পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చెపాtు সত্যসেন নামে হরি ধৰ্ম্মের কুমার ; মায়িয়া অমুরগণে করিল সংহার। চতুর্থে তামস মন্ত্র পুণ্য-কলেবর। প্রিষত্ৰত-সুত তারা দুই সহোদর ॥ সত্যক বৈধৃতি নামে হৈল মুরগণে । ত্রিশিখ ইন্ত্রের নাম আছিল তখনে ॥ হরিমেধা নামে ছিল এক নরেশ্বরে । হরিরূপে অবতার কৈলা তার ঘরে । হরি অবতারে কৈলা গজেন্দ্রমোক্ষণ। শুন রাজা তার কথা কহিব এখন ॥ আছিয়ে ত্রিকূট নামে এক গিরিবব । চৌদিগে বেঢ়িয়া আছে ক্ষীরোদ সাগর । অযুত যোজন তার উচ্চ পরিসর । তিন গোটা শৃঙ্গ তার দেখিতে মুনাব ৷ রজত কাঞ্চনে তার দুই ত শিখর । রতনের এক শুঙ্গ করে ঝলমল । আর শত শৃঙ্গ তারা নানা মণিময়। ক্ষীরোদ সাগবে দীপ্তি করে অতিশয় ॥ ফল ফুলে লম্বিত বিবিধ তরুজাল । কলরব পরভৃত ভ্রমর ঝঙ্কার ॥ বিবিধ বিহগকুল শবদ সঞ্চার। মুর সিদ্ধ বিদ্যাধর করয়ে বিহার ॥ হেম-মণিময় শিলা রতন বিমলে । ক্রীড়া করে স্বরগণ গুহার ভিতরে ৷ নিঝর ঝঙ্কত অলঙ্কত চারু বনে। ধরে থরে দেবের উদ্যান স্থানে স্থানে । নদ নদী সরোবর বিমল সলিল । মণিময় বালুক রতন চারু তাঁর ॥ স্বরবধু জলকেলি সলিল সুগন্ধ । পলিত লহরী বায়ু বহে মন্দ মন্দ । বল চম্পক চুত পাটল পিয়াল। তমাল হিস্তাল তাল শাল কোবিদার। অশোক পুল্লাগ আর জম্বীর খর্জুর। মধুক কিংশুক নারিকেল বীজপুর। বিম্ব আমলক ভল্লাতক দেবদারু। বহুবিধ ক্রমজাত পৰ্ব্বত মু১tর । আছিল ত্রিকূট হেন পৰ্ব্বত বিশাল। এক সরোবর তাথে আছিল বিস্তার ॥ কুমুদ কহলার শতপত্র উতপল । তরল বিমল জল কনক কমল ৷ জলচর বিহরে শবদ উতরোল । মকর কচ্ছপ জল-তরঙ্গ কঙ্গোল ॥ ক্রীমদ্ভাগবত বার দিব্য গন্ধে দশদিগ আমোদিত। হেন সরোবর তাথে দেখিতে শোভিত । এক গজ তাহাতে আছিল মহাবল। যার পদভরে গিরি করে টলবল ॥ যার গন্ধ মাত্রে ভয়ে পালায়ে কেশরী । পলায়ে মহিষ ব্যাঘ্র ভ-য় বন ছাড়ি ॥ এক দিন মহাগজ জল অতুলারে। গজীগণ সংহতি চলিলা সরোবরে ॥ তরু বন ভাঙ্গিখা করিল সমথল । তার ভরে গিরিরাজ করে টলমল । গজরাজ চলি যায় গজীগণ সঙ্গে । তরুগণ ভাঙ্গি কৈল লণ্ড ভণ্ড রঙ্গে ॥ প্রবেশ করিল গিয়া জলের ভিতরে । কমল কুমুদ গন্ধ হেম উতপলে৷ জলকেলি করে গজ লের মাঝার । ভাঙ্গিয়া কমল বন তুলিল মৃণাল ॥ ঠেলাঠেলি পেলাপেলি করি গাজীগণে । সরোবর-জল কৈল কর্দম সমানে ॥ শুণ্ডে চল ছিটাছিটি করে গজরাজ । জলকেলি করে গ ৷ গীর সমাঝ ॥ হেনকালে এক লক্র মহাবলবান । গজেন্দ্রচরণে ধরি দিল এক টান ॥ বিক্রম করিল গড়ে উঠতে সত্বরে। উঠিতে না পারে গ ছটুফটু করে। গজীগণে বেঢ়িয়া চিস্তিল পরকার । টানাটানি করি না পারিল তুলিবার। অনেক যতন কৈল অনেক শকতি । কোনমতে • লিতে না পারে গজপতি ॥ গজীমূখ পালায়্যা (১) চলিল ভিতাভিতে। জলের ভিতরে গজ রহে এই মতে ॥ মহালক্ৰ মহাগজ দুহে সমবল ৷ এইরূপে যুদ্ধ করে সহস্ৰ বৎসর ॥ কেহ কারে না পারে সমান দুই বঙ্গী । দুই নে করে টানাটানি পেলাপেলি । এইরূপে গেল যদি সহস্ৰ বৎসর। অলপে অলপে টুটে গজেক্সের বল। একে ক্ষুধা তৃষ্ণ তাহে যুদ্ধপরিশ্রম । দিনে দিনে হৈল গজের বলের নিধন (২) । ( ১ ) পাঠাগুর,—“এড়িয়া" । (২) পাঠ স্তর,— "प्नि प्नि कब्रिग्राच :क्ष्ण चन्दनछ" ।