পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবৃত্তিলক্ষণ ধর্শ্ব কহিলে সকল। অধৰ্ম্মলক্ষণ নানা নরক কহিলে । একে একে পুণ্য পাপ সকল বণিলে। কিরূপে নরক ভোগ জীবের না হয় । এ সব কহিবে মোরে খণ্ডুক সংশয় ॥ মুনি বলে শুন রাজা ভয় পরিহর । আমার বচন তুমি দৃঢ়চিত্তে ধর। পাপ কৈলে প্রায়শ্চিত্ত না করে যেজন । অস্তকালে হয় তার নরকে গমন ॥ এ বোল বুঝিয়া জীব যতন করিয়া । গুরু লঘু পাপ পুণ্য বিচার করিয়া ॥ কায়মনোবাক্যে যেবা প্রায়শ্চিত্ত করে। লে জন না যায় রাজ যমের দুয়ারে। (১) রাজা বোলে মোর চিত্ত এ বোল না লয় । প্রায়শ্চিত্তে কেমতে দুরিত নাশ হয়। আপনেছি ও নে পাপে হয় অধোগতি । জানিএা করয়ে পাপ এ কোন যুকতি ॥ প্রায়শ্চিত্তে কেমনে সে পাপ দূর হয়। মোর মনে মুনি তুমি করাল্যে সংশয় ॥ ং লিঞা যে করে পাপ না করে বিচার । ব্যর্থ প্রায়শ্চিত্তে তার কোন প্রতীকার । মুনি বলে শুন রাও তুমি সুপণ্ডিতে। আমি যাহা কহি তাছা শুন সাৰহিতে ॥ কৰ্ম্মে হৈতে কৰ্ম্ম নাশ একান্ত লা হয় । মুখ দেখি,প্রায়শ্চিত্ত করিবে নির্ণয়। পণ্ডিতে করিৰে পাপ এ কোন বিচার। প্রায়শ্চিত্ত ধরি মুখজনে অধিকার। পথ্যযোগে রোগিও নে করাই আহার । কুপথ্য ছাড়িলে রোগ টুটয়ে তাহার। এইরূপে প্রায়শ্চিত্ত নিয়ম করিয়া । পাপি হৈতে পাপিজনে আনি নিবারিয়া ॥ শুভ কৰ্ম্ম তাহারে করাই নিরস্তর। অলপে অলপে পাপ খণ্ডয়ে সকল ॥ শুভ কৰ্ম্ম করিতে নিৰ্ম্মল হয় চিত্ত । তত্ত্বজ্ঞান হয় তার থওয়ে দুরিত। তে-কারণে করি প্রায়শ্চিত্ত নিরূপণ। আর কথা কহি রাজা স্থির কর মন । কেহ কেহ ভকতি করিয়া নারায়ণে । অশেষ দুরিত দুঃখ করয়ে খণ্ডনে। দান ব্ৰত তপ যজ্ঞ নানা কৰ্ম্ম করে। তথাপি তেমতে তার ছুরিত না হরে । ו"האקזויc"-ההשזלזן" (צ) গ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী २●© বৈষ্ণবচরণ ভজে কৃষ্ণে ধরে মন । তবে ত তাহার হয় পাপ বিমোচন । এই ত উত্তম পথ সৰ্ব্বপাপ-হর। (১) হরিপরায়ণ যথা রহে নিরস্তর। প্রায়শ্চিত্ত শত যত্ন করিয়া করশ্ন । গোবিন্দবিমুখ জল পবিত্র না হয়। (২) মুরাকুম্ভ শুদ্ধ যেন নহে গঙ্গানীরে। (৩) শ্ৰীহরিবিমুখ ন পুণ্যে নাহি ভরে। একবার কৃষ্ণপদে যেবা ধরে মল । আছুক সকল রূপ করিব চিস্তন ॥ সৰ্ব্বভাবে ভঞ্জিব আছুক তার কথা । ষে ০ ন লে জন হউ রন্থ যথা তথা । অনুরাগে চিত্ত ধরে শ্ৰীহরি চরণে । স্বপনেহ নহে তার যম দরশনে । কিবা যম যমদূত না দেখে স্বপনে। আছুক মরণকালে না হৈল দর্শনে ॥ সৰ্ব্বপাপ প্রায়শ্চিত্ত হুয়্যা থাকে যার । সেই সে গোবিন্দে পারে চিত্তে ধরিবার। কহিব তোমারে ইতিহাস পুরাতন । যমদূত বিষ্ণুদূত সংবাদ কথন । কান্তকুজ দেশে এক আছিল ব্রাহ্মণে । দাণীপতি দুষ্টাচার অজামিল নামে। পরপীড়া করিয়া হয়য়ে পরধন । কপট কৈতব করি ভাওে সৰ্ব্বজন ॥ নানা পাপ ক করি পুযে স্বত দার। সP লোকে পীড়য়ে পাতকী দুরাচার ॥ আটাশী বৎসর তার গেল এই বনে। মরণ সময় আসি দিল দরশনে ॥(s) দাসীর উদরে পুত্র হৈল দশ জন । কনিষ্ঠ পুত্রের নাম থইল নারায়ণ। শিশুভাব হৈতে তার বান্ধিল হৃদয । পুত্রস্নেহে তার মনে আন নাহি লয় ॥ শয়ন ভোজন পান করয়ে যখনে । ডাক দিয়া শিশুপুত্র আনয়ে তখনে ॥ (১) পাঠাভব,-"এই ত কুশল । (২) পাঠান্তর,— "প্রায়শ্চিত্ত শতেক যতন করি করে। গোবিন্দবিমুখ জন নাহি নাহি তরে।" (৩) পাঠাস্তুর,—‘গঙ্গাজলে" । (8) পাঠান্ডর,—"ছৈল উপসম্লে" |