পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিদ্ধ সাধ্য বিদ্যাধর করযে স্তবন। কোটী কোটী বিদ্যাধরী করয়ে সেবন ॥ দিব্যরথে চঢ়িয়া বিহরে বিদ্যাধর। হরিনাম সঙ্কীৰ্ত্তন করে নিরস্তর ॥ ( ১ ) একদিন ভ্রমে রাজা আকাশমণ্ডলে । কৈলাস পৰ্ব্বততটে দেখিল শঙ্করে। চৌদিগে বেষ্টিত শিষ্য মুনি সিদ্ধগণে । তত্ত্বযোগ মহাদেব বাখানে আপনে ॥ দেবী দিগম্বরী কোলে হর দিগম্বর। তত্ত্ব কথা কহে শিব সভার ভিতর ॥ চিত্রকেতু রাজা দেখি হালে মনে মনে। হেন অদভূত নাহি দেখি ত্রিভুবনে ॥ সকল লোকের পিতা গুরু মহেশ্বর। পরম তাপস বেশ শিরে জটাধর। তিরি কোলে করি রহে সভার ভিতরে। মত্ত উনমত্ত লেহু এ কৰ্ম্ম না করে ॥ আপনি শঙ্কর হয়্যা করে হেন কাজ । জগৎ ভরিয়া হৈল এত বড় লাজ ॥ আপনে ঈশ্বর হখ্যা হেন কৰ্ম্ম করে। অন্তে যে করিবে মন্দ কি বলিব তারে । এতেক বচন শুনি পৰ্ব্বতদুহিতা । ক্রোধ করি বলে দেবী ত্রিভুবনমাত । হর দুষ্ট কৰ্ম্ম করে ইহ সব জানে । ব্ৰহ্মা হঞা না জানিল যত মুনিগণে । ( ২ ) ইহ জানে শঙ্কর নিলজ দুরাচার। ইহ লে দেখিল হরে দুষ্ট ব্যবহার ॥ যোগেজ মুনীন্দ্র যার চরণ ধেমায়। স্বর সিদ্ধগণে যার অস্ত নাহি পায় ॥ ইহা জানে শিব কৰ্ম্ম করে বিপরীত । আজি সে ইহার দণ্ড করিব উচিত । ভকত জনের কভু নহে অহঙ্কার । ভক্তি পথে ইহার নাহিক অধিকার । ( ১ ) পাঠান্তর,— দিব্য রখে চড়িয়া ভ্রময়ে নিরস্তুর । নিরবধি হরিগুণ গায় বিদ্যাধব ॥ (২ ) পাঠান্তর,— “মহাবিজ্ঞ না জানিল যত মুনিগণে।" শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী <ጎ¢ এই পাপে অমুর জনম হেন হয়। এমত কুচ্ছিত বুদ্ধি কভু যেন নয় ॥ এ বোল শুনিঞা চিত্রকেতু বিদ্যাধরে। দুই হাত পাতি শাপ লইল আদরে । ভূমেতে পড়িয়া রাজা কৈল নমস্কার। এই সে উচিত দণ্ড করিলে আমার ॥ অজ্ঞান-মোহিত জন্তু ভ্রময়ে সংসারে । মুখ দুঃখ পাপপুণ্য ভুঞ্জে নিরস্তর ॥ শাপবিমোচন দেবি না করিহ মোর। এক নিবেদন করে চরণে তোমার । এই সে কারণে দেবী চরণ ভজিলু। তুমি হেন জানি মুঞি অপরাধ কৈলু। সেই দোষ খানি মোর ক্ষমহ পাৰ্ব্বতি । তবে হউক তব শাপে মোর অধোগতি ॥ এত বলি চিত্রকেতু চলিল বিমানে। হরকথা কহে তবে দেবী বিদ্যমানে ॥ দেখ দেবী ভকত-মহিমা-পরকাশ । ভকত জনের নাহি মুখভোগ আশ । স্বর্গ মোক্ষ নরকে সমান বুদ্ধি যার। তোর মোর দেহ গেছে নাহি অহঙ্কার । প্রসাদ নিগ্রহে তার নাহি বস্তু জ্ঞান । ভকত জনের চিত্তে সকল সমান ॥ আমি আর বিরিঞ্চি সনক আদি করি । যাহার মহিমা কেহ বুঝিতে না পারি । শত্রু মিত্র নাহি যার নাহি ভিন্ন মৰ্ম্ম । আমি-সব জানিতে না পারি যার ধৰ্ম্ম ॥ সে প্রভুর ভকত অনস্ত গুণ ধরে। শুনিলে সাক্ষাতে যে কহিল বিদ্যাধরে। শিবের বচন শুনি দেবী মহামায়া । চিস্তিয়া রহিলা মনে বিস্ময় ভাবিয়া ॥ সেই চিত্রকেতু রাজা বুত্র জপ ধরে । মারিল সমরে ভারে দেব পুরন্দরে ॥ কহিলু তোমারে রাজা এ পুণ্য চরিত্র । ভকত-১রিত্র-কথা পরম পবিত্র। ধন্ত পুণ্য পাপহর পরম পাবন । শুনিলে দুৰ্গতি খণ্ডে দ্বরিত হরণ ॥ শ্ৰীগদাধর ভক্তিরলগুরু জান। ভাগবত-আচাৰ্য্যের মধুরল-গান। ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে ষষ্ঠম্বন্ধে প্রেমতরঙ্গিণী তৃতীয়েt২ধ্যায়ঃ ॥ ইতি ষষ্ঠ স্কন্ধঃ সমাপ্ত ॥ ৬ ॥