পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণচৈতন্যচন্দ্রীয় নমঃ ঐী ম ভাগ ব ত শ্রীরহদ্ভাগবতামৃত ইগ্রাল সনাতন গোস্বামী জয়জয় শ্রীচৈতন্ত ভক্তগণপ্রাণ । জয়জয় দানবন্ধো কুপার নিধান । জয়জয় শচীর নন্দন গোরাচাদ । কোটি শশী জিনি মুখচন্দ্র প্ৰেমফাদ ॥ স্বতগু-কাঞ্চন-কাস্তি অরুণ-নয়ান । করুণাপুরিতদেহ—দেহ’ দয়াদান ॥ জয়জয় নিত্যানন্দময় নিত্যানন্দ । সদামভ পীয়ে গৌরপ্রেম-মকরন্দ ॥ জয়জয় অভিন্ন-চৈতন্য ঐনিতাই । পতিতপাবন ! এ পতিতে দেখ চাই ॥ জয় শাস্তিপুরনাথ শ্ৰীঅদ্বৈতচন্দ্র । যে আনিলা নবদ্বীপে প্ৰভু গৌরচন্দ্র । করুণ। করিয়া জীবে করিলা নিস্তার। কেবল বঞ্চিত আমি অতি দুরাচার ॥ জয় গোরভক্তবৃন্দ-কুপার নিধান । কিছু যশ গাই, যদি শক্তি দেহ' দান ॥ আমি অতি অধম অজ্ঞান অনাচার । করুণা করিয়া সবে কর মোরে পার ॥ জয় রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ । ঐঞ্জাব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ ॥ সাবধানে বন্দো এই ছয়ের চরণ। যাহে নিষ্ঠ হৈলে হয় প্রেম প্রকাশন ॥ ছোট বড় সকল বৈষ্ণব-পদে নতি । যে-কৃপায় যায় মায়া সংসার দুর্গতি ॥ কৃষ্ণভক্তি-রস-মুধা-পানে মগ্ন মন । গৌরাঙ্গ-দ্বিতীয়-কলেবর সনাতন ॥ রচিলা শ্ৰীভাগবতামৃত গ্রন্থ সার । ভক্তিরল-তাৎপর্ঘ্যের যাহাতে প্রচার ॥ অত্যন্ত নিগূঢ় ভাব–বর্ণন আশ্চৰ্য্য। শুনিলে পাইয়ে কৃষ্ণভক্তি অতি বর্ষ্য প্রথম অধ্যায় কিন্তু সংস্কৃত—গৃঢ় বর্ণন বিশেষ । সৰ্ব্বসাধারণ-বোধ হয় কিছু ক্লেশ ॥ এহেতু বৈষ্ণবগণ করুণা করিয়া । অামারে করিলা আজ্ঞা পয়ার-লাগিয়া ॥ যদ্যপি আমিহ মুখ-অত্যন্ত অজ্ঞান । বুঝিতে না পারি কিছু গ্রন্থের ব্যাখ্যান ॥ তথাপি বৈষ্ণব-আজ্ঞা বাচাল করিল। অতএব সাহসেতে ইহা আরম্ভিল। অদোষ-দর্শন হয় বৈষ্ণবের গুণ । এ বড় ভরসা মনে ক’রেছি নিপুণ । ক্ষম অপরাধ মোর শ্ৰীল সনাতন । ধরিলাম দৃঢ় করি তোমার চরণ ॥ কিছু শক্তি দেহ যেন সম্পূরণ হয়। জয়গোবিন্দ দাস এই দিবেদয় ॥ জয়তি নিজ-পদাজ-প্রেমদানাবর্তীর্ণে বিবিধ মধুরিমান্ধি: কোহপি কৈশোরগন্ধি । গত-পরম-দশাস্তং যুক্ত চৈতন্যরূপদম্ভবপদমাপ্তং প্রেম গোপীয়ু নিত্যম্ ॥ ১ । শুন সাধুগণ ! কৃপা করিয়া প্রকাশ । শ্লোক লাগাইতে আগে কহিয়ে আভাস ॥ এই গ্রন্থে করিয়ে শ্ৰীভক্তি নিরূপণ । যাহা হৈতে চতুৰ্ব্বৰ্গফলের জনন। ব্ৰহ্মানন্দ-অনুভব হৈতে মুখযোগ । বিষয়-অনিত্য-মুখ যে করে বিয়োগ ॥ ক্রীরাধাবল্লভপদ যাহার আশ্রয়। ব্ৰজলোক-স্থায় মহাপ্রেমে প্রাপ্তি হয় ॥ এই ভক্তিদেবী যার হৃদয়ে বিরাজে। আমুকুল্য-আদি সব আভরণ সাজে ॥