পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী ર૭B প্তার পারিষদগণ ভ্রময়ে সংসারে । অলক্ষিত রূপে কেহ চিনিতে না পারে। ভকত-রক্ষণ-হেতু সে সব ভ্রময়ে। কিরূপে কোথাতে রহে কেহ না বুঝয়ে। ভাগবত-ধৰ্ম্ম পুষঃ কহিলে আপনে । যোগীন্দ্র মুনীন্দ্র যার তত্ত্ব নাহি জানে ॥ বিরিঞ্চি নারদ শম্ভ, সনৎকুমার। কপিল প্ৰহলাদ স্বাধন্তুব মমু আর ॥ শুক বলি ভীষ্ম আমি জনক রাজনে । ভাগবত-ধৰ্ম্ম জানে এ দ্বাদশ জলে । ভাগবত-ধৰ্ম্ম কেহ মা বুঝয়ে আর । পরম গোপিত ধৰ্ম্ম সুক্ষ্মগতি যার ॥ এই সে পরম ধৰ্ম্ম জানিবে সংসারে । ভক্তিভাবে হরি-নাম-গুণগান করে। দেখ বৎস হরিনামকীৰ্ত্তনে কি ফল। W বৈকুণ্ঠ নগর যায় হয়্যা অজামিল । হরি-নাম-গুণ-কৰ্ম্ম-কীৰ্ত্তন-শ্রবণে । সকল দুরিত হরে বলে যে যে জনে ॥ তারা তারা কীৰ্ত্তন-মহিমা নাছি জানে । হরিনামে পাপ হরে এই বড় মানে ॥ যদি হরিনামে সব পাপ দূর হয় । অজামিল হঞা কেনে মুক্তিপদ পায় ॥ যত যত মহাজন প্রাধ বেদ-জড় । বিষ্ণুমায়া-বিমোহিত সে সকল নর ॥ ( ১) অশ্বমেধ আদি মহা কৰ্ম্মপরায়ণ । মধু পুষ্প সম ফল স্বৰ্গ আরোহণ ॥ এই বাক্য বুঝিয়া যতেক বুধজনে । সৰ্ব্বভাবে ভকতি করয়ে নারায়ণে ॥ তাহাতে আমার নাহি দণ্ডে অধিকার। যদ্যপি অশেষ পাপ দেখিয়ে তাহার ॥ সৰ্ব্বপাপ হরে তার হরি সংকীৰ্ত্তনে । তুমি সব না যাইছ তার সন্নিধানে ॥ - -- - -- (১ ) পাঠান্তর,—"সব সকল ।" সৰ্ব্বভূতহিতে রত হরিপরায়ণ। তাহার পবিত্র যশ গায় সুরগণ ॥ কতু জানি যাহ তোরা তার সন্নিধানে । লহে কাল ভয় তার যম-দরশনে ॥ মুকুন্দ-পদারবিন্দ মকরন্দ-রসে । সতত বিমূখ যারে দেখহ বিশেষে ॥ দেহ গেহে দেখ যায় দৃঢ় অহবন্ধ । বৈষ্ণব জনের সনে নহে যার সঙ্গ ॥ তাসভা আনিহ তাথে নাহিক বিচার । করিহ তাছারে তোরা দণ্ড পরহার ॥ যার জিহবা হরিনাম কভু না উচ্চারে । যার শির কৃষ্ণপদে প্রণাম না করে । যার চিত্তে কৃষ্ণপদ না করে স্মরণে | তা-সভারে আনিহ আমার বিদ্যমানে ॥ নারায়ণ পুরুষ পুরাণ জগন্নাথ । একবার ক্ষম প্ৰভু মোর অপরাধ ॥ সেবকের অপরাধে প্রভু দণ্ড পায়ে। ভৃত্য অপরাধে প্ৰভু দণ্ডিতে জুয়াৱে। নমো নমো নারায়ণ মোর নমস্কার । মোর অপরাধ প্রভু ক্ষম একবার ॥ হরিনাম-সংকীৰ্ত্তন জগ৩মঙ্গল। মহাভয়-বিনাশন মহাপাপহর । হরিনাম-শ্রবণ-কীৰ্ত্তন-গুণগানে । শুন বাছা বেদে যার মহিমা না জানে ॥ এতেক বচন শুনি যমদূতগণে । নামের মহিমা শুনি ভয় পাইল মনে ॥ আছুক বৈষ্ণব জনার যাইতে সন্নিধানে বৈষ্ণবের নাম শুনি ভয়ে কম্পবানে। আছিল। অগস্ত্য মুনি মলয় পৰ্ব্বতে । আপনে কহিলা তেঁহ মুনি সভাসতে ॥ কহিলু তোমারে শুন রাজা পরীক্ষিত । হরিসংকীৰ্ত্তন-ফল জগতে গোপিত ॥ ভক্তিরল-গুরু শ্ৰগদাধর জান । ভাগবত আচার্য্যের মধুরস-গান ॥ ইতি শ্ৰী ভাগবতে মহাপুরাণে ষষ্ঠম্বন্ধে প্রথখোহধ্যায়: ॥ ১ । ড়িতীয় অধ্যায় । বরাড়ী রাগ । তবে রাঞ্জা জিজ্ঞাসিল শুকদেব স্থানে । দক্ষস্থষ্টি বিস্তারিযা কহিবে এখনে ॥ রাজার বচন শুনি মুনি যোগেশ্বর । সাধু সাধু বাখানিয়া দিলেন উত্তর ॥