পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্র স্থধ্য উপজিল নয়নে যাহার। শ্রবণে জন্মিল দশদিগ দিকৃপাল। আমি উপজিলু যার শ্রীনাভিকমলে। নিরস্তর বৈসে যার লক্ষ্মী বক্ষঃস্থলে ॥ বাহুযুগে উপজিল এ ক্ষত্ৰিয় জাতি । উরুযুগ হৈতে যার বৈপ্ত উতপতি । শুদ্রজাতি উপজিল চরণযুগলে। শিরে যার উপজিল আকাশমণ্ডলে। স্তনে ধৰ্ম্ম পৃষ্ঠে যার জন্মিল অধৰ্ম্ম। যার হাস্য হৈতে হৈল অন্সরার জন্ম । ভূক্লযুগে যম লোভ cন্মিল অধরে। কাল উপজিল যায় কটাক্ষ ভিতরে। প্রাণ হৈতে প্রাণবল শকতি জনম । হেন অদভুত কৰ্ম্ম করে নারায়ণ ॥ তার পদকমলে রহক নমস্কার । যাহা হৈতে প্রপন্ন জনেব প্রতিকার নমো নমো নমো নমো নমো নারায়ণ । প্রপন্ন জনের প্রভু দেহ দরশন। এত স্থতি কৈলা ব্ৰহ্মা দেবের দেবত । দরশন দিল আসি সৰ্ব্বলোক-পিতা । জলধর হ্যাম তমু রাজীব-লোচন। তপন কাঞ্চন তুল্য সুপীত বসন। মহামণিময় হেম-মুকুট কেয়ুর। অরুণ-কমলপদ রঞ্জিত নুপুর ॥ বিলোল অলকাবলি ললিত কপোলে। কৌস্তুভ-ভূষণ উরে বনমালা দোলে। কুণ্ডল কঙ্কণ হার ভূষণে ভূষিত। শঙ্খ চক্র গদা পদ্ম ভূজে বিরাজিত । কেন অপরূপ রূপ দেখি স্বরগণে । প্রণাম করিয়া স্তুতি করে সাবধানে ॥ নমো হরি নমো জয় নমো নারীগণ । নমো রাম কৃষ্ণ বিষ্ণু শ্ৰীমধুসূদন। দেবের কেবল তুমি গতি ভগবান। প্ৰপন্নতায়ণ প্রভু কর পরিত্রাণ । এ বোল শুনিঞা বলে প্ৰভু দয়াময় । শুন শুন দেবগণ মা কর সংশয় ॥ আমার বচন দেৰ শুন সাবধানে । অমুরের সঙ্গে গিয়া করহ সন্ধানে । এখন দৈত্যের সঙ্গে করহ মিলনে । শুভদিন হৈলে পাছে জিনিবে তখনে ॥ অসময়ে রিপু সনে করিয়ে সন্ধান । সময়ে জিনিতে রিপু করিব সন্ধান ॥ শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী ఫి3:ు অসুর জনের সঙ্গে করিয়া পারিতি । অমৃত মন্থন-হেতু করহ যুগতি। পুথীর ঔষধি যত আনি জড় কর । ক্ষীরজলনিধি-মাঝে তাহা লঞা পেল। মন্দর আনিঞা কর মন্থনের নড়ি । বাস্বকি আনিএা কর ৰন্ধনের দড়ি ॥ স্বরামুর মেলি কর ক্ষীরোদ মথনে। দেবের সহায় আমি করিব আপনে ॥ আমার বচন দেব শুন সাবধানে । দম্ভ ক্ৰোধ তেজি কর অমৃত মস্থনে। কালকূট বিষ তাহে হৈব উতপক্সে । তুমি-সব তাহে জানি ভয় কর মনে ॥ ইচ্ছা কৈল মহাপ্রভু করিতে বিহার। আপনে করিব কৃষ্ণ কুৰ্ম্ম অবতার। তে-কারণে কৈলা দেৰে এত উপদেশ । অন্তরীক্ষ হঞা তবে গেলা হৃষীকেশ। প্রণাম করিয়া ব্ৰহ্মা গেলা নিজস্থানে । স্বরগণ গেল তবে বলি বিদ্যমানে ॥ বলি মহাপুরুষ দয়ালু ক্ষমাশীল। বিনয় বচনে বলি দেব সস্তোষিল ( ১ ) ॥ তবে দেব পুরন্দর কি ৰোলে বচনে । আমার বচন বলি শুন সাবধানে। ( ২ ) যত কথা কহিলা আপনে ভগবান। সকল কহিলা ইজ বলি বিদ্যমান। বলি রাজা শুনিএ সন্তোষ পাইল মনে । স্বীকার করিলা তবে দেবের বচনে ॥ (৩) দৃঢ়মনে যুগতি করিধা দেবাসুরে । সকলে মিলিয়া গেল৷ গিরি আনিবারে তুলিলা মন্দর গিরি দিম্বা বাহুবল । অনেক যতন করি ধরিল সকল ॥ মহানাদ করিয়া পৰ্ব্বত তুলি আনে বহিতে না পারে গিরি দেবামুরগণে । না পারিয়া পৰ্ব্বত পেলিল ভূমিতলে । অনেক অম্বর স্বর হৈল সঙ্গচুরে। (৪) যে যে মুরামুর তাথে না মৈল পরাণে । হস্ত পদ ভাঙ্গিল ভাঙ্গিল নাক কাণে ॥ (১) পাঠাস্তুর,—“সম্মানিল" । ( ২ ) পাঠান্তর,-"কর অবধানে”। (৩) পাঠাস্তর,— "সত্য করি মানিল সে ইন্দ্রের বচনে" (৪) পাঠান্তর-চুমারে" ।