পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীচ পামর তৰে প্রভুর গুণ গাই। এই তরলীয় কিছু বলিবারে চাই । ৱক্ষা তব আদি যত পুরাণ ( ১ ) কিঙ্কর। চিরকাল ধরি তোমা ভজে নিরস্তর ॥ এ সভের কৈলে মহাভয় নিবারণ। ক্রোধ ছাড়ি শাস্ত রূপ ধর নারায়ণ ॥ দন্ত মুখ বিকট কঠোর ভয়ঙ্কর। এরূপ দেখিতে মোর কিছু নাহি ডর। এ ঘোর সংসার দেখি মোর বড় ভয় । কতকালে প্ৰভু তুমি হইবে সদয় । ব্ৰহ্মা তব আদি দেব সভার ভিতরে। তোমার মহিমা কথা কহে নিরস্তরে ॥ এই গুণ কথা যেন নিরস্তর গাঙ। ভকত সমাঝে যেন আনন্দে বেড়াঙ ॥ এই দয়া কর মোরে প্রভু নরহরি। তিলেক না রহি যেন তব কথা ছাড়ি ॥ এইরূপ কত কত কৈল স্তুতিবাদ। নরসিংহ তুষ্ট হই করিলা প্রসাদ। বর মাগ দৈত্যপুত্র যত ইচ্ছ মনে । আমি তুষ্ট হৈলে নাছি দুলভ ভূবনে। হাসিয়া প্ৰহলাদ তবে দিলেন উত্তর। ৰয় দিয়া ভাও তুমি আপন কিঙ্কর। লেৰক অধমে সেবা করে কাম্য করি । কাম দিয়া কর দাস ঈশ্বর না বলি ॥ আমি বর না মাগিব তোমার চরণে । তুমি কন্তু বর মোরে না দিছ আপনে ॥ অকাম ভকত মুঞি তুমি নিরাশ্রয়। তোমার আমার প্রভু এই সে নিশ্চয় । বরে হৈতে আমার নাছিক প্রয়োজন। সেবকের সেবায়ে তোমার কৰ্ম্ম কোল ॥ তুমি পূৰ্ণব্ৰহ্ম আমি অকামী কিঙ্কর । বর জিয়া মোরে কেনে ভাণ্ডিবে বিফল । (২) যদি বর দিবে হেন নিশ্চয় তোমার। মোর চিত্তে নহে যেন কাম অহঙ্কার ॥ নারদ কহিলা মোরে মন্ত্র উপদেশ । সেই মন্ত্ৰ জপি যেন করিয়া বিশেষ । জার বর দেহ মোরে প্রভু মহেশ্বর। পিতা মোর তোমারে নিন্দিল নিরস্তর ॥ ( ১ ) পাঠান্তর,— *भू*ि ; चच्छक्र, "cज्ांशांद्म” । ( )- , e, "*ৰয় দিএ কেনে মোরে ভাণ্ড গদাধর” । খ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী "vపె uठांगांब्र ७कठ थांक् िठनब्र उँiझांब्र । তে-কারণে কৈল মোর নানা অপকার ॥ তোমার চরণে সতে মোর এই বর । র্তার অপরাধ তুমি ক্ষমিহ-সকল । এ বোল শুনিঞা বলে প্ৰভু নারায়ণ । সাবধানে শুন বাপ আমার বচন ॥ মুখে পরিত্রাণ পাইল জনক তোমার। তিন সাত কুল আর পাইল প্রতিকার। যে বংশে জন্মিলে তুমি ভকতপ্রধান। সৰংশে তাহার কুল পাইল পরিত্রাণ ॥ যার বংশে বৈষ্ণবের হয় উতপতি । (১) হীন বা পামর কিংবা দুষ্ট পাপজাতি ॥ পবিত্র সকল কুল বংশের উদ্ধার। সাধুসঙ্গে তরে সব পাপী দ্বরাচার। রাজ্যভোগ কর তুমি এক মহন্তর। পুণ্যকথা আমার কহিবে নিরস্তর। আমাতে করিয়া তুমি চিত্ত আরোপণ। সৰ্ব্বভূতে আমারে করিবে ন্মঙরণ ॥ পাপ-পুণ্যভোগে কৰ্ম্ম করছ খণ্ডন। জগতে নিৰ্ম্মল যশ হইৰ স্থাপন ॥ অস্তকালে কৰ্ম্মবন্ধ তেজি কলেবর । পাইবে আমারে বন্ধ ছুটিবে সকল। ভোমার আমার ষেবা করিবে স্মরণ । খণ্ডিব দুরিত তার ভব বিমোচন ॥ অগ্নি দান বাপের করছ প্ৰেতকৰ্ম্ম । রাজাসনে বসিয়া পালহ রাজধৰ্ম্ম (২) ॥ হেনকালে ব্ৰহ্মা আইলা দেবের দেবতা । দেবগণ সঙ্গে স্তুতি কৈল লোকপিতা। দেবগণে স্তুতি করে প্রভু বিদ্যমান। দেবের সাক্ষাতে প্ৰভু কৈল অন্তৰ্দ্ধান ॥ বিস্ময় ভাবিয়া দেব সকল রছিল। দৈত্যের ইশ্বর করি প্রহলাদে স্থাপিল। প্ৰহলাদে পূজিল দেব ব্ৰহ্মা মহেশ্বর। নিজ নিজ স্থানে দেব চলিলা সকল । সেই পারিষদ দুই দিতির নন্দন। অবতার করি হরি বধিল তখন ॥ সেই দুই দৈত্য হৈল রাক্ষস মুরতি । কুম্ভকৰ্ণ দশগ্ৰীব ত্ৰিজগতে খ্যাতি ॥ (), a, l*বার বংশে ভকতজনের উৎপত্তি" । (২) পাঠান্তর,-“নিজ ধৰ্খ" ।