পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇఅల কোন গতি হৈব মোর কি হয় উপায়। অৰণ্ড নরক ভোগ এড়ান না যায ॥ স্বপন দেখি কিবা কিবা বিদ্যমান । বন্ধন খসাল মোর চারি বলবান ॥ দিব্য মহাপুরুষ পরম শুদ্ধময়। থসায়্যা বন্ধন মোর খণ্ডাইল সংশয় ॥ এইক্ষণে কত হেত যমেব তাড়না। হেন দুঃখভোগ মোর কৈল বিমোচন ॥ হেন মহাজন সঙ্গে হৈল দরশনে । অবশু উদ্ধার হৈব তেল ল্য মনে ॥ মুঞি ছার বেশুাপতি কেবল অধম । মোহর জিহবায কৈল হরিসংকীৰ্ত্তন ॥ ব্ৰহ্মঘাতী নিলাজ কপট দুরাচার। মোর মুখে নারায়ণ শবদ উচ্চার ॥ এখনে যতন করি শুজিব শ্ৰীহবি । এ ঘোর নরকভোগ যাহা হৈতে তরি । তিরি মই মায়া দড়ি মোহর বন্ধন । শ্ৰীহরিচরণ ভজি করিব মোচন ॥ হরিকথা হরিনাম করিব কীৰ্ত্তন । হরিপদ ভজিব চিস্তিব অভূক্ষণ ॥ এতেক বচন বলি দ্বিজ অজামিল । দেহুমন গোবিন্দচরণে নিযোজিল ॥ গঙ্গাদ্বারে গিয়া কৈল কুষ্ণ আরাধন । কৃষ্ণে মন ধরি দ্বিজ তেজিল জীবন ॥ সেইক্ষণে চারি মহা পুরুষ আসিয়া। অজামিলে নিল দিব্য রথে চ০াইয়া । পতিত নিন্দিত দাসীপতি দুরাচার। অজামিল সম পাপা নাহি বলিবার ॥ নারায়ণ নাম ধরি পুত্রে ডাক দিল । হেন মহা পাতকীর পাতক খণ্ডিল । হরিনাম বিনে নাহি কৰ্ম্ম বন্ধ টুটে । বিনে কৃষ্ণ ভজিলে সংসার নাহি ছুটে । অজামিল উপাখ্যান বৈষ্ণব চরিত্র । পাপহর পুণ্য কর পরম পবিত্ৰ ॥ ভকতি করিয়া শুনে করয়ে কীৰ্ত্তন। (১) না যায় নরক নহে হয় দরশন। একে অজামিল তাথে মরণ সময়ে । পুত্রছলে একবার হরিলীম লয়ে ॥ (১) বদ্ধমান—ভৈটার পুথিতে ইহার * র অধ্যায় শেষ হইয়াছে । ♚बढांनंबड তমুত তাহার হৈল বৈকুণ্ঠ গমন। শ্রদ্ধা ভক্তি করিয়া যে করায় কীৰ্ত্তন ॥ স্বস্থকালে সস্তোষে যে হরিনাম করে। তাহার মহিমা কেবা পারে কহিবারে। রাজা বলে যমদূতে জানাল্য গোচরে । যমরাজা কি দিলেন তাহার উত্তরে ॥ তিন লোকে যার দণ্ডভঙ্গ নাহি শুনি । তার দণ্ড ভঙ্গেত সংশয় হেন মানি ॥ (১) মুনি কহে শুন রাজা কহিব তোমারে । যমদূতে জানাইল যমের গোচয়ে ॥ এক অধিকারে আছে কত দওধর । যদি বা সংসারে হৈল বিবিধ ঈশ্বর ॥ তবে পাপ পুণ্য কিছু নছিল নির্ণয় । কোন জনা মুক্তি পাইব কার মৃত্যুভয়যাহার ইচ্ছায় যার যেন গতি হয়। এ সব লোকের তবে দেখিযে সংশয় ॥ পাপ পুণ্য বিচারিয়া তুমি দও কর । এই সে কারণে ধৰ্ম্ম রাজ নাম ধর ॥ এবে আর তোমার না দেখি অধিকার । এ সব লোকের আর না দেখি নিস্তার ॥ চারি মহাপুরুষ অদ্ভুত রূপ ধবে। আসিয়া তোমার আজ্ঞা দণ্ডভঙ্গ করে ॥ মহাপাপী অজামিলে আনিব বান্ধিয়া । ছাড়িয়া দিলেন তারা বন্ধন থসায়্য। ॥ কি নাম তাহার তার কাহার কিঙ্করে। এ সব বিবরি প্রভু কহিবে আমারে । ( ২ ) ধম্মরাজ বলে আরে শুন দূতগণ । চরাচর জগৎ-ঈশ্বর নারাযণ ॥ যার অংশ এহ্মা বিষ্ণু হর মহেশ্বয়। ধার মা পাশে বন্দী সব চবাচয় ॥ আমি সব বন্দী র্যার মাযময় পাশে । সভেই প্রভুর আজ্ঞা পালয়ে তরাসে । লাকে দড়ি দিয়া যেন ৰলদ বান্ধয় । সাবধান হঞা রহে গৃহস্থের প্রায় । চন্দ্র স্বৰ্য্য ইন্দ্র আদি বরুণ পবন । আপনে বিরিঞ্চ হর সিদ্ধ সাধ্যগণ ॥ এ সবে যাহার মায়া বুঝিতে না পারে । সেই সে সভার প্রভ লোকমহেশ্বরে ॥ (১) "ভাবে দ গুভঙ্গ হয় এ সংশয় মানি ॥* —পাঠান্তর । ( 2 ) এ সব আমারে প্রভু কহিবে সকল ।" -°tठtखद्र ।