পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«/qzy qyeyrrg/ ভক্তিযুক্ত হৈলা তবে রাজা যুধিষ্ঠির। প্রেমে গদগদ বাণী পুলকশরীর ॥ নারদের চরণে করিয়া নমস্কার । আর কথা জিজ্ঞাসিল ধৰ্ম্মের কুমার। আমি-সব সম যত মুখ গৃহবাসী। তার+সব কেমনে তরিব পাপরাশি ॥ কহ বোগেশ্বর মোরে তাহার প্রকার। কহিতে লাগিল। তবে ব্ৰহ্মার কুমার ॥ ঘরে থাকি সতত করিব শুভ কৰ্ম্ম । গোপীনাথচরণে করিয়া সমপৰ্ণ । হরিকথা নিরস্তর করিব শ্রবণে । বৈষ্ণবজনের সঙ্গে থাকিব যতনে । চিত্ত নিরমল হয় সাধুর সংহতি । স্থত দার দেহ গেহে না রহে পারিতি । প্রয়োজন অবধি কলজ পুত্রসঙ্গ । অন্তর বৈরাগ্য তার কভু নহে ভঙ্গ । কেৰল সংসারী যেন দেখে সৰ্ব্বলোক । পুত্র দার মরে যদি তবু নাহি শোক । ষে যে ইৎসা করে মাতা পিতা স্থত দার। সেই দ্রব্য দিয়া চিত্ত সস্তোষে তাহার ॥ অন্তরে বৈরাগ্য তার কেহ নাহি বুঝে ॥ আপন গোপত করি গোপীনাথ ভজে ॥ দেখিব সকল জীবে আপন সমান । কীট পশু পক্ষ না করির ভিন্ন জ্ঞান ৷ যখন ষে ছয় দৈবযোগে উপসন্ন । ৰখম যে হয় দৈবযোগে উপসন্ন । সৰ্ব্বজীবে বিভজিয়া করিব ভোজন ॥ আপনার না বলিব ,ত বিত্ত দার। ঈশ্বর-নির্মিত সব ও নিব সংসার । অস্তকালে কুমি ভস্ম হয় কলেবর । ভার তরে কারে না হইব { ১ ) নিজ পর । যদি ধন হয় সৰ্ব্বজীব সস্তোষিব । দেবযজ্ঞ পিতৃযজ্ঞ সতত করিব। সৰ্ব্বজীবে বৈসে হরি করিব ভাবনা । এই চিত্তে করিয়া করিব উপাসনা । শুভযোগ শুভ তিথি শুভকাল পেয়া । জপ হোম যজ্ঞ দান করিব বুঝিয়া ॥ পুণ্য দেশ পুণ্য ভূমি কহিব তোমারে । যথা রহি পুণ্য কৰ্ম্ম করিব সকলে । ( ১ ) পাঠান্তর,-"করিব* অভচ্ছ,— *छांब छरब कांप्क न दणिब* ! সেই পুণ্য দেশ যথা থাকে সাধুজন। যথা যথা কৃষ্ণমূৰ্ত্তি করয়ে স্থাপন ॥ মুঞ্জি অবতারে হরি থাকেন যে দেশে । সৰ্ব্ব তীর্থ সনে তথা সৰ্ব্ব দেব বৈসে । লে দেশে ও নিহ তুমি সকল কল্যাণ । সাধক জনার যথা হয় উপাদান ॥ গঙ্গা আদি মহা নদী প্রভাস পুষ্কর। কুরুক্ষেত্র প্রয়াগ নৈমিষ তীর্থবর ॥ পুলহ আশ্রম সেতু গয়া দ্বারাবতী । বারাণসী মধুপুরী পম্পী সরস্বতী ॥ নারায়ণক্ষেত্র বিন্দুসর আদি করি। এই সব পুণ্য তুমি যথা ৰৈসে হরি ॥ মুক্তিরূপে যথা হবি করেন বিহার । তকত জনের হয় যথা অবতার ॥ সেই সব পুণ্য ভূমি জানিহ বিশেষে । যত যত কৰ্ম্ম ধন্ত হয় সেই দেশে ॥ পাত্র মধ্যে পাএ সার কহি নরেশ্বর । সকল পাত্রের সার এক দামোদর। স্বঞ্চ তুষ্ট হৈলে তুষ্ট হথ চরাচর । এই বোল বুঝিয়া ভজিব গদাধর। পান্ত্রে মধ্যে সার আর জানিছ ব্রাহ্মণ । তাহাতে অধিক পাত্র হবিপরায়ণ । ত্রেতাযুগে মূৰ্ত্তি করি মহামুনিগণে । মুক্তি অবতারে হরি ভজিল যতনে ॥ সেই মূৰ্ত্তি করি ষেবা ভজে নারায়ণ । জীব হিংসা করে যদি নাহি প্রয়োজন ॥ শ্রদ্ধাবিধি তবে আর কহিল বিস্তারে । কাম ক্রোধ লোভ মোহ জিনিতে প্রকারে । নারদ বলেন তবে শুল নরেশ্বর | কহিলু যতেক ধৰ্ম্ম তোমার গোচর। বিনি গুরু-উপদেশ কিছুই না হয়। গুরু-উপদেশ লঞা ঘুচাই সংশয় ॥ তবে ধৰ্ম্ম সাধিলে সকল হয় সিদ্ধি । এ বোল বুঝিয়া হরি ভজে মহাবুদ্ধি । গুরুরূপে জ্ঞানদাত প্ৰভু ভগবান। চিত্তে না করিহ গুরু মাছুষ গেয়ান। গুরুতে যাবৎ যার থাকি নর বুদ্ধি । তাবৎ না হয় তার কোন কৰ্ম্মাসিদ্ধি । বেই গুরু সেই হরি দেখিব সমান । গুরুভক্তি করিয়া ভজিৰ মতিমান ।। পূৰ্ব্ব জন্মে ছিলু আমি গন্ধৰ্ব্বপ্রধান । সঙ্গীতে পণ্ডিত আমি করি দিব্য গান ।