পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وع سbج o আশ্বাস করিয়া আজ্ঞা দিল মুনীশ্বর। মুখে এথা থাক তুমি না করিহ ডর। তপ করি তুম্না পতি যাবৎ না আইসে ( ১ ) । তাবৎ থাকিবে তুমি এই গৃহবাসে ॥ এ বোল শুনিএা মাতা সতী গুণবতী । নারদের পরিচর্য্যা করেন ভকতি ॥ মাগিয়া নিলেন বর নারদ-চরণে । তখনে প্রসব মোর ইচ্ছিব যখনে ॥ বর দিম? খুষি তারে দিলা তত্ত্বজ্ঞান । আমার কারণে কৃপা কৈলা মতিমান ॥ স্ত্রীভাৰে চিরকালে মায়ে বিস্মরিল । মুনির কুপায়ে আমি হৃদয়ে ধরিল। সেই তত্ত্বজ্ঞান কহি শুন সাবধানে। আপনারে শিশু বুদ্ধি না করিহ মনে ॥ শোক মোহ জরা ব্যাধি জনম মরণ । এ সব শরীর বোগে হয় উতপন্ন । জীব এক নিত্য নিরঞ্জন জ্ঞানময় । অবিকার স্বপ্রকাশ ব্যাপক আশ্রয় ॥ হেন গুণনিধি জীব আপনা পাসরে। মুঞি মোর বলি দেহে অহঙ্কার করে । দেহ গেহ অতিমাল তেজিব সকল । হৃদয়ে চিস্তিলে তত্ত্ব পাই নিরমল। ত্রিগুণ রচিত দেহ পঞ্চভূতময় । তাহা ছৈতে জীব ভিন্ন এক নিত্যময় ॥ মুখ দুঃখ সার মাত্র জীবের আশ্রয় । দেহে বৈসে জীব সে শরীর মায়াময় ॥ অনিত্য শরীরে হয় অসত্য তাবনা । সেই দেহে সত্য ব্ৰহ্ম করি উপাসনা । অল্পে অল্পে করি ভাই ইঞ্জিয় রোধন। তবে খণ্ডাইতে পারি এ ভববন্ধন । জীবের সংসার দেখ আজান-কায়ণ । মিথ্যা হেন জানি যেন জানিলে স্বপন ॥ অজ্ঞানেতে ভ্ৰমে জীব এ ঘোর সংসারে । জ্ঞান হলে জ্ঞান ভ্রম ছুটে সেই কালে ॥ এ বোল বুঝিয়া ভাই করহ উপায় । যাহা হৈতে এ ঘোর সংসারবন্ধ যায় ॥ সহস্র উপায় আছে তরিতে সংসার । তার মধ্যে জ্ঞান কৃষ্ণ উপায়ের সার। ( , ) * a、リー “তপ করি যাবৎ তোমার পতি আইসে" ; অঙ্গ পুখির পাঠ,— *বাৰত তোমায় পতি স্বরে নাহি জাইলে ।" শ্ৰীমদ্ভাগৰত শ্ৰীহরি চরণে ভক্তি হয় যাহা মনে । তাই সে সাধিব জীব পরম যতনে ॥ ওরু লেৰী গুরুপদে সৰ্ব্ব সমপণ । ভকত জনার সঙ্গ কৃষ্ণ আরাধন ॥ হরি-কথা শ্রবণ কীৰ্ত্তন গুণ নাম । হরির চরণ ধ্যান স্তুতি পরশাম ॥ কৃষ্ণের অদ্ভুত মুক্তি করিয়া নিৰ্ম্মাণ । পরিচর্য্যা করিয়া পূজিব মতিমান ॥ সৰ্ব্বভূতে দেখিৰ আছেন নারায়ণ । তৎসম্বন্ধে সভায় করিব সম্ভাষণ (১) ॥ এইরূপে হয় তবে ভকতি উদয় । কৃষ্ণের চরণে রতি বাঢ়ে অতিশয় ॥ গোবিন্দের লীলা কৰ্ম্ম গুণ নাম শুনি । সৰ্ব্বাঙ্গে পুলক হয় গদগদ বাণী ॥ উচ্চস্বরে ডাকে নাচে ক্ষণে গুণ গায় । ক্ষণে হাসে ক্ষণে কান্দে চরণ ধেয়ায় ॥ ক্ষণে ভাবগ্রস্ত হয় উঠয়ে উন্মাদ । ক্ষণে লোক চরণে করয়ে দণ্ডপাত ॥ গোবিন্দ মাধব করি ডাকে উচ্চস্বরে। চিন্তিতে প্রভুর লীলা আপনা পাসরে । হেনরূপে হয় যার ভকতি উদয় । কৰ্ম্মবন্ধ ছিণ্ডে তার ঘুচে ভবভয় ॥ গোবিন্দ ভজিতে কিছু নাহিক আয়ুস। হৃদয়ে চিস্তিলে কৃষ্ণ ছিণ্ডে ভবপাশ ॥ হরি সে সভার পতি প্রিয় সখা ধন ৷ হরি ছাড়ি বিষয় সেবিয়ে অকারণ ॥ পশু ভৃত্য দেহ গেহ সুত বিত্ত দার। রাজমুখ রাজ্যভোগ এ মহীভাণ্ডার ॥ স্বৰ্গবাস স্বৰ্গফল দেবদেহ ধরে । এ সব চিস্তিয়া বুঝ তড়িৎচঞ্চলে । এ সব বুঝিয়া ভজ ঐকৃষ্ণচরণ । ভজিলে অনস্ত মুখ দিব নারায়ণ ॥ মুখ উপাদান হৈব দুঃখ বিমোচন । ইহার কারণে কৰ্ম্ম করে সর্বজন । কৰ্ম্মে হৈতে কিছু ত না দেখি সুখলেশ । প্রথমে করিতে কৰ্ম্ম দুঃখপরবেশ ॥ ফলভোগ করিতে বিবিধ উৎপাত । অৰশেষে হয় পুন জনম প্রমাদ ॥ কৰ্ম্মফল অধ্রুৰ অধ্রুব কলেবর । ইহার কারণে কৰ্ম্ম করিয়া বিফল । (১) অন্ত পুথির পাঠ,"কৃষ্ণ বুদ্ধ্যে সভার করিব সম্ভাষণ।”