পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ቈግ8 রাজার বচন শুনি দুই মুনীশ্বর। আপনার পরিচয় দিলেন উত্তয় ॥ আমি সে অঙ্গিরা মুনি ব্রহ্মার কুমার । রবে আসিম্বা পুত্র সাধিল তোমার ॥ ঞিহারে নারদ বলি মুনির প্রধান । ঞিহা হৈতে রাজা তুমি পাবে পরিত্রাণ ॥ তুমি হেন রাজা হয়্যা পুত্ৰশোকে মজ । ভক্তিপথ ছাড়িয়া সংসারধৰ্ম্ম ভজ ॥ পরম বৈষ্ণব তুমি পুরুবে আছিলে । এ দেহ ধরিয়া তুমি ভক্তি পাসরিলে। ভক্তি উপদেশ দিতে হৈলু উপসরে । বিকল দেখিল তোমা পুত্রের কারণে ॥ তে-কারণে তখনে না কৈলু উপদেশ । এখন যে কহি রাজা শুনহ বিশেষ ॥ পুত্ৰ হৈতে দেখ রাe সভে শোক সার । মিথ্যা ধন ভন রাজ্য মিথ্যা স্বত দণর } পুত্ৰ হৈতে লভে শোক বুঝ অমুণানে । তত্ত্ব উপদেশ লহ নারদের স্থানে ॥ অঙ্গিরার বচন শুনিএ নরপতি । নারদsরণযুগে করিল প্রণতি ॥ মন্ত্র উপদেশ তবে করিলা নারদে । অনন্ত প্রসন্ন হৈব যাহার প্রসাদে ॥ শিব আদি যার পদ করিয়া সেবন । শিবপদ পাইল ভ্ৰম করিয়া খণ্ডন ॥ হেন অনন্তের মন্ত্র কৈল উপদেশ । তবে ভক্তিপথে রাঙা কৈল পরবেশ ॥ মরা বালকেরে তবে কহে যোগেশ্বর । বাপ মায়ে কাদে কেন না দেহ উত্তর ॥ রাজ্য ভোগ কর তুমি বৈল রাজাসনে । বাপের সন্তোষ কর উঠিয়া আপনে ॥ মর পুত্র বলে তবে শুন লরেশ্বর । মিথ্যা কাজে কেন দুঃখ পাও নিরস্তর। ( ১ ) কে তোমার পুত্ৰ তুমি পিতা বা কাহার। কৰ্ম্ম ভোগ করে জীব ভ্ৰমিয়া সংসার ॥ দৈবযোগে পুত্র মিত্র বন্ধু সঙ্গ হয়ে । বিচারিয়া চাহ রাজা কেহ কার নহে ॥ ৰিকাইলে সোণ! যেন অন্যে লঞ যায় । এইরূপে দেখ জীব ভ্ৰমিঞা বেড়ায় ॥ ( ১ ) পাঠাস্তুর,—

  • এতেক বচন যদি বলিল মুনিবন্ধে । অন্তরীক্ষ ( গত ) হঞা করিল উত্তরে ॥"

যাবৎ যাহাতে থাকে আপন সম্বন্ধ । তাবৎ তাহার সঙ্গে প্রেম অন্ত্রবন্ধ ॥ নিত্য নিরঞ্জন জীব অজর অমর। পুত্র মিত্র নাহি তার নাহি ভিন্ন পর ॥ বালকের বচন শুনিএ নরপতি । পুত্ৰশোক তেজি রাজা হৈল শুদ্ধমতি ॥ আপনার তত্ত্ব রাজা বুঝিয়া আপনে । রাজ্যপদ তেজি গেল পুণ্য মধুবনে ॥ যমুনার জলে স্নান ত্রিকাল করিয়া। অনস্তচরণ পুজে একচিত্ত হয়্যা ॥ ষে মন্ত্র নারদ মুনি উপদেশ দিল । একাস্ত ভকতি করি সে মন্ত্র জপিল ॥ সাতদিনে মন্ত্রসিদ্ধি হৈল নরেশ্বরে । গন্ধৰ্ব্বের অধিপতি পদ দিল তারে । অনন্ত ধরণীধর ভকতবৎসল । দরশন দিলা দীপ্ত গেীর কলেবর ॥ প্রসন্নবদন প্ৰভু অৰুণলোচন । মুকুট কুণ্ডল চারু সুশীল বসন ॥ যোগেন্দ্র মুনীন্দ্র সিদ্ধগণে স্তুতি করে । নি প্রভু চিএকেতু দেখিল গোচরে । বলরাম দরশনে খণ্ডিল দুরিত । বাঢ়িল আনন্দ ভাব নিরমল চিত্ত ॥ নয়নে আনন্দজল পুলকিত অঙ্গ । প্রেমে গদ গদ বাণী হৈল স্বরভঙ্গ ॥ তবে রাজা ক্ষণে চিত্ত কৈল সমাধান । দিব্য স্তুতি করিয়া স্তবিল ( ১ ) বলরাম ॥ তুষ্ট হঞ বলে প্রভু শুন নরেশ্বর। পুরুবে আছিলা তুমি আমার কিঙ্কর। নীরদব্ধপায় হৈলে এখনে উদ্ধার। এইরূপ জান রাজা অসত্য সংসার । আমার ব ন তুমি ধরিছ যতনে। দেহ গেহ পুত্র দার তেজ একমনে ॥ ভকতি করিয়া ভস চরণ আমার । যথা তথা রহ তুমি মুখে হব পার। এতেক বচন বলি প্রভু বলরাম । অন্তরীক্ষ ছঞা প্ৰভু কেল অন্তৰ্দ্ধান ॥ চিত্ৰকেতু রাজা হৈল বিদ্যাধরপতি। দিব্য রথে আকাশে বিহরে মহামতি ॥ গগনমণ্ডলে ভ্রমে রথের উপর। আনন্দে বিহরে রাজা কোট যে বৎসর। ( ১ ) পাঠাভৰু-"তুষিল ।