পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় । কামোদ-রাগ । তবে রা 1 যুধিষ্ঠির করি যোড়কর। বর্ণাশ্ৰমধৰ্ম্ম জিজ্ঞাসিল তার পর ॥ মহাভাগবত তুমি ব্ৰহ্মার নন্দন। লোকপরিত্রাণ হেতু কর পর্য্যটন ॥ বর্ণাশ্ৰমধৰ্ম্ম মোরে কহ মহাশয় । শুনিলে তোমার মুখে খণ্ডিবে সংশয় । এ বোল শুনিএা বলে মুনি তপোধনে । কহিব তোমারে রাজা কর অবধানে ॥ ধৰ্ম্মের নন্দন নরনারায়ণ নামে । আকল্প করেন তপ বদরিকাশ্ৰমে ॥ তার দুই জনে ধৰ্ম্ম কহিল আমারে। সে ধৰ্ম্ম কছিব রাগুণ তোমার গোচরে ॥ সৰ্ব্বভূতময় হরি ধৰ্ম্মের কারণ। ধৰ্ম্মময় এক ভগবান নারায়ণ ॥ সত্য শাস্ত দয়া শৌচ তপ শম দম। শাস্তি তুষ্টি ব্রহ্মচৰ্য্য ইঞ্জিয়-সংযম ॥ গ্রাম্যধৰ্ম্মে পরিত্যাগ ভকতসেবন । সৰ্ব্বজীবে করি অন্ন পান বিভজন ॥ সৰ্ব্বভুতে কৃষ্ণবুদ্ধি শ্রবণ কীৰ্ত্তন । স্মরণ বন্দন দাস্ত আত্মনিবেদন ॥ এ সব ধমের সর্ব বর্ণ অধিকারী । যাহা হৈতে তুষ্ট হন প্ৰভু নরহরি। যজন যাজন খেদ (১) করি অধ্যয়ন । বেদ পঢ়াইব দান করিব ব্রাহ্মণ ॥ সন্ধ্যাকৰ্ম্ম করি কৃষ্ণে পূজিব ত্রিকাল । সামান্তে কহিলু কিছু ব্রাহ্মণ আসর ॥ ক্ষত্রিয়জাতির ধৰ্ম্ম সংগ্রামে বুশল । রিপুদল জিনিয়া শাসিব ক্ষিতিতল । বৃত্তি দিয়া ব্রাহ্মণে স্থাপিব অধিকারে । প্রজা ধৰ্ম্মে পালিব দণ্ডিব দুষ্টাচারে । কৃষিকৰ্ম্ম গোরক্ষণ ধার উপধার। বৈশ্বে ধন বঢ়াইব হঞা বাণিজার ॥ সঞ্চয় করিয়া ধন স্থাপিব ব্রাহ্মণে ( ২ ) । দ্বিজ দেব পূজিব ভজিব সাধুজনে ॥ শূদ্রকুলে ধৰ্ম্ম লভে ব্রাহ্মণলেবনে । চিত্তবৃত্তি সমৰ্পিব দ্বিজের চরণে ॥ ו "f{de"-, השזלזן" (3) (২) "সঞ্চয় করিয়া দান করিব ত্রাহ্মণে " \ egaזלזף


سس----سسسس---------------------------

দৈবযোগে যদি ধন মিলয়ে তাহাবে । ধন হৈতে ধনমদে বাঢ়ে অহঙ্কারে ॥ তে-কারণে ধন সমীপব দ্বিজকুলে । দাস হয়্যা সেবিব তেটি ব মায়া-ছলে । সৰ্ব্বদেবময় বিপ্র গোবিন্দ-সমান । দ্বিজসেবা ছাড়ি শূদ্র কুলে নাহি আন। শম দম তপ শৌচ অচ্যুত-ভজন । শাস্তি ক্ষাস্তি জ্ঞান দয়া ব্রাহ্মণলক্ষণ ॥ এtহ্মণভকতি ক্ষমা প্রসাদ বিনয় । ধৈর্ষ্য শৌর্য্য তপ শ্রম মন শুদ্ধময় ॥ দান যজ্ঞ এই সব ক্ষত্রিয়লক্ষণ । বৈত্যের লক্ষণ শুন কহিব এখন ॥ স্বধৰ্ম্ম করিয়া ধন করিব অর্জন । ধন দিখা সস্তোষিব দ্বিজ-গুরুগণ ॥ দেব দ্বিজ ভকতি কবিব নিরস্তয । শুদ্রজাতি ধৰ্ম্ম কহি শুন নরেশ্বর ॥ দাসভাবে দ্বিজসেবা মায়া পরিহরি । ব্রাহ্মণভকতি করি ভজিব শ্ৰীহরি ॥ সত্য শৌচ স্থাপিব তেজিব দুষ্টধৰ্ম্ম । মন্ত্র উচ্চারণ করি না করিব কৰ্ম্ম ॥ তিরিকুলে পতিসেবা অমুকুল বাণী । পতিবন্ধুগণ-সেবা অনুরূপ জানি । পতিধৰ্ম্ম-ব্রত তার সতত ধারণ। মার্জন লেপন গৃহ করিব মণ্ডন ॥ পবিত্র শরীর করি পতিসম্ভাষণ । বদনে কহিব প্রেমে সস্তোষ বচন ॥ ( ১ ) ক্রোধ লোভ ছাড়িব থাকিব সত্য দয়া । কৃষ্ণভাবে পতিভক্তি না করিব মায়া ॥ সকল জাতির ধৰ্ম্ম নিজ নিজ আছে । সেই ধৰ্ম্ম হৈতে তার পরিত্রাণ পাছে ॥ অস্ত্যজ চণ্ডাল কিংবা শ্বপচ পামর। আপনার নিজস্কৃত্তি করিব সকল । নিজধৰ্ম্মে থাকিয়া ভজিব নারায়ণ । ( ১ ) পাঠাস্তর,— "বচনে করিব প্রেম সস্তোষ কারণ " @65一 “বিনয় করিব প্রেম সন্তোষ বচন ।"