পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 2৬৯ তিমি তাম্রা নাম আর সরমা কুমারী। কগুপের এই ত্রয়োদশ ধৰ্ম্ম নারী। তিমির তনয় হৈল যত জলচরে । ব্যাঘ্ৰজাতি জনমিল সরমা উদরে ॥ জুরভির বংশ পশু গো-মহিষ জাতি । তাম্রাব উদরে চৈল পক্ষির উৎপত্তি ॥ জন্মিল অন্সরীগণ মুনির উদবে t ক্রোধবশার বংশ হৈল যত ফণধরে । ইলার উদরে জনমিল তরুগণ । মুরসার গর্ভে জাতুধানের (১) জনম ॥ আবিষ্টার পুত্র যত গন্ধৰ্ব্ব জন্মিল । তুরঙ্গ গর্দভ যত কাষ্ঠীগর্ভে হৈল ॥। দন্ধুর উদরে দানবের উপাদান । কহিব যতেক তার দানব প্রধান ॥ দ্বিমূৰ্দ্ধা শম্বর হয়গ্ৰীব বলবান। বিভাবমু শঙ্কুশিয়া অয়োমুখ নাম ॥ অরিষ্ট কপিল আর স্বলমু অরুণ । এক চক্র বুমপৰ্ব্বা পুলোমা দারুণ । ধূম্রকেশ বিপ্রচিত্তি বিরূপাক্ষ নাম । এইসব মহাবীর দানব-প্রধান ॥ বৃষপৰ্ব্ব দানবের শৰ্ম্মিষ্ঠা কুমারী । দিল তারে যযাতি রাজার ভাৰ্য্যা করি (২) বৈশ্বানর দানবের চারি কন্যা হৈল । তার দুষ্ট কন্য। বিভা কখপেরে দিল ॥ কালকার যত পুত্র কালকেয় নামে । পুলোমার যত পুত্র পেলোম প্রধানে ॥ ষাটি যে সহস্র পুত্র দীনব প্রখরে । তোমার বাপের বাপে মাৰ্বিল সমরে । অদিতির বংশ হৈল যত দেবগণ । যাহার উদরে জন্ম লৈল নারায়ণ ॥ স্বৰ্য্য বিভা কৈল সংজ্ঞা নামে কুলবতী । তার পুত্র শ্রাদ্ধদেব মন্ত্ৰ উতপতি ॥ যম আর যমুনা যমক দুই জন । সংজ্ঞার উদরে তিন লভিল জনম ৷ ছায়া নামে তার আর এক পত্নী ছেল । তাছার উদরে শনি সাবণি জন্মিল ৷ এইরূপে হৈল স্বৰ্য্যবংশের বিস্তার (৩ ) । ভবে রাজা শুন কথা যে কহিব আর ॥ (১) জাতুথান অর্থে-রাক্ষস । (২) “ষযাতি রাজার বিভা কৈল মহাবলী।" (৩) ইহার পর বদ্ধমান—ভৈটাগ্রামের পূৰিতে নুতন অধ্যায়ের আরম্ভ হইয়াছে । (s)পাঠাস্তর—"রিপুজয়” । (২ ) পাঠান্তর,-“সরোজলে" অপরঞ্চ,—“জানিব সে জলে " ত্রিভুবনে এক রাজা হৈল পুরনার । স্বর সিদ্ধ বিদ্যাধরে সেবে নিরস্তর ॥ গুরু অবজ্ঞানে তার শ্ৰীভ্রষ্ট হইল । ঘুরিয়| অমুবে ইন্দ্রে মারি খেদাড়িল ॥ ভয়ে যুদ্ধ তেজিয়া পলাইল দেবগণ । ব্ৰহ্মার চরণে গিয়া লইল শরণ ॥ কৃপা করি উত্তব দিলেন পদ্মাসনে । তুমি সব অধৰ্ম্মে মণিলে স্বরগণে ॥ গুরু অবজ্ঞানে তুমি কৈলে সৰ্ব্বনাশ । সেই ছিদ্র দেখি পাইল অসুরে প্রকাশ। গুধ আবাধিয়া তারা মচাবল ধরে । এখন উচিত নহে যুদ্ধ কবিবারে । গুরু বৃহস্পতি তোমার কৈলা অন্তৰ্দ্ধান । চাকিলেঙ্গ তুমি সব ন পাবে সন্ধান। বিশ্বরূপ নামে বিশ্ব-কৰ্ম্মার তনয় । পরম তপস্বী তিহো যতি মহাশয় ॥ তুমি সব তারে পুবোহিত করি বর। র্তার উপদেশ লঞা তবে যুদ্ধ কব ॥ এতেক বচন শুনি যত স্বরগণে । সেইরূপে আইলা বিশ্বরূপ বিদ্যমানে ॥ দেবগণে মিলিযা বরিল পুরোহিত । যজ্ঞ আরম্ভিল বিশ্বরূপ সুপণ্ডিত ৷ বিশ্বজয় ( , ) যজ্ঞ করাইল পুরন্দরে । নারাযণ-কবচ ধবিল কলেবরে ৷ তবে ইন্দ্র যুদ্ধ করি আমুরে জিনিল । দেবগণ সহ নিজ অধিকার পাল্য। এইরূপে যজ্ঞ করে দ্বিজ বিশ্বরূপে। দৈবযোগে অমুরকে দিল যজ্ঞভাগে ॥ এ বোল শুনিএ ক্রোধ কৈল পুরন্দরে । ব্রাহ্মণের তিনি মাথা কাটিল সত্বরে ॥ বিশ্বরূপ দ্বিজের আছিল তিন মুণ্ড । ইন্দ্র তাহা কাটিয়া করিল চারি খণ্ড ॥ ব্ৰহ্মবধ সঞ্চরিল ইন্দ্রের শরীরে । ইন্দ্রে চারি ভাগ করি বিভজিল তারে। ক্রম জল ভূমি আর যত নারীগণ । bারি ভাগে ব্ৰহ্মবধ পাইল রিজন ॥ পৃথিবীর ব্রহ্মবধ বিদিত উষরে। ফেন বুদবুদে ব্রহ্মবধ জানি নীরে। ( ২ ) তরুগণে ব্রহ্মবধ আঠা রূপে বহে। নারীগণে ব্রহ্মবধ রাজাযোগে রহে ॥