পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

११२ তমোগুণে জন্মিলে অসুর জ্বরাচার। এত বড় বিষ্ণুভক্তি দেখিলু তোমার ॥ এ বোল বলিয়া ইন্দ্র বজ্ৰ হাথে ধরি। বৃত্র সঙ্গে যুদ্ধ কৈল দেবমহাবলী ॥ ৰাম হস্তে পরিঘ তুলিয়া মহামুর । মারিল ইন্দ্রের মুণ্ডে ( ১ ) প্রহার নিষ্ঠুর ॥ পড়িতেছি পরিঘ কাটিল পুরনার। তবে পুন কাটিল বৃত্রের আর কর । দুই হাত কটা গেল বুত্র কোপে জলে । হুহুঙ্কার করিয়া পড়িল ভূমিতলে ॥ মুখখান মেলি দৈত্য আকাশ যুডিয়া । ঐরাৰত সহ ইন্দ্র পেলিল গিলিয়া । হাহাকার শবদ উঠিল ত্রিভুবনে । মহাবলী দেবরাজ না মৈল পরাণে ॥ উদর ভেদিয়া ইন্দ্র বাহিরে আইলা । রজের মাথা কাটিয়া বৃত্রের প্রাণ নিল ॥ পড়িল অমুর হয় হৈল ত্রিভূবনে। ছন্দুভি বাজনা বাজে পুষ্প বরিষণে । গন্ধৰ্ব্বে সংগীত গায় অপসরা নাচন । জয় জয় শবদে পূরিল ত্রিভুবন ॥ এইরূপে পড়িল অমুব মহাবলী । মনে দুঃখ পাইল ইন্দ্র ব্রহ্মবধ করি ॥ - ح--------------------------------------roی ( ১ ) পাঠাস্তর,—"পৃষ্ঠে । জীমভাগবত কি গতি হইব মোর কি হয় প্রকার । কোনমতে ব্ৰহ্মবধ হৈব প্রতীকরি ॥ এতেক বচন শুনি স্বর-মুনিগণে । হাসিয়া ইন্দ্রের লনে (কল সম্ভাষণে ॥ বিষাদ না কর তুমি তেওঁহ সংশয়। ব্ৰহ্মবধ করিরা তোমার কিবা ভয় ॥ অশ্বমেধ যজ্ঞ কর ভজহ শ্ৰীহরি। গোবিন্দ ভজিলে কত ব্ৰহ্মবধে তয়ি ॥ পিতৃ-মাতৃ গুরুঘাতী গোব্রাহ্মণ-ঘাতী । চণ্ডাল কুকুরভোজী হীন পাপজাতি ॥ এ সব যাহার নাম করিয়া কীৰ্ত্তন। অশেষ পাতকবন্ধ করয়ে খণ্ডন ॥ অশ্বমেধ করি তুমি ভজ দামোদর। হরিনাম কীৰ্ত্তন করহ নিরস্তর ॥ জগত মারিয়৷ যদি জগতে সংহারে । সেই পাপী হরিণামে হেলে পাপে তরে ॥ মুনির বচন শুনি দেব পুরন্দর ॥ যুঝিয়া মারিবে বুত্রে রণের ভিতর । মূৰ্ত্তিমস্ত হঞা ব্ৰহ্মবধ উপজিল । ধাঞা ব্ৰহ্মবধ ইন্দ্ৰে খাইবারে আইল ॥ অশ্বমেধ যজ্ঞ করাইল মুনিগণে । নিরবধি কৈল ইন্দ্র হরিসংকীৰ্ত্তনে। ব্ৰহ্মবধ ঘুচিল ইন্দ্রের হেল জয় । বুত্রবধচরিত শুনিলে পাপ ক্ষয় ॥ ধ যশস্কর পাপহ ত্রিপুজয় । ভাগবত-আচাৰ্য্য কহিল পুণ্যময় ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে যন্তস্কন্ধে দ্বিতীয়োeধ্যায়ঃ ॥ ২ ॥ তৃতীয় অধ্যTয় / তবে রাজা পরীক্ষিৎ ভাবির বিস্ময় । পুছিল মুনির পাখে করিয়া বিনয় ॥ তামস দুরন্ত বৃত্ৰ পাপ দুরাচার। কোন পুণ্যে হরিতক্তি জম্মিল তাহার। সপ্তদ্বীপা পৃথী যদি রেণু করি গণি । তাঁর সম চরাচর জীব হেন মানি ॥ তার মধ্যে পুণ্যকৰ্ম্ম করে নর জাতি । তার মধ্যে কেহ কেই সাধয়ে মুকতি । পাহাড়ী রাগ । কোটি কোটি মধ্যে কেহ মুক্তি পদ পায়ে । মুক্ত কোটি কোটি মধ্যে বিচারিয়া চায়ে ॥ তমুত তাহার মধ্যে ভকত দুলত । বুল হৈয়া কোম্পুণ্যে পাইল হেন পদ ॥ কহ মহামুনি তুমি ইহার কারণ। কিরূপে বৃত্রের ভক্তি হৈল উৎপন্ন ॥ গুক বলে শুন রাজা কহিব তোমারে । চত্রকেতু নামে রাজা বিদিত সংসারে ।