পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতীর্ণ হুইয়া বৃসিংহ ভগবাৰু। করিলা বিবিধ লীলা—বুবহু আখ্যান ॥ পরমাকিঞ্চনশ্রেষ্ঠ যবে ভগবান । আমা প্রতি রাজ্য-অধিকার কৈলা দান ॥ জানিলাম তখন নিশ্চয় আমি সার— কৃপালেশ মোর প্রতি নাহিক তাহার ॥ যার প্রতি অনুগ্রহ করে নারায়ণ । অল্পে-আল্পে তার বন করেন হরণ ॥ এ সব প্রমাণ দেখ আছে ভাগবতে । অতএব মোরে কৃপা নাহি কোনমতে ॥ দেখহ আমার রাজ্যসম্বন্ধকারণ । বন্ধু-ভৃত্য-আদি-সহ সঙ্গ সৰ্ব্বক্ষণ । সে লাগিয়া গেল (মার দূরেতে ভজন । ধিক্‌-ধিক্ আমারে—যে না করি রোদন ॥ অন্যথা অমুরজাতিস্বভাবে আমার । বদরিকাশ্রমে রণ প্রভূ-সহকার । হইত কি, ইহাতেই বুঝ অনুভবে । হরি-কৃপালেশ নাহি আমাতে সম্ভবে ॥ বিনা ভক্তি আত্মতত্ত্ব-উপদেশময়- ] দুপাণ্ডিত্যপূর্ণ-দেহ অমুর-সঞ্চয় ॥ তাহাদের সঙ্গহেতু না কৈল গমন । ভক্তিরসহীন-শুষ্কঞ্জানাংশ এখন ॥ এই হেতু শুদ্ধভক্তি আমাতে কোথায় । যাহা হৈতে প্রভূর করুণ ব্যক্ত পায় ॥ যার বংশোদ্ভব বাণ—অনেক দৌরাত্ম্য। করিল, তাহাতে কোথা ভক্তির মাহাত্ম্য ॥ বলির নিরোধ হেতু হরি দ্বারে তার। থাকেন, নহে ত তাহা কৃপার বিস্তার ॥ এখন কোথায় তিই—ন জানি সন্ধান । কদাচিত ভাগ্যে দেখা দেন ভগবান ॥ বলি জিনিবারে যৰে আইল রাবণ । পদাঙ্গুষ্ঠে ভগবান কৈলা উচ্চাটন ॥ বলির রক্ষার হেতু তাহা কৃপা নয়। ভারপালনের গতিকেতে তাহ হয় ॥ কুশস্থলী-রক্ষক কুশাদি দৈত্যগণ । দিলেক অনেক দুঃখ করি দুষ্টপন । তাহাতে খেদিত হইলা দুৰ্ব্বালা বিশেষ । আপনি নারদ তারে দিল উপদেশ— সংপ্রতি মুতলে বলি-স্বারে ভগবান। তীব্রহ্মণ্যদেব হরি আছে বৰ্ত্তমান ॥ দর্শন পাইবে শীঘ্ৰ কৱহু প্রস্থানে । ইথে হৈল দুৰ্ব্বাসার ৰিশ্বাগ-বিধানে ॥ ঐবৃহদ্ভাগবতামৃত C: সেইহেতু ছৰ্ব্বালা জাসিয়া বলিদ্বারে। পাইল শ্রীগদাধর পদে দেখিবারে। ভগবৎপ্রাপ্তির ইচ্ছ।--উৎকণ্ঠাসহিত । যেই স্থলে যে জনের হয় প্রকাশিত । সেই স্থলে সেই জন পায় ত দর্শন। অন্তথা কোথায় বাস নহে কোন ক্ষণ ॥ প্রকটরূপেতে স্বারে যদি সৰ্ব্বক্ষণ । নিবাস করেন এথা প্ৰভু নারায়ণ ॥ তবে কি ঐ পীতাম্বরে করিতে দর্শন। আমিহ নৈমিষারণে করিয়ে গমন ॥ আপনার প্রসাদে সে সকল বিদিত । অামারে শ্ৰীহরিকুপা ষে হৈল নিশ্চিত ॥ নব ভক্তগণে যেই হরিকুপাভর । তাহা হৈতে আমা প্রতি কৃপা অল্পতর ॥ নির্হেতুক করুণায় দ্রবীভূত মন । আপনি উদ্দেশ দিলা দয়ার কারণ ॥ যতেক আমার আছে অসৌভাগ্যগণ । বিস্তারিয়া কি করিব তার নিরূপণ ॥ যদ্যপি কিঞ্চিৎ কহি করি অনুভব । স্বশিষ্য-বাৎসল্য-হেতু হবে দুঃখ তব ॥ কিংপুরুষবর্ষে যে আছেন হনুমান। র্তার প্রতি হরিকুপা দেখ বিদ্যমান ॥ ওহে ভগবান গুরো 1 কর অবধান । আমার পিতার বধ করিতে নিদান ॥ ঐস্কৃসিংহদেব প্ৰভু কৈলা অবতার। কার্য সমাপিয়া অন্তৰ্দ্ধান হৈল তার ॥ অভিলাষ ভরি না পাইল দেখিবারে । সেইমত স্বপ্নতুল্য সমুদ্রের ধারে । মহাভাগ্য হনুমান—সেবামুখ তার । অনেক সহস্রবর্ষ নিৰ্ব্বিল্পপ্রকার ॥ করিলেন অনুভব পরম-আনন্দে । শ্রীরামচন্দ্রের থাকি সমীপে স্বচ্ছন্দে ॥ বালে অতিবলী জন্মমাত্র হনুমান । উদয়কালেতে স্বৰ্য্য দেখি বিদ্যমান ॥ রক্তবর্ণপক্কতাল জ্ঞানে খাইবারে । aম্ব দিয়া উপরে গেলেন ধরিবারে । স্বৰ্য্যরক্ষাহেতু ইক্স বজ্রের গ্রহার। মারিলা হনুতে, মুছা হইল তাহার। পড়িলেন ভূমিতলে,—এমত দেখিয়া। বায়ুদেৰ পুত্ৰশোকে পীড়িত হইয়া ॥ ত্রিলোকের বায়ু সব নিরোধ করিলা । তাহে ত্রিলোকের লোক প্রাণেতে পীড়িলা।