পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ বাল্যকলৈ হইতে সে পাওবের গণে । বিষদানাদি আপদ করিয়া প্রেরণে ॥ ধৈৰ্য্য ধৰ্ম্ম যশোজ্ঞান ভক্তি সপ্রণয়। দেখাইলা সকলেরে প্রভু মহাশয় ॥ ন বা পাগুলগণে বিপদ কোথায় । যাহাঁদের শ্রীগোবিন্দ্র সতত সহায় । সারথ। সতত-পাশ্ববৰ্ত্তিত্ব সে আর | রাজস্থরপ্রভৃতিতে সেবন-প্রকার। মন্ত্ৰণীপ্রদান আর দূরত্বকরণ । রাত্রে বীরালনে খড়গহস্তে জাগরণ ॥ পশ্চাতে গমন আর স্বতি-প্রশমন । আপনি করিলা যাহাদিগে নারায়ণ ॥ হইয়া স্নেহেতে প্ৰভু সকাতর-মন । তাহাজের কিবা নাহি করে আচরণ ॥ সেবা সখ। প্রিয়ত্ব—মিশ্রিত পরস্পর । নাহি দীপ্তি পায় এক-বিনা অন্ততর। যাহাদের প্রতি কৃপা করি নিরস্তরে । নিবাস করেন প্রভু হস্তিমানগরে ৷ তাহে হৈল মহর্ষিগণের তপোবন। কিবা তপস্যার ফলদাতা সে ভুবন । रुनौप्लब ७ख् ठप्त बौनाबन्धृनि। কৃষ্ণপ্রিয়তমের মাহাত্মকথা শুনি ॥ কৃষ্ণপাদপঙ্কজে লালল গুরুতর । সতত দ্বারকাবাসে রসিক অস্তর ॥ কথা-মধ্যেমধ্যে উঠিউঠি বারবার। অত্যন্ত করিলা বৃত। সহিত হুঙ্কার। হনুমান পাণ্ডবমাহাত্মকথারলে। হইলেন অতিশয় নিমগ্ন-মানলে । বাঢ়িল মুনির মৃত্যে আনন্দবিশেষ । না নাচিয়া কহিলা প্রস্তুত কথা শেষ—। পাণ্ডবগণের ষে আপদ সব হয় । স্বসবিত মহত্তম তাহারা নিশ্চয় ॥ যে সব আপদ কৃষ্ণে কারায়্য| ত্যজন—। অন্ত কৰ্ম্ম অশেষ—সম্রাস্ত করি মন । শীঘ্রতর আনি কৃষ্ণ করায় মিলন। তাহাদের সম্পদ কে করিবে বর্ণন ? ? হনুমান পরম-আনন্দাৰেশ-মনে। পাওবে সাক্ষাৎ জানি করে সম্বোধনে→ অর প্রেমপরাধীল পাওবকুমার । “ইহঁ কৃষ্ণ জগদীশ’—না করি বিচার। সাধুর আচার ছড়ি প্রভুরে আমার। নিয়োজন কর দৌত্যসারণে প্রকার। শ্ৰীমদ্ভাগবত প্রেলবিবশেতে ছাড়ি বিচার-আচার। করুন পাণ্ডবগণ হেন ব্যবহার ॥ ভগবান কেন তাহা করেন স্বীকার । । এই আশঙ্কায় কহে উত্তর তাহারওহে পাণ্ডব | তোমরা জানহ নিশ্চিত। মহামন্ত্ৰ কিবা মহৌষধি লোকগতীত । পরমমোহন-কৃষ্ণ-বিমোহনকারী । তাছাতেই বশীভূত হৈলা গদাধারী। এত কহি হনুমান মুনিসহকারে । লম্ফ দিয়াদিয়া নাচি কহে বারেবারে—, অহে ভক্তগণচিত্তাকর্ষক-চেষ্টিত । মহাপ্রভো ক্রস্নেহ-সমূহ-নির্জিত । সারথ্যাদি কৰ্ম্ম—যেই কৰ্ত্তব। না হয়। তাহাও করহ তুমি প্ৰভু মহাশয় । । পাণ্ডবমধেতে র্যার কুন্তীগভজাত । তাহার মধ।ম ভীম—হয় মম ভ্রাতা । বয়েসে কলিষ্ঠ, কিন্তু শ্ৰেষ্ঠ গুণবান। তাহার সম্বন্ধে আমি অতি ভাগবান। করিলেন মহাপ্রভূ অর্জুনের প্রতি । ভগিনীদানাদিসখ্যে অনুগ্রহ অতি ॥ র্ত{হার রথের ধবজ—প্রিয়তম তার । আমার সমান যার হয় ত আকার ॥ প্রিয়তম প্রভুর ষে সব ভক্তগণ । তাহারা প্রসন্ন নাহি হন যতক্ষণ ॥ দাস্তসেবা কদাচন সিদ্ধ নাহি হয় । করুণাও প্রভুর কদাপি না ফলয় ॥ ওহে ভাগবতশ্রেষ্ঠ প্রভূপ্রিয়তর । । মহিমা কহিব আমি কি আর বিস্তর। আমাদের তথাকারে গমন উচিত। দর্শন আশ্রয় লয়্যা হয় মুবিহিত ॥ অযোধ্যাতে পূর্ব প্ৰভু যেই সব লীলা । অতি গৃঢ় মুরহন্ত নাহি প্রকাশিলা। সেই সব লীলাগণ অভ্যন্ত আশ্চৰ্য্য। ৰিচিত্র মাধুর্য, আর পরম ঐশ্বৰ্য্য ॥ ব্ৰহ্ম-ৰূদ্র আদি দেৰ তৰ্কিতে না পারে। ভক্তসকলের ভক্তি হয় ত বিস্তায়ে । মধুরার অংশ দ্বারকাতে এইক্ষণে । করেন প্রকাশ প্রভু আনন্তিমনে । নারদ কছেন—কি কছিল-"অযোধ্যায়...? ৷ বৈকুণ্ঠেও সেইসৰ লীলা নাহি ভায়। অতএব উঠউঠ শীঘ্ৰ সেই স্থানে। ওহে সখা । দুইজনে করিয়ে প্রয়াণে ॥