পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যদি বীজ পোড়াইতে নারে কোন মতে ॥ সেই খেতে শস্ত যদি বুনিল কৃষাণে। তৃণ গুল্ম বাসে হয় গহবর সমানে ॥ এইরূপ গৃহাশ্রম বলি কৰ্ম্ম-খেত । কত কৰ্ম্ম উঠে তার নাহি পরিচ্ছেদ ॥ করিতে না টুটে কৰ্ম্ম বাঢ়ে অতিশয় । কৰ্ম্ম করি মরে গৃহবাসী দুরাশয় ॥ এ ঘর বসতি সে যে কামের কোদণ্ড । কত কাম উঠে তার কেবা পায় অস্ত ॥ কপুরের ভাণ্ডে যেন গন্ধ লহে দূর । কপুর না থাকে ততু গন্ধ যে প্রচুর । এইরূপে শূন্ত ঘরে উঠে নানা কাম । তাখে দুষ্ট লোক ডাশ মশার সমান। পতঙ্গ শকুনী চোর মুবা সমতুল । তারা সব বেঢ়ি প্রাণে করয়ে ব্যাকুল। এইরূপে ভ্ৰমে জীব এন মহাবনে (১)। অবিদ্যারচিত কাম-কৰ্ম্ম নিবন্ধনে ॥ কদাচিৎ কখন মধুর পুরে যায়। গন্ধৰ্ব্বনগর তুল্য দেখি সুখ পায় । কোন ঠাঞি ফিরয়ে বিষয় অভিলাষে । মৃগতৃষ্ণ সমতুল্য নাহি মুখলেশে । পান ভোজনাদি রতিসুখ ভোগলেশ । এখলে মালয়ে মুখ অস্তে মাত্র ক্লেশ ॥ কোন ঠাঞি বহ্নিমল অঙ্গার বরণ । তাহার কারণে ধায় মানিএ কাঞ্চন ॥ উদ্ধামুখ কেবল পিশাচ সমতুল। অগ্নিকামে ধায় তথা হইয়া ব্যাকুল । উল্কামুখ পিশাচী ভ্রময়ে বনে বনে । আগুনি বলিয়া ধায় শীতাতুর জনে । এইরূপ কনক আনল সমতুল । তা দেখিয়া ধায় জীব হইয়া ব্যাকুল ৷ কনক না পায় যদি কৰ্ম্মবশে বায়। সেই হেম কারণে আপনে মরি বায় । তাল জল স্থল দেখি তথা করে বাস । বিবিধ জীৰিকী-হেতু বিবিধ প্রয়াস । এ দিগে ও দিগে ভ্রমে এই ভববনে । তবে আর কহি রাজা শুল সাবধানে। কোন ঠাঞি যুবতী করিয়া কোলে রহে । অসাধু নিন্দিত কথা তার সনে কহে ॥ (১) পাঠাভয়,-“নানা কুসন্ধানে" ; "cषीब षशबप्न* । GQ খ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী Հգ Ղ সকল মৰ্য্যাদা পরিহরে একিবারে । অন্ধবৎ হয় যেন অন্ধকার ঘরে ( ১ ) ॥ দেব দ্বিজ কাল দেশ পাসরে সকল । যুবতী করিয়া কোলে অজ্ঞানে বিভোল ॥ যেন বায়ুচক্রে করে ধূলায়ে আন্ধল। না জানে বিদিক দিক কিৰ নিজ পর। এইরূপে ভ্ৰমে জীব ভব মহাবনে। ঃখ ভোগ করে মাত্র অসত্য খেয়ালে ৷ ক্ষণ মাত্র বিষয় অসত্য করি জানে। মতি-স্রষ্ট হয় পুন দেহ অভিমানে ॥ বিষয় সন্ধানে পুন হয়ত ব্যাকুল। না জানে বিষয় মৃগতৃষ্ণ সমতুল। কোন ঠাঞি এইরূপে ভ্ৰমিয়ে বেড়ায় । কোন ঠাঞি দুজন-ভৎসন গালি খায়। রিপুগণে দেই গালি রাজার কিঙ্করে। তর্জন গর্জন নানা পরিবাদ করে ( ২ )। অসত্য বচন শুনি মনে দুঃখ উঠে। সহিতে না পারে বেথা দুই কাণ ফাটে ॥ ব েযেন উলুক ঝিল্লিক ঝনঝনী । সহিতে না পারে লোক উতপাত ধ্বনি ॥ কোন ঠাঞি ক্ষীণ পুণ্য আপনার দেখি। জীয়স্তেই মরা যেন মনে হৰ্ষ দুঃখা (৩ ॥ দান ভোগ বিহীন বণিক ঘরে ধায় । নহে কিছু প্রয়োজন দুঃখ মাত্র পায় ॥ বিষাক্রম লতা যেন করিয়া আশ্রয় । বিষজল পানে যেন দুঃখ অতিশয় ॥ কোন কালে হয় যদি কুসঙ্গে কুমতি। পাষণ্ড দুর্জন জনে করয়ে সংহতি ॥ শুখন নদীর গর্ভে কেহ জানি পড়ে । হাত পাও ভাঙ্গি যেন শির ফুটি মরে ॥ যদি ধনহীন হৈল অল্প নাহি মিলে । ক্ষুধায় তৃষ্ণায় মরে উদর অনলে ॥ বাপের পুত্রের কিছু যায় ঠাঞি পায়। তৃণ মাত্র হয় যদি কাঢ়ি ধরি খায় ॥ কোন কালে দেখে ঘরে নাহি কিছু সুখ । দাবানল সমতুল পরকালে ছঃখ । ( ১ ) পরিবৎ কর্তৃক প্রকাশিত পুস্তকে,—

  • পাতকী সহায় যেন অন্ধকার স্থলে" ।

( R ) পাঠাগুর,—“বোলে* ৩ ) পাঠান্তুর,—

  • ছ। কার করি তৰে বিধাতাকে লেখি "