পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዻግ• এতেক প্রকারে ইন্দ্র ব্রহ্মবধে তরে। পুত্রবধ শুনি বিশ্বকৰ্ম্মা ক্রোধ করে । বৃত্র নামে অসুব স্বী ল ভয়ঙ্কর। প্রেলয় কালের ফেল জলস্ত অনল ॥ ধূম্ৰবৰ্ণ বিকট দশন ঘোরতব । পদভরে ধরণ করয়ে টলমল ॥ তিন লোক যুড়ি নাদ করযে গম্ভীর। ত্রিশূল তুলিয়া বুত্র নাচে মহাবীর ॥ তিন লোক গরালয়ে দৈত্য দুৰ্দ্ধরিষ। তা দেখিয়া দেবগণ হৈলা বিমরিব ॥ পরম দারুণ রণ বাজিল তখনে । বৃত্র সহ মহাযুদ্ধ কৈল সুরগণে ॥ সমরে হারিয়া স্বর পলায সত্বরে। শরণ পশিল কৃষ্ণচরণ-কমলে ॥ দিব্য রূপ ধরি হবি দলা দরশন । দেবগণ দেখি কৈল প্রণাম স্তবন । তুষ্ট হঞা বর দিলা প্রভু হৃষীকেশ । শুন শুন দেবগণ কহি উপদেশ ॥ দধ্যঞ্চ পরম মুনি আছে মহাজন । মাগিয়া তাহার অঙ্গ লহ মুরগণ ॥ তার অঙ্গ দিয়া কর বঞ্জেব নিৰ্ম্মাণ । তবে ইন্দ্র মরিবে অসুর বলবান । মাগিলেহি দিবে দ্বিজ আপনার অঙ্গ । মাগিলে না করে মহাজনে আজ্ঞা ভঙ্গ ॥ এতেক বলিয়া গেলা প্ৰভু ভগবান । ইন্দ্র আদি দেব আইলা দ্বিজ বিদ্যমান প্রণাম করিয়া ইন্দ্র দধাঞ্চচরণে । স্বরগণ সঙ্গে কৈল আত্মনিবেদনে ॥ যশোধন মহাজন পরিহতকারী । তত্ত্বজ্ঞান নাহি তায় দেহ গেহ করি । আপনার অঙ্গ যদি কর কর সম্প্রদান । তবে সব স্বরগণ পায় পরিত্রাণ ॥ শুনিঞা দধ্যঞ্চ মুনি দিলেন উত্তর । অধ্রুব শরীর ধন অঞব সকল । অধ্রুব শরীরে যদি ধ্রুব পদ পাই । তবে কেনে তাহা ছাড়ি অন্ত কৰ্ম্মে ধাই ॥ এ শরীরে হয় যদি দেব উপকার । তবে আমি শরীর তেজিল আপনার ॥ এ বোল বলিয়া বিপ্র ধ্যান যোগ করি। _শরীর তেজিয়া তেঁহো গেলা বিষ্ণপুরী ॥ "বিশ্বকৰ্ম্ম সেই অঙ্গে বজ্র নিয়মিল । পরম উজ্জল অস্ত্র ইন্দ্র হস্তে দিল ॥ শ্ৰীমণ্ডলগশ্বত তবে ইন্দ্র ঐরাবতে করি আরোহণ । বজ্ৰ হস্তে করিয়া ( , ) করিতে গেলা রণ ॥ অমুরের সঙ্গে তবে বাজিল সংগ্রাম । যুঝিবারে আইল যত দৈত্যের প্রধান। হয়গ্ৰীব শঙ্কুশিরা নমুচি শম্বর । বৃষপৰ্ব্বা খেতি প্রখেতি খরতর। অয়োমুখ বিপ্রচিত্তি দ্বিমুৰ্দ্ধা প্রখর। মালী স্থমালী আদি দৈত্য ভয়ঙ্কর ॥ দৈত্য দানব যক্ষ রক্ষ কোটি কোটি। চৌদিগে বেঢ়িল তারা বাণ ছুটাছুটি ॥ iসংহনাদ করি ধায় লক্ষ লক্ষ সেনা । বাদ্যভাণ্ড বাজে উঠে ত্রে ধ্বজ বানা ॥ প্রাস মুদগর গদা পরিঘ তোমর। শূল পরশু ২ভগ অস্ত্র খরতর ॥ অস্ত্ৰে শস্ত্রে কাটাকাটি বাণ ববিষণ । বাজিল অমুর দেবে ঘোর মহারণ ॥ যত দেবগণ ছিল সমরে প্রচণ্ড । অমুরের অস্ত্র কাটি কৈল খণ্ড খণ্ড ॥ পৃথীর ভিতরে রণ হৈল ভয়ঙ্কর । নগ নাগ সকল কাপিল চরাচর ॥ দৈত্য দানব যত বলে পরখর । তারা সব পালাইল তেজিয়া সমর ॥ তবে বৃত্র বলে আরে শুন দেবগণ । তোবা সব মোর সঙ্গে করসিঞ} রণ ॥ সমর তেজিয়া ভয়ে যে সব পলায । তার সঙ্গে যুঝিবারে কভু ন জুয়ায় ॥ মোর আগে রহ তোরা করসিএ রণ । আজি পাঠাইমু দেবে যমের ভুবন ॥ এতেক বচন বলি মহানাদ কৈল । মুরছিত হঞা দেব ভূমিতে পড়িল ॥ আকৰ্ণ শবদ করি বুত্র মহামুর। দুই পায়ে মদিয়া দেবতা কৈল চুর ॥ তবে দেবরাজ কোপে জ্বলিল অস্তরে । পেলাঞ মারিল গদা বৃত্রের উপরে ॥ আকাশে উঠিল গদা পড়িল উপরে । লীলায় ধরিল বৃত্ৰ দিয়া বাম করে ॥ সেই গদা তুলিয়া প্রমাইল তিন বার । ঐরাবত-কুম্ভে কৈল গদার প্রহার ॥ গদাবাড়ি থাঞ গজ ঘুরিতে লাগিল । ইঞ্জ সহ সাত ধন্থ রণ তেজি গেল । -- (১ ) পাঠাস্তর,—"ধরিয়া" ।