পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপহাসে শুনে কিবা করয়ে স্মরণ । সেইক্ষণে অশেষ ছুরিত-বিমোচন। সহস্রশিরের এক শিরের উপরে। সর্ষপ সমান রহে ব্ৰহ্মাও মণ্ডলে । হেন প্ৰভু অনন্ত অনন্ত শক্তি ধরে। গ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিলী १७७ তাহার মহিমা কেবা কহিবারে পারে। বলরাম অনন্ত-মুরতি ভগবান। কহিব তাইার কিছু মহিমা ব্যাখ্যান । ভাগবত-আচাৰ্য্যের মধুরল-বাণী । সাৰধানে শুন ভাই প্রেমতরঙ্গিণী ॥ ইতি শ্ৰীভাগৰতে পঞ্চম স্বন্ধে সগুমোইধ্যায়ঃ ৭ ৷ অষ্টম আধ্যায় । তৰে আর জিজ্ঞাসিল রাজা পরীক্ষিত। কাহারে মরক বোল কোথা তার স্থিত । কে বৈসে নরকে তার কেবা অধিকারী। এই সব কথা মোরে কহিবে বিস্তারি। রাজার বচন শুনি শুক মুনীশ্বর । রাজারে ব্যাখ্যান করি দিলেন উত্তর ॥ দক্ষিণে নরক ভূমি পৃথিবীর তলে । পাতালে নরক-লোক জলের উপরে। যমরাজা বেলে তথা হয় দণ্ডধর । প্রভূর আজ্ঞায় দণ্ড ধয়ে নিরস্তর। অদ্ভুতামিত্র আর তামিস্র নরকে । মহারেীরব আর রৌরব কুষ্ঠীপাকে ॥ কালস্বত্র অসিপত্র শূকরবদন । অন্ধকূপ তপ্তশুদ্ধি ক্রিমির ভোজম । সনাংশ নরক আর বে বজ্ৰকণ্টক । শাম্মলী নরক যাথে পরাণসঙ্কট । নদী বৈতরণী নাম জীবন রোধন । বিশসন লালাভক্ষ বুকুরভোজন ॥ তরুজপাতন আর রাক্ষসভোজন৷ ক্ষার কদম নৰ্ক আর শূলগtথন ॥ গর্ভনিরোধন নাম আর দন্দখুক । পৰ্য্যাৰণ্ড নৰ্ক আর নৰ্ক স্বচীমুখ ॥ এইরূপ কতেক নরক ভূমি আছে। এই সব নরকে পাতকিগণ পচে । পরবিত্ত পরনারী হরে যেবা জন । যমদূতে আনে তারে করিয়া বন্ধন । তামিশ্র নরকে তারে খান্ধিয়া পালায় । তর্জন গর্জন করি নরক ভুঞ্জায় । মহাদও কয়ে তারে নির্বাত তাড়ল । SSAS SSAS SSAS SSAS মূৰ্ছিত হইয়া পড়ে না হয় মরণ। পরহিংসা পরপীড়া করয়ে যেজন । পরধন হরি করে কুটুম্ব-পোষণ। কুটুম্ব ছাড়িয়া পাছে চলে একে স্বরে। রৌরব নরকে পড়ি পাপ ভোগ করে। যত যত প্রাণিবধ কৈল পূৰ্ব্বকালে । ঘোর মূৰ্ত্তি ধরি তারা করয়ে প্রহারে । যে কেবল দম্ভাচার উগ্র ঘোরতর। পশু পক্ষ বধ করি ভরয়ে উদর ॥ কুম্ভীপক নরকে তাহারে তবে পেলি। যাতনা ভুঞ্জায়ে পাছে তপ্ত তৈলে ধরি ॥ ব্ৰহ্মঘাতী যেবা জন কালস্থত্রে পড়ে । অযুত যোজন যার দীর্ঘ পরিসরে । তবে তপ্ত তাম্র খোলে পেলিয়া তাহারে ' তার হেন উপরে চৌদিকে অগ্নি জালে । সকল শরীর পুড়ি হয় খণ্ড খণ্ড। ক্ষুধায়ে তৃষ্ণাধে মরে তাহে যমদণ্ড । কোটি ২ বৎসর নরক ভোগ করে। মহাপাতকীর শাস্থে না দেখি উদ্ধারে ॥ ( ১ ) নিজ ধৰ্ম্ম পরিহরি পর ধৰ্ম্ম করে । করিম্বা পাষণ্ডসঙ্গ বেদ পথ ছাড়ে ॥ চাবুক মারিয়া ফেলে অসিপত্রবনে । অসিধান্ত্র পত্রে অঙ্গ করে থান খানে ॥ তালবন তীক্ষুধার পত্র ভয়ঙ্কর। খণ্ড খণ্ড করিয়া কাটয়ে কলেবর ॥ লোক দণ্ড করে রাজা লঙ্ঘয়ে ব্রাহ্মণ । শূকরবদনে তার হয়ে নিপাতন ॥ ( ১ ) পাঠাস্তয়,—"নিভারে" ।