পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*јаву дуету / ভৰপথ কহি শুন রাজা রহুগণ। দুস্তর সংসার পথে ভ্ৰমে সৰ্ব্বজন । দেবমায়া নিপতিত ভ্ৰমে ভবপথে । গুণ ভেদে কৰ্ম্ম করে অদৃষ্টের (১) সাথে ॥ যেন বাণিজ্যর সঙ্গে লঞা সাধুগণ। এদিগে ওদিগে ধায় ধনের কারণ ॥ ভ্ৰমিতে ভ্ৰমিতে যেন যায় নানা দেশ । ধনলোভে করে গিয়া বনে পরবেশ । সেইরূপে ভবাটৰী নামে মহাবল । স্বখ হেতু প্রেবেশিয়া ভ্ৰমে সৰ্ব্বজন। ছয় গোটা শত্রু তাথে মহাবলী যার । সৰ্ব্ব ধন হরি তবে মারে বাণিজার ॥ শৃগাল আসিয়া তাথে বেঢ়ি কামড়ায়। ভেড়া ধরি কুকুরে বেঢ়িয়া যেন খায় ॥ কোন ঠাঞি তৃণ লতা পূরিত অস্তরে। প্রবেশ করয়ে গিয়া কঠোর গহবরে ॥ ভাশ মচ্ছর তথি বেঢ়ি কামড়ায় । কেলি ঠাঞি গন্ধৰ্ব্ব নগরে চলি যায় ॥ তথা গিয়া বিস্তর মুন্দর ধন দেখে । ধনের কারণে ধীয়ে এদিগে ওদিগে ॥ কোন ঠাঞি মহাবীত ঝড় উতপাতে। ধূম্ৰবৰ্ণ দশদিগ ধূলায় আচ্ছাদে ॥ দেখিতে না পায় কিছু আঁখি মুদি রছে। ৰত উতপাত পড়ে নানা দুঃখ সহে ॥ কোন ঠাঞি দেখিয়ে ঝিল্লিক রব উঠে । সহিতে না পারে বেথা দুই কাণ ফাটে । কোন ঠাঞি ঘুঘু পক্ষ ডাকে ঘোরতর। সহিতে না পারে তাহা দুঃখিত অস্তর। কোন ঠাঞি পাপবৃক্ষ অতি দুঃখময় । ক্ষুধায়ে আকুল হঞা করয়ে আশ্রয় ॥ কোন ঠাঞি মৃগ-তৃষ্ণ জল বুদ্ধি করি। কৃষ্ণায় পীড়িত ধেঞা যায় স্বরাত্বরি (২ ) ॥ কোন ঠাঞি নদ নদী দেখি ধেঞা যায়। শুখান দেখিয়া নদী মনে দুঃখ পায় ॥ কোন ঠাঞি দাবাগ্নি বেঢ়িয়া অঙ্গ পড়ে। কোন ঠাঞি যক্ষগণে বেঢ়ি ধন লোড়ে ॥ ( ১ ) পাঠান্তব,-“সৰ্ব্বসঙ্গ” । ( ) পাঠান্তর,— *छड़ क्ब्रिl इब्रचिदि दांव्र मन थबि* কোন ঠাঞি বলে ধন হরে বাণিজারে। শোকে বিমোহিত কিছু কহিতে না পারে। কোন ঠাঞি গন্ধৰ্ব্ব নগরে পরবেশে । ক্ষণ মাত্র থাকে তথা চিত্তের সস্তোষে ॥ কোন ঠাঞি কণ্টক দুর্গম পথে যায়। ছাটিতে না পারে বৃক্ষে উঠিবারে চায় ॥ ক্ষণে ক্ষণে উদর অনলে তচু দহে । ক্রোধ করি বন্ধুগণে মারিবারে চাচে । কোন ঠাঞি আসি ধরি গিলে অজগরে । শব সম হয়্যা রছে বনের ভিতরে ॥ কোন ঠাঞি সৰ্পে আসি দংশে কলেবর। অচেতন হয়্যা থাকে বনের ভিতর ॥ কোন ঠাঞি অন্ধকূপে পড়ে অন্ধ হয়্যা। কোন ঠাঞি স্বখে রহে ক্ষুদ্র রস পায়্য। তথtয় বেঢ়িয়া মাছি করে উতপাত । মুখ হেতু বেয়াকুল না পায় সোস্বাস্ত ॥ কেহ গালি দেয় কেহ করে তিরস্কার । ভর্জন তাড়ন দণ্ড পায় বারেবার। সহিতে না পারে দুঃখ কোন পরকারে । সেই ধন লয়্যা গিয়া কোথাহ উত্তরে ॥ তথাতে বেঢ়িয়া ধন লোড়ে আনে আনে । দৈবযোগে তথা হৈতে গেল অন্ত স্থানে ॥ তথা তারে আনে আনে বান্ধিয়া পেলায় । দও মুণ্ড করি সব ধন লঞ যায় ॥ কোন ঠাঞি শত তাপ ঝড় বরিষণে । নানা দুঃখ ভোগ করি রহে সেই মনে ॥ কোন ঠাঞি বিরোধ কন্দল গালি বাজে । অন্তোষ্ঠে বেঢ়িয়া জড়াজড়ি গুtয় ভারে ॥ দৈবছুৰ্ব্বিপাকে যদি যায় ধন নাশ । নাহি শয্যা নাহি ভুষ নাহি গৃহ বাস । মাগিয়া পরের ঠাঞি যেবা কিছু আনে । তাই লয়্যা তুষ্ট হয় (মন্ত্র্য হেন ) যদি কিছু না পায় অস্তরে পরিতাপ । পরের সম্পদ দেখি করয়ে বিলাপ ॥ অন্তোন্তে করিতে ধন ব্যয় অপব্যয় । বন্ধুগণ সহে বৈরি-অনুবন্ধ হয় ॥ তথাপি অন্তোন্তে মেলা সকল বান্ধবে । বিবাহ মজল কৰ্ম্ম বিবিধ উৎসবে ॥ ৰিবাহ করিতে রহে তাতে বিস্তু পড়ে । রাজভয় দহ্ম্যভয় নানা দুঃখ মিলে । সম্পদে বিপদ আলি মিলে আচম্বিতে ।