পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sébr শোকানলে পুড়িয়া মরয়ে নিরস্তর। রহিতে না পারে ঘরে চলে দেশান্তর। কোন ঠাঞি কালদোষে রাজা দুষ্টমতি। ধন প্রাণ হরে সব এ ঘর বসত। রাক্ষসে বেঢ়িয়া ষেন প্রজা ধরি খায়। এইরূপে প্রাণ-ধন হরি লক্ষ্যা যায । জীবন উপায় কিছু না দেখে সংসারে । মৃতবৎ হঞা চিস্তা করে নিরস্তরে ॥ কোন ঠাঞি মনোরথ-রচিত সংসার। পিত৷ পুত্র ধন জন এ মহীভাণ্ডার ॥ অসত্য মানয়ে সত্য তড়িৎ চঞ্চল। প্রবেশিয়া বহে যেন গন্ধৰ্ব্বনগর । স্বপন সমান মুখ ক্ষণ মাত্র পায় । মুখের কারণে নালা দুঃখ অহভায় ॥ কোন ঠাঞি গৃহকৰ্ম্ম বিধি অনুষ্ঠান। গুরুতর গিরি যত বিবিধ বিধান ॥ বুঝিতে কৰ্ম্মের অস্ত কৰ্ম্মগিরি চটে । তথি কত কত দুঃখ নানামতে পড়ে । সেই দুঃখ সহি জীব করে কৰ্ম্মরাশি । কণ্টক পূরিত ক্ষেত্রে যেহেন প্রবেশি ॥ নিরবধি কৰ্ম্ম করি পায় অবসাদ। সভে দুঃখ যাত্র সার না হয় প্রসাদ ॥ কোন কালে দুৰ্দ্ধরিষ উদরঅনলে । বুদ্ধি বল হরে সব আকুল অস্তরে ॥ ক্রোধ করি গালি দেয বন্ধু পরিজনে । নিদ্রা অজগরে ধরি গিলে কোন ক্ষণে । অন্ধতমে মজিয়া না জানে ভাল মন্দ । ষেন শুন্য বনে প্রবেশিয়া রহে অন্ধ । কোন কালে আসিযা দুর্জন ফণধরে। চৌদিগে বেঢ়িয়া তার দংশে কলেবরে ॥ ক্ষণে ক না যায় নিদ্রা অস্তরে দুঃখিত। অন্ধবৎ যেন অন্ধকূপে নিপতিত ॥ কোন কালে মধুলব (১) কাম অভিলাষে । পরদার পরদ্রব্য হরে কৰ্ম্ম বশে । ধরিয়া মারিয়া আনে অন্তে লয়্যা যায় । রাজার কিঙ্কর পাইলে মারিয়া পেলায় ॥ নরকে পড়িয়া পচে (২) করে দুঃখ ভোগ । তে কারণে ৰলি ভববীজ কৰ্ম্ম যোগ (৩) ॥ (১) মধুলব অর্থাৎ মধুকণা ৷ (२) *ाँठांछद्र,-"ङाद* ,-पत्रञ्चक्र-"भटब्र* (৩) পাঠান্তর,—“ভবপখ-কৰ্ম্মযোগ* । क्षैभढोक्रादऊ পরদার পরদ্রব্য হরয়ে যে জনে । বান্ধিম্বা পেলায়ে তারে আনি ধরি আনে ॥ সেই সেই বন্ধ ছাড়ি যায় যথা যথা । অন্তে অন্তে বান্ধিয়া পেলায় তথা তথা ॥ কেহ মারে কেহ বান্ধে ধন লৈয়া যায়। কাকবৎ মহাপাপী ভ্ৰমিঞা বেড়ায় ॥ কোন কালে দেবগত হয়ে দুঃখ শোক । কোন কালে নানা প্রাণিগত কৰ্ম্মভোগ । কোন কালে দেহগত আদি ব্যাধি ব্যথা । খণ্ডিতে না পারে দুঃখ চিস্তয়ে সৰ্ব্বথা ॥ কোন কালে অন্তোন্যে মেলিয়া বন্ধুগণে । ধন উপভোগ করে বিবিধ বিধানে ॥ কেহ যদি পাচ গও কৈল কার ধার । তবে কলি কনলেসে বাকি ল তৎকাল। এই ভবপথে হ্য প্রত্যহ উৎপাত । মুখ দুঃখ রাগ দ্বেষ হরিষ বিষাদ ॥ শোক দুঃখ অভিমান উনমাদ ভয় । ক্ষুধা তৃষ্ণা জরা রোগ জন্ম পরলয় ॥ মোহ মাৎসৰ্য্য হিংসা মান অতিলায । এত উতপাত বেঢ়ি করে সর্বনাশ ॥ তিরিজাতি দেবণায় ভুজ অ'লিঙ্গনে। বিবেক বিজ্ঞান জ্ঞান হরে সেই ক্ষণে৷ তিরিঘর নিরমাণে আকুল হৃদয় । শয়ন ভোজন পালে চিন্তা অতিশয় ॥ তনয় কলম্বে মৃদু মধুর ভাষণে । চঞ্চল আলোল লোল বিলাস গমনে ॥ চিত্ত হরে তিল মাত্র ছাড়িতে না পারে । আপনারে আপনে মজায় অন্ধকারে ॥ কোন কালে কালরূপী ঈশ্বর সাক্ষাৎ । ব্ৰহ্মা পর্য্যস্তের যাথে ক্রতঙ্গে নিপাত ॥ স্মৃষ্টি স্থিতি পরলয় কালের বিলাস । কালভয় চিত্তে যদি উঠিল তরাল ॥ সেই কাল ক্র যার অস্ত্র নিজ করে । হেন প্ৰভু সাক্ষাতে থাকিতে পরিহরে ॥ পাষণ্ড আলাপ করে পাষণ্ড আগমে । পাষণ্ড দেবতা লেবে পাষণ্ড বচনে ॥ নানা দেবগণ ভজে কল্ক বক প্রায় । তে-কারণে কালচক্রে ভ্ৰমিঞা বেড়ায় ॥ যদি বা পাবও সঙ্গ হৈল কদাচিৎ ৷ কুলঙ্গে আপনা কৈল আপনে বঞ্চিত। কুল শীল নিজ ধৰ্ম্ম তেজি আপনার । নিগম গ্রাহ্মণ ৰিধি বিধান আচার ॥