পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐকুঞ্চ-প্ৰেমতরঙ্গিণী অমৃত-অঙ্গুলী ইন্দ্র গজমুখে দিল । খণ্ডিল অঙ্গের ব্যথা গজ স্থির হৈল ॥ ক্রোধ করি বলে বৃত্র আরে পুরন্দর । তুঞি সে মারিলি মোর ভাই সহোদর। ব্ৰহ্মবধ গুরুবধ ভ্ৰাতৃবধ কবি ! আপনে বোলাহ ইন্দ্র দেব-অধিকারী ৷ি মুধিব ভাইর ধার বধিব তোমারে । আজি তোমা বেঢ়ি খাবে শৃগাল কুকুরে। (১) মোর কাথে ধীয়ে যাবে হেন মনে লয় । এইরূপে ইন্দ্রকে ভৎসিল অতিশয় ॥ তবে বৃত্র পুরন্দরে বাজিল স গ্রাম । নাহি ছয় যুদ্ধ আর তাহার সমান ॥ অস্বরে অমরে বুদ্ধ বtণ ছটাছুটি ॥ মুদগর-প্রহার শিরে খডেগ কাটাকাটি। গাড় পাথর কেহ পৰ্ব্বত পেলায়ে । কেহ মুখ মেলি আইলে খাইবারে ধীয়ে ।] বৃত্রে ইন্দ্রে যুদ্ধ তার নাহি সমতুল । গদার প্রহারে হৈল কোটি কোটি চুর ॥ দেব অমুরের যুদ্ধ পরম দারুণ। নগ নাগ তিন লোক কাপিল বরুণ ॥ পড়িল অমুর দেব সমর ভি৩ষে । তবে বৃত্র ডাক দিয়া বলে উচ্চস্বরে। তোর অস্ত্রে ইন্দ্র আমি তেজিব শরীর। অনস্ত চরণে তবে চিত্ত হৈব স্থির ॥ তবে মোর খণ্ডিব সকল ভববন্ধ । নিরবধি কবিমু ভকতজনসঙ্গ । হরিদাস র্তার দাস দাস আমুদাস। জনমে জনমে ইঞা থাকু এই আশ ॥ যদি মন করে কৃষ্ণ গুণ স্মঙরণ । দুই কর হয় যদি সেবাপরায়ণ ॥ যদি মোর বদনে গোবিন্দ গুণ গায় । যদি নারায়ণকৰ্ম্ম করে মোর কায় ॥ তবে ইন্দ্রপদ ব্রহ্মপদ যোগসিদ্ধি । সাৰ্ব্বভৌমপদ চাহি বাঞ্ছো মহানিধি ॥ বৈষ্ণব জনের সঙ্গে বাস যদি হয়ে । কৰ্ম্মবন্ধে জন্ম তবে যথা তথা নহে ॥ এতেক বচন বলি বৃত্র মহাবলী। ধাইল ইন্দ্রের তরে শূল পাট ধরি। শূল মুখে জলিছে প্রলয়-হুতাশন । শুল পাট দেখিয়া কঁাপিল ত্রিভুবন ॥ ( ১ ) পাঠান্তর,—“শকুনি শৃগালে" । २१9x আকাশে ফেলিয়া শূল মারিল অমুরে। (১) ঘুরিয়া পড়িল শূল ইক্সের উপরে। বজে কাটি ইন্দ্র শূল কৈল খণ্ড খণ্ড । কাটিল বৃত্রের আর এক ভূজদণ্ড । হস্ত কাটা গেল কোপে জলিল অমুর। মারিল ইন্দ্রের গালে চাপড় নি8র ॥ ইন্দ্রের হস্তেব বজ্ৰ খসিয়া পড়িল । ( ২ ) হাহাকার তুমুল শবদ উপজিল । তবে দেববাজ বজ্ৰ তুলিয়া না লয়। বৃত্ৰাক্ষর ইন্দ্রকে ভৎসিলা অতিশয় ॥ যুদ্ধকালে বিষাদ বীবের নহে ধৰ্ম্ম । জয পরাজয় দেখ ঈশ্বরের কৰ্ম্ম ॥ কাষ্টের পত্তলী নাচে কুইক ইৎসায় । পত্রের হরিণ যেন বাদিয়া নাচায় ॥ এইরূপে প্রভু যারে যে কৰ্ম্ম করায় । প্রভূনিয়োজিত কৰ্ম্ম গগুনে না যায় ॥ পিঞ্জরের পাগী যেন থাকয়ে বন্ধনে । সেইরূপ ব্ৰহ্মা হাদি ঈশ্বর-অধীনে ॥ মুখ জনা আপনাতে করে অভিমান। খণ্ডিতে না পারে কেহ ঈশ্বর নির্মাণ ॥ একজনে আর জন প্রভু স্বষ্টি করে। আর জনা দিয়া প্ৰভু অন্ত জনে মারে। (৩) করয়ে করায় তেঁই ভুঞ্জয়ে ভুঞ্জায । ব্ৰহ্মা আদি যার কৰ্ম্মে অস্ত নাহি পায় ॥ এ বোল বুঝিয়া ইন্দ্র তেজ বিমরিয। মোর সঙ্গে যুঝ চিত্তে হইয়া হরিষ ॥ বুত্রের বচন শুনি দেব পুরন্দর । হাসিয়া বৃনেরে তবে দিলেন উত্তর ॥ ধ মহাপুরুষ ভকত মহাভাগ । শ্ৰীহরিচরণে এত বড় অতুরাগ ॥ বিষ্ণুমায়া তুমি সে তরিলে মহাশয়। নহিব তোমার আর ভব-মহাভয় ॥ ( ১ ) পাঠাস্তব,— “জাকাশে ভ্ৰমাএল শূল পেলিল অসুবে।" (২) "ছল্লৈকবাহু: পরিঘেণ বুe: সংরন্ধ আসাপ্ত গুঙ্গীতবজন্ম । হনে ততাড়েন্দ্রমথামরেতং বজুঞ্চ হস্তান্ন্যপশষ্মঘোনঃ " ৬ ॥১২৪ ( ৩ ) পাঠান্তর,— একজনে জাব জন সাজায় শ্রীহরি। আন জন দিঞ প্রভু আন জন মারি ॥*