকত-প্রধান। রাজার বচন শুনি শুক মহামুনি। ধন্ত ধষ্ঠ সাধু সাধু রাজারে বাখালি ! স্বায়ন্ত ব মন্ত্র ছিল ব্রহ্মার তনয় । তার জ্যেষ্ঠ পুত্র প্রিয়ত্রত মহাশয়। বাপে রাজ্য দিল তারে ন কৈলা অঙ্গীকার । দেখিল সংসার বন্ধ রাজ্য অধিকার ॥ ন কৈল সংসার র্তিহে। বীপের বচনে । হেনকালে ব্ৰহ্মা আসি দিলা দরশনে । ব্ৰহ্মা বলে শুন বৎস কোন যুক্তি কর । কোন দোষে বাপের বচন নাহি ধর । কহিৰ বষ্ণব ধৰ্ম্ম শুন সাবধানে । মিথ্যা বুদ্ধি না করিহ আমার বচনে ॥ আমি ব্রহ্ম হর স্বর মহা ঋষিগণে । যার বশ হয়্যা অভিজ্ঞ বহি সৰ্ব্বজনে ॥ যদি যোগ তপ যজ্ঞ নানা কৰ্ম্ম করে । তবুত প্রভুর কৰ্ম্ম খণ্ডিতে না পারে । ভয় শোক সুখ দুঃখ প্রভু দিব বারে । খণ্ডিতে না পারি আমি হুর মহেশ্বরে ৷ য{য় বেদবাণীপাশে আছিয়ে বন্ধনে। যাহার ইচ্ছায় কৰ্ম্ম করি সাবধানে । নাকে দণ্ডি দিয়া যেন বলদ গাথনি। আমি সব বন্দী অাছি যার বেদবাণী ॥ যে কৰ্ম্মে যাহারে প্রভু করে নিয়োজিত। সে কৰ্ম্ম সতেই করি ছৈয়া সাবহিত । নড়ি ধরি আনে যেন আন্ধলে হাটায়। সেইরূপ মুখ দুঃখ জীবেরে ভুঞ্জায় ॥ ছয় রিপু দেহে বেলে করে বলে বাস । না ঘুচে সংসার-ভব নহে ভব নাশ ॥ গুহে বলি ছয় রিপু করে নিবারণ । গোবিন্দ ভজিলে ছুটে শরীরবন্ধন ॥ ছয় রিপু জিনিব যাহার আছে মনে । ঘরে থাকি যুদ্ধ করি জিনিব যতনে। গুরু হৈলে শিষ্যে করে তত্ত্ব উপদেশ । বুঝায় সকল ধৰ্ম্ম করিয়া বিশেষ । সহজে সকল লোক কৰ্ম্মপথে চলে। গুরু হৈলে কৰ্ম্ম উপদেশ নাহি বলে । মুখলেশ হেতু জন্তু নানা কৰ্ম্ম করে। পরিণামে দুঃখ লভে দেখিয়ে বিচারে ॥ দুঃখময় কৰ্ম্ম নাহি মূঢ় জলে গুণনে । আপনে জানিএ গুরু ছাড়ায় যতনে ॥ পাছে যথা তথা রহে বনে বা মন্দিরে । গোবিন্দ চরণ ভজি ছেলে ভব তরে ॥ ভকতউত্তম তুমি পরম পণ্ডিত । বাপের বচন লজ্য এ নহে উচিত । রাজা হএ রাজ্যভোগ মহাসুখে কর । ছয় শত্রু জিনিঞা গোপালে ভক্তি ধর। ( ! দেহু গেছে রাজ্যপদে তেজে অহঙ্কার } ভঞ্জিয়া গোবিন্দ পদ হও ভবে পার । এতেক বলিয়া ব্ৰহ্মা গেলা নিজ স্থালে । প্রিয়ত্রত রাজা হইল ব্রহ্মার বচনে ॥ পুত্রে রাজ্য দিয়া মন্ত্র গেলা তপোবনে । তত্ত্ব উপদেশ পাইলা নারদের স্থানে ॥ তপ যোগ সাধিয়া ভজিল গদাধর । বিষ্ণুপদে প্রবেশিল তেজি কলেবর ॥ প্রিয়ত্ৰত সপ্তদ্বীপে এক নরপতি । নিজ ধৰ্ম্ম স্থাপিয়া শাসিলা বসুমতী ॥ ( ২ ) বিশ্বকৰ্ম্ম কন্ত বিভা দিলা বহিষ্মতী । দশ পুত্র হৈল তাথে কন্যা উর্জম্বতী ॥ একাদশ অৰ্ব্বদ বৎসর পরিমাণ । প্রিয় <ত রাজ্য কৈল নৃপতি-প্রধান ॥ অস্তগিরি যাবৎ উঠিয়ে দিনকর । তাবৎ নৃপতিসিংহ এক দণ্ডধর ॥ ( ১ ) পাঠান্তর,— 'ছয় রিপু জিনিএ{ গোবিলো চিত্ত ধর” । (২) "নিজ ভূজে শাসিল সকল বসুমতী” ।