পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরলেন দেশে সাৰ্ব্বভৌম নরপতি । আছিল তাছার দশ সহস্র যুবতী ॥ ধন জন সম্পদ সে হেন নারীগণে । কোথাছ পারিতি তার নহে পুত্র বিনে ॥ আছিল অঙ্গির মুনি ব্ৰহ্মার নন্দন । দৈবযোগে তার স্থানে কৈল আগমন ? আতিথ্য বিধানে রাজা পূজিল তাহারে। কনক আসনে পুঞ্জি বসাল্য মন্দিরে ॥ পুছিলা অঙ্গিরা মুনি শুন নরেশ্বরে । অস্তরে চিস্তিত হেন দেখিয়ে তোমারে । চিত্রকেতু বলে সত্য বলিলে গোসাঞি। ৰাহ অভ্যস্তর তোমার অবিদিত নাঞি ॥ জিজ্ঞাসিলে তমু তুমি চাহি কহিবারে । অপুত্রের হয় কোন পুণ্য প্রতিকারে । এই সে কারণ হেতু মনে কিছুই না তায়। নহিল সস্ততি মোর কোন গতি হয়। রাজার বচন শুনি মুনি কৃপা কৈল । যজ্ঞ করি চরস্থালী রাজাকে সপিল ॥ প্রধান মহিষী তার নামে কৃত্যুতি। যজ্ঞচকু তাহারে খাওয়ায় নরপতি ॥ মুনি বলে ইহা হৈতে হৈব পুত্রবর। হরিষ বিষাদে তোমার পূরিব অন্তর। এ বোল বলিয়া মুনি গেলা নিজস্থান । আনন্দে রছিল তবে নৃপতি প্রধান ॥ শুভকালে ও শুভক্ষণে কুমার জম্মিল । শুনিয়া রাজার চিত্তে আনন্দ হইল । গজ দান রথ দান পৃথিবী কাঞ্চন । পুত্রের উৎসবে রাজা দিল মহাধন । ঘরে ঘরে পুরে পুরে আনন্দ মঙ্গল । মৃত্য গীত আনন্দে পূরিলক্ষিতিতল। তবে রাজকুমার বাঢ়িয়ে দিনে দিনে । পুত্রহ্মেছে চিত্রকেতু অন্ত নাহি জানে। পুত্র ছাড়ি তার চিত্তে অন্য নাহি ভায়ে । অধনের ধন যেন হীরাইলে পাযে ॥ পুত্রের জননী করি প্রেম অতিশয় । আন নারীগণে তার টুটিল হৃদয় ॥ সপত্নীর সম্পদ দেখিয়া দেবীগণে । শোকে অচেতনে হৈয়া চিস্তে মনে মনে ॥ একদিন সকলে মিলিয়া যুক্তি কৈল । ৰিব দিয়া বালকেরে ক্ষীর পিয়াইল । শয়নে শুয়াল্য শিশু থুইয়া রাজঘরে। মায়ে আজ দিল ধাই পুত্ৰ আনিবারে। OG &ীকুক-প্রেমতরঙ্গিণী 3 *.* ধাত্রী মায়ে পুত্র কোলে করিয়া ভাকিল। (১) হাহা শা করি মাত ভূমিতে পড়িল । শিরে কর হামিঞা কান্দয়ে উচ্চস্বরে । এ বোল শুনিয়া রাজা উঠিল সত্বরে ॥ ভূমিতে পড়িয়া কানো চিত্রকেতু রাজা। রাজার কান্দনা দেখি কন্দে যত প্রজা ॥ পাত্র মি এ সামস্ত যতেক ( ২ ) পুরজন । রাজারে বেঢ়িয়া সতে করয়ে ক্ৰন্দন ॥ শিরে করাঘাত করে কেশ লে উফাড়ে। উঠিয়া উঠিয়া রাজা ভূমিতলে পড়ে। অযুত বনিত কান্দে যত পুরনারী । কান্দয়ে সকল লোক বালকেরে বেঢ়ি ॥ শিরে করাঘাত করি করয়ে বিলাপ। ক্ষেণে মুরছিত হয়ে ক্ষেণে দেই ঝাপ । ( কতকাল যায় তার নাহি অবধান । রান্ত্ৰি দিবা নাহি জানে নাহিক গেয়ান ) ॥ এইরূপে কানো রাজা শোকে অচেতন। হেনকালে দুই মুনি কৈল আগমন ॥ বুঝায় রাজারে তত্ত্ব উপদেশ করি। চিত্ত স্থির কর রাজা শোক পরিহরি ॥ কে তোমার পুত্র হয় তমি পিতা কার । পুরুবে আছিলে কোথা এখন কাহার ॥ স্রোতের বালুক যেন স্রোতে লঞা যায়। এইরূপ সব জীব কালে বিচালয় ॥ বীজ হৈতে বীজের জনম সভ্য নয়। এক বীজ হৈতে কৈছে আর বীজ হয়। এক দেহ হৈতে আর দেহের জনম । অজর অমর বীজ নিত্য সনাতন ॥ এক হরি স্বজে আর করয়ে সংহার। মিথ্যা জীব বলে পুত্র দার আপনার ॥ এ বোল শুনিএা রাজা তেজিল ক্রদান। অলপে অলপে কৈল শোক নিবারণ ॥ রাজা বলে ওহে অবধূত বেশধর। তোমা সভা দেখি যেন মহা যোগেশ্বর ॥ মহামুনিগণ সব ভ্রময়ে সংসারে। জ্ঞান উপদেশ করে জীবের নিস্তারে। আমি সব পশুবুদ্ধি মূঢ় আগেয়ান। জ্ঞানদীপ দিয়া মোরে কব পরিত্রাণ ॥ "ধাইমায় কোলে করি পুত্রে ডাক দিল । (२) -ां?ांख्द्ध-"नछांगटन बछ ।"