পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শূদ্রবৎ হঞা শুদ্ৰকুলধৰ্ম্ম ভজে । পাষণ্ড হইয়া নিজ কুলধৰ্ম্ম তেজে ॥ ( ১ ) শূদ্রকুলে নাহি ধৰ্ম্ম নিগম আচার। কুটুম্ব ভরণ মাত্র নারীসঙ্গ সার। হেন শূদ্রজাতি যেন আচারে বানর। তার সহে স্বচ্ছন্দে বিহরে নিরস্তর ॥ লজ্জা ভয় পরিহরি কৃপণ বঞ্চিত । অন্তোন্তে কুতর্কে কৰ্ম্ম করে বিনিন্দিত। মৃত্যুপথ আছে হেন মনেহ না জানে। এইরূপে গ্রাম্যমুখে ভ্রমে ভববনে ॥ কোন ঠাঞি গৃহবালে আকুল হৃদয় । স্বত দীর পরিবারে দয়া অতিশয় ॥ আহার শৃঙ্গারে কাল যায় নিরস্তর। গাছের উপরে যেন বিহরে বানর ॥ কোন ঠাঞি শত বাত নানা উতপাত । দৈবগত দেহগত দুষ্কত বিপাক । নিবারিতে নারে নাহি কিছু বুদ্ধিবল । বিষাদ ভাবিয়া মনে চিস্তে নিরস্তর ॥ এইরূপে ভবপথে নানা দুঃখ শোকে । নিরবধি ভ্ৰমে জীব নিজ কৰ্ম্মপাকে ॥ এক সাথে ভৰপথে ভ্ৰমিতে ভ্ৰমিতে । এক জন তার মাঝে না পারে চলিতে ॥ শক্তিহীন হৈল কিবা শুইল (২) সেই ঠাঞি । সঙ্গিগণ যায় তাখে তেজিয়া তথাই ॥ ক্ষণে শোক ক্ষণে মোহ কান্দে উচ্চস্বরে। ক্ষণে হালে ক্ষণে নাচে হরিষ অস্তরে ॥ ক্ষণে কেহ ধরি মারে করে অপমান । এইরূপে ভবপথে ভ্ৰমে অবিরাম ॥ যে যাৰ লে যায় মান পালটি না (৩ আইলে । নাহি কেহ পার হৈতে পারে কৰ্ম্মদোষে ॥ নাহি ভক্তি জ্ঞান উপদেশ কেহ লয় । নহে বানিস্তার পথ কার চিত্তে ভায় ॥ হস্তদও মুনিগণ শাক্ত সমনীল। যে পদ সাধয়ে তারা বিমল শরীর ॥ সে পদ সাধিতে কণর মনেহ না লয়। তে-কারণে তবপথে ভ্ৰমে দুরাশয় ॥ দিগগজ জিনিএ যারা শাসিল মেদিনী । মহাবল পরাক্রম নৃপশিখামণি ॥ ( ১ ) পাঠান্তর,— পাষণ্ড কখনে নিজ জাতিধৰ্ম্ম ত্যজে ॥ (२) *ों?ांखुग्न,-":धल" (৩) “পালটিয়া জাসে পাঠ হইৰে বোধ হয় । ঐীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী వdS অন্তোন্তে যুঝিল তারা মোর মোর করি। তারা সব কোথা গেল রাজ্য পরিহরি ॥ কৰ্ম্মলতা অবলম্ব করি দুরাচার। আপদ সম্পদ মাত্র ভুঞ্জে বার বার। কেহ কি করিতে পারে লতা আরোহণ। লতা অবলম্ব করি তরে কোন জন । এইরূপে কৰ্ম্মলতা অবলম্ব করি। ভবপথে ভ্ৰমে কেহ তরিতে না পারি ॥ স্বর্গ নরকভোগ গতাগত সার। কিন্তু তবপথে কেহ কতু নহে পার ॥ কহিলু তোমারে রাজা এই সুনিশ্চিত । কৰ্ম্ম হৈতে কেহ পার নহে কদাচিৎ ॥ হরিভক্তি বিনে রাজা গতি নাছি আর । বিনে কৃষ্ণ ভজনে সংসার নহে পার ॥ হেন মহাপুরুষ ভরত-নৃপসিংহ। হরিপদকমল-রসিক-মত্ত ভৃঙ্গ ॥ হেন কোন স্বপ আছে এ মহীমগুলে। . মনেহ ঋষভস্বত পথ অস্থলরে। গরুড়ের পথে যেন মাছি না সঞ্চরে। ভরতের পথ তেন না বুঝে সংসারে ॥ এ হেন সম্পদ রাজ্য সুত বিত্ত দার। এ হেন সামস্ত মন্ত্রী সে মহীভাণ্ডার ॥ যুবা কালে সকল তেজিয়া গেল বনে । মলবৎ সব যেন দেখিল নয়নে ॥ কৃষ্ণরস লালস-মানস-মহাশয়। তিলেকে তেজিল সব মুদিতহদয়। লে হেন কলয়ে স্বত বিত্ত পরিজন । সে হেন সম্পদ যাহা বাঞ্জে মুরগণ। তিলেকে তেজিলা সব নৈল বস্তুজ্ঞান । ভকত জনের এই উচিত বিধান । মধুরিপুপদযুগ-লেবাগত-মতি । উদার চরিত্র যার একাস্ত ভকতি । কৈবল্য মুকতি সেই অল্প হেন মানে। বস্তুবুদ্ধি নাহি তার এ তিন ভুবনে ॥ নমে যজ্ঞরূপ নমো যজ্ঞফলদাতা । নমো বিধি-বিধান-কারণজন পিতা। নমো নমো নায়ায়ণ প্রকৃতি ঈশ্বর। সাংখ্য যোগ ফলদাতা যোগ যোগেশ্বর ॥ এইরূপে কৈল রাজা হরিসংকীৰ্ত্তন। মৃগত তেজি গল ছুটিল বন্ধন ॥ হেন ভরতের কেবা কহিবে মহিমা । ভরতের সঙ্গে করে করিব উপমা ।