পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१8७ কৃষ্ণপদ-ভকতি প্ৰতাৰ যোগবলে। সপ্তদ্বীপ নরপতি অখণ্ড মণ্ডলে ॥ মনোজব রথে রাজা করি আরোহণ । রজনী কল্পিব দিন হেন লয় মন ॥ ধরণী বেঢ়িয়া সপ্ত প্রদক্ষিণ দিল । চতুর্মুখ আসিয়া রাজারে নিবারিল ॥ রাত্রি দিন করিতে স্বর্য্যের অধিকার । ক্ষিতিতল পালিতে তোমার নিজ ভার ॥ তবে ব্ৰহ্মা চলি গেলা আপন ভুবনে । নিজ পুরে রাজা আইল ব্ৰহ্মার বচনে ॥ একচ ক্র রথে দিল সপ্ত প্রদক্ষিণে । সপ্ত সিন্ধু হৈল সপ্ত রথরেখা চিহ্নে ॥ জম্বু প্লক্ষ শান্মলি কুশ ক্ৰৌঞ্চ নামে । শাক পুষ্কর দ্বীপ বিদিত ভুবনে। ক্সবণজলধি ইক্ষুরস স্বরানিধি । স্বতসিন্ধু দধিসিন্ধু ক্ষীরজলনিধি ॥ আর জলনিধি সাত সিন্ধু সাত নামে । সাত দ্বীপ সাত সিন্ধু হৈলা হেনমনে ॥ জম্বুদ্বীপ লবণ সমুদ্র পরিমাণে । প্লক্ষদ্বীপ হয় তার দ্বিগুণ প্রমাণে ॥ দ্বিগুণ দ্বি গুঃ সিন্ধু দ্বীপের বিস্তার। ত্ৰিভুবনে রহিল বিক্রম চমৎকার । মহা অমৃভাব রাজা অতুলশকতি । সপ্ত দ্বীপে সপ্ত পুত্রে কৈল নরপতি ॥ উৰ্দ্ধরেতা ছৈয়া তিন পুত্র গেল বনে । পরমহংসের গতি পাইল তিন জনে ॥ এইমতে কত কত হৈল মহা কৰ্ম্ম । সপ্তদ্বীপে স্থাপিল সকল নিজ ধৰ্ম্ম ॥ একান্ত ভকতি করি ভজিল গেপোল । ভকতজনের সঙ্গ কৈল সৰ্ব্বকাল ॥ পরম বৈরাগ্য তবে জন্মিল হৃদয় । বিষয়-লম্পট মুঞি হৈলু অতিশয় ॥ স্ত্রীর সঙ্গে রাজ্যভোগ গেল এতকাল । না ভজিলু জগন্নাথ লহিল নিস্তার ॥ পুত্রে রাজ্য বিভজিয়া তেজিল সংসার । প্রবেশিলা তপোবলে মজুর কুমার। সে হেন সম্পদ ভোগ ছাড়িয়া বসতি । কৃষ্ণগতি পাইল রাজা সাধিয়া ভকতি ॥ দশ পুত্র প্রধান অশ্লীং, নাম যার। জম্বুৰীপে ছৈল তার রাজ্য অধিকার। গুণশীল বলৰীর্ষ্য বাপের সমান । • পুভূনিজ জে থিৰী শাসিল বলবান। ौभद्धांशंबज्ठ পুত্রকামে তপ কৈল পৰ্ব্বতগহবরে । পূৰ্প চিত্তি অপসরা পাঠাল্য দামোদরে ॥ তার সঙ্গে বিহার করিল নিরবধি । রাজ্যভোগ কৈল লক্ষ বৎসর অবধি । নব পুত্র হৈল তার মহা ধন্থদ্ধর । পূৰ্ব্বচিত্তি গেল তবে প্রভুর গোচর ॥ অীধ তেজিল ভস্থ অন্সর ধেমানে । চলিল অপসরালোকে দেবের ভবনে ॥ নব খণ্ডে জম্বুদ্বীপে নব নরপতি । নব পুত্রে শাসিল সকল বসুমতী ॥ c>্যষ্ঠপুত্ৰ নাভি নামে তাহাতে প্রধান । ও যুদ্বীপে রাজা হৈল মহা বলবান ॥ পুত্রকামে যজ্ঞ করি ভজিল শ্রীহরি। কৃষ্ণ দরশন দিলা দিব্যরূপ ধরি ॥ সগণে প্রণাম স্তুতি কৈলা নরেশ্বর । ও য় জয় নমো নমো প্রণতি বিস্তর। ভুষ্ট হয়্যা বর দিলা প্ৰভু দামোদর। হইব তোমার পুত্র নর কলেবর ॥ জগতে তোমার যশ করিব বিস্তার । হইব তোমার পুত্র অংশ অবতার। এতেক বলিয়া প্ৰভু হৈল অস্তদ্ধান । নাভি রাজা পুথিবী শালিল বলবান । শুভকালে জনমিল নাভির তনয় । অংশ অবতার কৈল প্রভু দয়াময় ॥ শৌৰ্য্য বীৰ্য্য যশ গুণের নিধান । রাখিল ঋষভ নাম পিতা মতিমান ॥ পুণ্যকালে পুত্রে রাজ্য কৈল সমর্পণে । নাভি রাজা গেলা তবে পুণ্য তপোবনে। বিশাল নদীর তীরে কৃষ্ণ আরাধিল । অস্তে তন্তু তেজি কৃষ্ণপদে প্রবেশিল । বসিলা ঋষভদেব রাজসিংহাসনে । নিজ ধৰ্ম্ম স্থাপিয়া পালিলা প্রজাগণে ॥ গু, ভক্তি লওয়াইলা সেবি গুরুগণ । দেব দ্বিজ বৈষ্ণব সেবিল আছুক্ষণ । জম্মিল শতেক পুত্র ভরতপ্রধান। বৈষ্ণব বলিতে নাহি ভরত সমান ॥ উদ্ধরেতা লব পুত্র মহা যোগেশ্বর । অন্তরীকে নব মুনি চলিল সংর। নৰ খণ্ডে নব পুত্র নব নরপতি। নিজ ধৰ্ম্ম স্থাপিয়া শাসিল বসুমতী । একাশী কুমার হৈল কৰ্ম্মপরায়ণ । যজ্ঞশীল কৰ্ম্মশীল শোঞ্জিয় ব্রাহ্মণ ॥