পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇS రి রাম অবতারে হরি তা-সভা বধিল । সেই দুই দৈত্য আসি হেথাতে জন্মিল ॥ বৈর-অনুবন্ধ করি দেবকী-নননি । ঐরীভাব চিন্তি গেলা বৈকুণ্ঠ ভুবন ॥ কহিলু তোমারে রাজা ধর্মের নন্দন । বৈরীভাব করি দৈত্যগণ বিমোচন । নরসিংহ অবতার পুণ্য-গুণ-গাথা । প্ৰহলাদ-চরিত্র মহাভাগবত-কথা ॥ ধন্ত পুণ্য পাপহর পবিত্র আখ্যান । কহিলে শুনিলে মিলে সৰ্ব্বত্র কল্যাণ ॥ তুমি সব ধন্ত জন জগতপাবন । যার ঘরে বৈসে পূৰ্ণব্রহ্ম নারায়ণ । যারে তুমি বল ভাই বান্ধব আমার। সারথি বলিয়া যারে কর অহঙ্কার সেই পূর্ণ ব্রহ্ম হরি ধরে নরবেশ । ব্ৰহ্মা ভব আদি যার না জানে উদ্দেশ ॥ ঐগদাধর ভক্তি রস-গুরু জান । ভাগবত-আচার্ষ্যের মধুরল-গান ৷ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে সপ্তমম্বন্ধে দ্বিতীয়োহুধ্যায়ঃ ॥ ২ ॥ তৃতীয় অধ্যায় / এই হরি পুরুবে স্থাপিল নিজ ভার । ত্রিপুর মারিয়া যশ থইল চমৎকার ॥ শঙ্কর দেবের কৈল সঙ্কট মোচন । সাক্ষাতে তোমার ঘরে হেন নারায়ণ ॥ এ বোল শুনিএ তবে রাজা জিজ্ঞাসিলা । কিরূপে ত্রিপুর বধ কি কারণে হৈল ॥ নারদ বলিল রাজা শুন সাবধানে । যেরূপে ত্রিপুর বধ কৈলা নারায়ণে ॥ দেবামুরে যুদ্ধ হৈল পৃথীর ভিতর। অমুরে হরিযা যুদ্ধে গেলা রসাতল । ময়দানবের গিম্বা পশিল শরণে । ত্রিপুর নিৰ্ম্মিঞা ময দিল সেই ক্ষণে ॥ একখান পুরী তার লোহার নিৰ্ম্মাণ । কনকে রজতে আর পুরী দুইখান ॥ তিনখাল পুরী তারা একত্র করিয়া । বেঢ়ায় অম্বর সব তাহাতে চঢ়িয়া । যে দেশ চাপিয়া পড়ে তিন গোটা পুর। তাজিয়া চুরিয়া তারা করয়ে লিখুল ৷ এইরূপে করে তারা তিন লোক নাশ । দেবগণ মেলি গেলা শঙ্করের পাশ । আরাধিয়া শঙ্করে আলিল দেবগণে । শঙ্করের যুদ্ধ হুৈল ত্রিপুরের সনে ॥ শঙ্কর যুড়িয়া বাণ ধন্থর সন্ধানে। মালত্র রাগ । হানিল অমুরগণে বাণ বরিষণে ॥ মহাযোগী ময় তাতে হজিল প্রাকার । যোগবলে দৈত্যগণে লইল পাতাল ॥ রস-কুপে খুয়্যা ময় অমুর জীযায় । মনে দুঃখ পায় শিব না দেখি উপায় । হেনকালে সেই হরি দৈবকীনন্দন । ধেম্বরূপ আপনে ধরিয়া সেই ক্ষণ ॥ ব্ৰহ্মায় করিয়া বৎস চলিলা শ্রীহরি । রস কূপ পান কৈলা ধেম্বরূপ ধরি ॥ তবে শিব সন্ধান করিয়৷ আরবার । ত্রিপুর অম্বরে মারি করিলা সংহার ॥ ত্রিপুর মারিয়া শিব হৈলা ত্রিপুরারি । শঙ্করের যশ খুইল ত্রিজগৎ ভরি ॥ ছন্দুভি বাওনা বাজে আকাশ উপরে। পুষ্প বরিষণ কৈল গন্ধৰ্ব্ব কিন্নরে । ইন্দ্র আদি দেবে স্তুতি কৈল বিদ্যমানে । ত্রিপুরে দহিয়া শিব গেল নিজস্থাণে ॥ এইরূপ লীলা করি করে কত কৰ্ম্ম । কহিতে শকতি আর কে জানিব মৰ্ম্ম ॥ কৃষ্ণের মহিমা কিছু কহিলু উদ্দেশে ॥; আর কি জিজ্ঞাসা রাজা কহিব বিশেষে ॥ ভক্তি রস-কল্পতরু গদাধর জfল।. ভাগবত আচাৰ্য্যের মধু-রস গান ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে সপ্তমস্কন্ধে ভূর্তীমোহধ্যায়: ॥ ৩ ॥