পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্ত্রীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 8ఫె জ্যেষ্ঠ তাইগণে নানা (১) বেদধৰ্ম্ম পঢ়াইল তাহাতে না কৈল অবধান । মৃগসঙ্গ করি যুগ শরীর ধরিল দেখি (২) রহে জড় বধির সমান। শৌচ আচমন তেঞ্জি অবধূত বেশ ধরি কপট মলিন অঙ্গ করে। তার দ্বরাচার দেখি তেজিলীবান্ধবগণ (৩) নিজ মুখে আনন্দে বিহরে। তর্জন তাড়ন কেহ দও পরহার করে কেহ করে কেশ আকর্ষণে । (৪) গন্ধ চন্দন কেহ পান তোক্তন দেই মুখ দুঃখ নাহি তার মনে ॥ ভক্তিৰোগ জ্ঞান বলে দীপ্ত কলেবর ধরে বাহ অত্যন্তরে মুখময। স্থল বলৰান দেখি বেঠায় খাটায় তারে যার মনে যে যে কৰ্ম্ম লয় ॥ ( ১ ) পাঠাস্তুর,-"তার" । -,3שחלון" ( x ) "মৃগ সঙ্গে সঙ্গ করি, মৃগশরীর ।” ( ৩ ) পাঠান্তর,—“সকল বান্ধব তেজি ।” ( a ) পাঠান্তর,—“কহে সব গর্জন বানে” জপরঞ্চ,—“কেহ করে কেশ করিষণে ।” কোদালে কাটিয়া মাটি বান্ধিতে খেতের আলি তাইগণে নিয়োজিল তারে । আছিল বৃষল রাজা করিব দেবীর পূজা বলি পালাইল হেন কালে। চাহিতে রঞ্জনীযোগে পাইক ধাইল বেগে (১) নরবলি চাহিয়৷ বেড়ায় । বান্ধিয়া আনিয়া তারে দিল রাজার গোচরে দেখি রাজা বড় সুখ পায় ॥ পুণ্য জলে স্বান করি গন্ধ চন্দন দেই ভরি আনিল চণ্ডীর বিদ্যমানে । করিয়া পাৰ্ব্বতীপূজা আসিয়া বৃষল রাজা খঙ্গ লৈল কাটিবার মনে ॥ ভক্ত স্থানে অপরাধ দেখি বড় পরমাদ ক্ৰোধ কৈল চওঁী ভগবতী । ভয়ঙ্করীরূপ ধরি রাজার খড়গ নিল কাঢ়ি সবংশে কাটিল নরপতি ॥ মূখের আগুনি জালি পোড়াইল সব পুরী সতে এক ভরত রহিল। ভরতে প্রসাদ করি জগৎ জননী দেবী নিজ লোকে আপনে চলিল ॥ জড়ধৰ্ম্ম করি জড় ভরত ধরিল নাম ধন্ত রাজা ভরত প্রধান । ভরত চরিত্র কথা শুনিলে ছুরিত হরে ভাগবত-আচার্ষ্য মুগাল ॥ ( ১ ) পাঠান্তুর,-“পাখি ধাইল দশ দিগে ।” ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পঞ্চম স্বন্ধে দ্বিতীমোহধ্যায়: ॥ ২ ॥ org worry I সিন্ধুড়া-রাগ । সিন্ধু দেশে রাজা চিল রন্থগণ নামে। জন্মিল বৈরাগ্য তার ভকতি গেয়ানে ॥ রাজ্য তেজি চলে রাজা কপিলের স্থানে । তরতের সনে হৈল পথে দরশনে ॥ চৌদল বহিতে ধরে রাজার কিঙ্করে ( ১ ) । বছিতে না পারে দোলী ব্রাহ্মণকুমারে। ক্ৰোধ করি বলে তবে রাজা রহুগণ। Tাৰৰৰ করিয়া দোলা ৰহ কি কারণ ॥ ( $ ) *itáांखुव्र,-"ब्रांख ८कांनं करब" । 9R মরিবারে চাহ তোরা নাহি বাস ডর। ভাল মতে না যাহ ভুঞ্জিবে প্রতিফল। শুনিএা বাহকগণ রাজার বচন । সন্ত্রমে রাজারে তবে কহে বিবরণ ॥ আমি-সব মত্ত নহি বহি সাবধানে । কিন্তু বেগারিয়া ভার বহিতে না জানে। সঙ্গদোষে আমি-সব বৃথা দোষ পাই । অতিশয় সাবধানে দোলা লয়্যা বাই ॥ এতেক বচন শুনি রাজা রহুগণ। বগুপি ব্রাহ্মণ গুরু সেৰা পরায়ণ ॥