পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२●रै পরে দুঃখ দিয়। ষেবা পর বৃত্তি হয়ে । লে পাতকী অন্ধকূপে পচে নিরস্তর ॥ জংশ মশা পশু পক্ষ ষেবা বধ করে । অন্ধকূপে পড়িয়া নরক ভোগ করে ॥ বিভজিয়া না খায় না করে যজ্ঞ দানে । ক্রিমিভক্ষ্য নরকে তাহার নিপাতনে ॥ ক্রিমিকুণ্ড এক লক্ষ প্রহর (যোজন) বিস্তারে। ক্রিমি কীট বেচি খায় তাহার ভিতরে । ষেবা হয়ে পরধন বল ছল করি। ব্ৰাহ্মণের ধন যেবা আনে অপহরি ॥ তপ্ত গাড়াশী দিয়া যমের কিঙ্করে । খলায় অঙ্গের মাংস পরাণে না মারে। অগম্য গমন-কাম করে যেবা নরে । অগম্য পুরুষ সঙ্গে যে নারী বিহুরে । লৌহময় নর নারী তপত করিয়া । ধরিয়া দেখায় কোল চাবুক মাবিয়া ॥ নানা যোনি গমন করয়ে যেবা লরে। শিমুলীকণ্টক বনে পেলায় তাহারে ॥ শিমুলী গাছের কাট বঞ্জের সমান। তাহে আলিঙ্গন দিয়া হরয়ে পরাণ ॥ ধৰ্ম্মশীল সাধুজনে ঘেবা লিন্দা করে। বৈতরণী নদী জলে পেলায় তাহারে। বিষ্ঠা মুত্র রক্ত মাংস তরঙ্গ কল্পোলে । তাহাতে মজিয়া পাপী পচে চিরকালে । দত্তে যজ্ঞ পুজা করি পিতৃ দেব ভজে। ছাগল মহিষ পশু বলি দিয়া পুজে । বৈশস নরক ঘাখে বধস্থান বলি । নরক ভুঞ্জাম্বে তারে তথা লৈঞা পেলি ॥ ছাগ মহিষের রূপ ধরি ভয়ঙ্কর। ॐमडtभवड খণ্ড খণ্ড করি তার কাটে কলেবর ॥ আৰ্ত্তনাদ করি কানো হইয়া ফাপয় । মহাশূলে তার অঙ্গ বিন্ধে নিরস্তর ॥ পরঘর পরগ্রাম লুটি পুড়ি খায়। অস্তকালে যমদূতে বান্ধি লয়্যা যায়। শত শত কুকুর বিকট দস্ত ধরে। খসায়্যা অঙ্গের মাংস খায় নিরস্তরে ॥ অসত্য বচন বলে সভার ভিতরে। মিথ্য সাক্ষী দিয়া যেবা স্তায় ভঙ্গ করে। শতেক প্রহর পথ ( ১ ) পৰ্ব্বতে তুলিয়। হেট মাথা করি তারে পেলায় ঠেলিয়া ॥ এইরূপে শত শত মারয়ে আছাড় । পরাণে না মারে পাপী না হয়ে উদ্ধার ॥ অতিথি দেখিয়া যেবা ক্রোধ করে মনে । ভক্ষ্যভয়ে না করয়ে তার সম্ভাব ে॥ বজ্ৰতুণ্ড গৃধ, কাক মহা ভয়ঙ্করে। টান দিয়া তার আঁখি বেঢ়িয়া উফাড়ে । এইরূপ আছে শত সহস্ৰ যাতনা। কাহার শকতি পারে করিতে গণন ॥ নারকী নারক ভোগ করে একে একে । সকল নরক eোগ করে কৰ্ম্মপাকে ॥ পাতকীর পাপগতি কহিলু সংক্ষেপে । বুঝিয়া গোবিন্দপদ ভজ সৰ্ব্বলোকে ॥ যেবা শুনে শুনায় নরক উপাখ্যান । পাপবুদ্ধি লছে তার হয় দিব্যজ্ঞান । ভাগবত-আচার্ষ্যের বচনমাধুরী। সাবধানে শুন ভাই কৃষ্ণে মন ধরি। ( ১ ) পাঠাস্তর,—“উচ্চ ।” ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পঞ্চমম্বন্ধে প্রেমতরঙ্গিণী অষ্টমো২ধ্যায়: ॥ ৮ ॥ পঞ্চমস্কন্ধঃ সমাপ্ত: 0 & 0 =ਭੇ ਵਕ਼ বেপড়ে তুরিতানি মোহমহিমা সম্মেহিমালম্বতে, সাতঙ্কে নখরঞ্জনং কলয়তে চিত্রগুপ্ত: কৃতী । সানন্দ মধুপর্কস"ভূতবিধে ৰেখা: স্বয়ং যত্নবান, বক্ত: নাম ভৰেখয়াভিলবিতে ক্ৰম; কিমন্ধৎপরম্ ॥ স্বকৃতী দুষ্কৃতী কিবা নাহিক বিচার। এমতে না দেখি কোন জীবের নিস্তায় ॥ প্রথমে নিবৃত্তিপথ কহিলে বিস্তার। কামোদ রাগ । তৰে রাজা জিজ্ঞাসিল ভয় পাঞ মনে । সতেই নরক ভোগ করে জনে জনে।