পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপবরিহণ নাম আছিল আমার। দেবের সমাজে গীত গাই সৰ্ব্বকাল। এককালে যজ্ঞ আরম্ভিলা প্রজাপতি । সকল গন্ধৰ্ব্বগণে করিয়া সংহতি ॥ তাহাতে চলিলু আমি গীত গাইবারে। হরিগুণ গান করি ব্রহ্মার গোচরে ॥ দেবের নাচনী তথা দিব্য মৃত্য করে । তিলেক আমার চিত্ত তাহাতে সঞ্চরে। তালভঙ্গ হৈল তবে হেন অবসরে । ক্রোধ করি প্রজাপতি শাপ দিল মোরে। ( ১ ) যাহ দুষ্ট বেটা তুমি হও শূদ্রজাতি। তে-কারণে ক্ষিতিতলে হইলু উৎপত্তি। দ্বিজঘরে হৈলু আমি দাসীর তনয় । আচম্বিতে আইল তথা চারি মহাশয় ॥ কৃপা করি তারা মোরে দিলা উপদেশ । র্তা-সভার প্রসাদে ভজিলু হৃষীকেশ । মহtঞ্জন-উপাসনা উচ্ছিষ্ট ভোজনে । ব্ৰহ্মার কুমার আমি হৈলু তে-কারণে। ( ১ ) পাঠাস্তুর,-"পাপিল আমারে” । ঐকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী ২৯৫ বিনে গুরু ভজিলে না হয় পরিত্রাণ । এ বোল বুঝিয় গুরু ভঙ্গ মতিমান ॥ কৃষ্ণে সমপিয়া যদি নিজ ধৰ্ম্ম করে। গৃহস্থ সংসারদুঃখ তরিবারে পারে। তুমি ধন্ত পুণ্য রাজা গুণের নিধান । সাক্ষ।ৎ পরমব্রহ্ম তব সন্নিধান। নররূপ ব্ৰহ্মা এই প্রভু নারায়ণ । তার সঙ্গে কর তুমি শয়ন ভোজন। ব্ৰহ্মা ভব আদি যার করয়ে ধেয়ান । তোমার নিকটে রহে সেই ভগবান। ভূমি মহাপুরুষ কেবল ধৰ্ম্মময়। তোমার প্রসাদে লোক তরিব সংশয় ॥ এতেক বচন বলি ব্রহ্মার নননি। অন্তৰ্দ্ধান করিয়া চলিলা সেইক্ষণ ॥ নারদের বচন শুনিএ যুধিষ্ঠির । আননে মঞ্জিল রাজা পুলক শরীর ॥ রষ্ণের মহিমা শুনি ভাবিলা বিস্ময়। জানিল সাক্ষাৎ ব্রহ্ম এই দয়াময়। ঐযুত ঐগদাধর ধীরশিরোমণি। ভাগবত-আঠার্যের মধুরল-বাণী ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে সপ্তম-স্বন্ধে পঞ্চমোহুধ্যায়: ॥৫ সমাপ্তশ্চায়ং সপ্তমঃ স্কন্ধঃ ॥ ৭ ॥ অষ্টম স্কন্ধ । প্রথম অধ্যায় ] এতেক ৰচন শুনি রাজা পরীক্ষিং । আর কথা জিজ্ঞাসিলা হয়। হরষিত । স্বায়ঙ্কৰ-মন্ধু-বংশ কছিলে সকল। চোঁদ মন্বন্তর কথা কহ যোগেশ্বর। যথা যথা অবতার করিলা শ্ৰীহরি। স্বত কৰ্ম্ম কৈল যত অবতার ধরি। সে সব কহিবে মোরে যদি কর দয়া । তোমার প্রসাদে যেন তরি দৈব-মায়া ॥ তৰে শুক মুনি তারে দিলেন উত্তর। কহিব তোমারে যত যত মন্বস্তর ॥ ছয় মনু বহি গেল কল্পের তিতর। স্বায়তৰ মন্ত্র তাখে প্রধান সকল। আকৃতি তাহার কস্তা আছিল মুন্দরী। তার গর্ভে অবতার করিলা শ্ৰীহরি। স্বায়ম্ভব মন্ত্র ছিল সভার প্রধান। বনে তপ করি আরাধিল ভগবান। ক্ষুধায় আকুল হই যত দৈত্যগণে । চৌদিগে বেঢ়িল তাবা ভক্ষিবার মনে ॥ তবে স্বজ্ঞরূপে হরি করি অবতার। সেইক্ষণে কৈল সব দৈত্যের সংহার। দ্বিতীয়ে আছিল স্বারোচিষ মন্বস্তর। বৈরোচন নামে ইন্দ্ৰ তুষিত অমর। কৃতীয়ে আছিল মূনি উত্তম সে নামে। সত্যজিৎ নামে ইঙ্গ সত্য দেবগণে ।