পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্ৰীকৃষ্ণ-প্রেমতরজিণী 立め) অশ্ৰুব শরীয় দিম্ব পরহিত করে। কৃপা করি হরি তারে আপনে উদ্ধারে। যাহারে করয়ে কৃপা প্রভু নারায়ণ। তাহার অধিক মোর নাহি বন্ধুজন ॥ ( ১ ) বৈষ্ণৰ-বান্ধব আমি বৈষ্ণব-জীবনে । বৈষ্ণৰ অধিক প্রিয় নাহি ত্রিভুবনে ॥ শুন হে পাতি দেবী আমার বচনে । আমা হৈতে হয় যদি লোকপরিত্রাণে । তবে আমি আপনে করিব বিষ পান । জীবন তেজিয়া করি লোক পরিত্রাণ ॥ দেবী অনুমতি দিল মহিমা বুঝিয়া । ক্ষীরোদ সাগরে গেল শঙ্কর চলিয়া । অঞ্জলি করিয়া বিষ শঙ্কর তুলিল । কৃপায়ে শঙ্কর দেব বিষ পান কৈল ॥ নীলকণ্ঠ হৈলা শিব বিষ পান করি । স্বরান্বরে প্রসংশিলা সাধু সাধু বলি। হেন অদভুত কৰ্ম্ম কৈল মহেশ্বরে । চমকিত হৈল দেখি ত্রিভুবন ডরে ॥ অঙ্গুলির সন্ধি দিয়া যে বিষ পড়িল । সপ-পিপীলিকাদেরে বিভজিয়া দিল ॥ তরে আরবার যদি মথিল সাগর । হবিৰ্দ্ধানী (২) নামে ধেনু তখন উঠিল । ঋষিগণে নিল তাঁহা যজ্ঞ করিবারে। মথিতে লাগিল তবে ক্ষীরোদ সাগরে ( ৩ ) উচ্চৈঃশ্রবা নামে অশ্ব হৈল উপাদান । ঐরাবত নামে হৈল গজের প্রধান। জন্মিলা কৌস্তুভ মণি কৃষ্ণের ভুযণ । তবে পারিজাত পুষ্প হৈল উৎপন্ন ॥ জন্মিলা অন্সর বহু দেবের রমণী । লক্ষ্মী দেবী জনমিলা কৃষ্ণের ঘরণী ॥ আসন জানিএ তারে দিল পুরন্দরে । মুক্তি ধরি নদীগণ আইলা গহ্বরে। (১) পাঠান্তর,— "প্ৰভু নারায়ণ কৃপা করয়ে যাহারে । তাহার অধিক বন্ধু নাতিক আমারে" । (২) সুরভি ৷ (৩) ইহার পর অন্ত পুথির অধিক পাঠ,— চত্র উপজিল ত্রিভুবনের উজ্জ্বল। দেৰামুর মিলিয়া তুষিল মহেশ্বর । কৈলাসে উঠিয়া শিব গেল ত সত্বরে। ৰিষতেজ শাস্ত হৈল চন্দ্র সুশীতলে । হেমম্বটে অভিষেক করে নদনদী। অভিষেকদ্রব্য আনি দিলা বসুমতী ॥ পঞ্চগব্য আনি দিল যত ধেনুগণে । ঋষিগণে অভিষেক করয়ে বিধানে ॥ গন্ধৰ্ব্ব-কিয়রে গায় নাচে বিদ্যাধরী। পুষ্প-বরিষণ করে বিবুধম্বন্দরী ॥ অষ্টদিগহস্তী আলি বেড়ি চারিপাশে । অভিষেক করে তারা সুবর্ণকললে ॥ মৃদঙ্গ পণব শঙ্খ দুন্দুভি বাজনে। অতিযেক কৈল দেব। দেব-ঋষিগণে ॥ পীতবস্ত্র-যুগ্ম আনি দিলেন সাগরে । বৈজয়ন্তীমালা আনি দিল জলেশ্বরে। সরস্বতী আfন দিলা হার মনোহর । ব্ৰহ্মা আনি দিলা হস্তে বিচিত্র কমল। উজ্জল কুণ্ডলযুগ্ম দিলা নাগগণ । দেবগণে মিলি দিল বিবিধ ভূষণ ॥ করিয়া কমলাদেবী অভিষেকমান । মনোহর পীতবাস কৈলা পরিধান । দিব্যগন্ধ পরিমল চন্দন লেপন । ৰিচিত্র নির্মাণ দিব্য পরিল ভূষণ । উতপল কমল উজ্জ্বল বনমালা । ধরিয়া দক্ষিণ করে চলিল কমল ॥ চয়ণে শিঞ্জিত মণিমঞ্জীর রঞ্জিত । ধীরে ধীরে চলে দেবী গতি মুললিত। আপনার যোগ্যপতি বরিব আপনে । কাহারে বরিব দেবী চিস্তে মনে মনে ॥ ব্ৰহ্মাতে দেখিল দেবী নানা গুণ আছে না জীবে বিস্তর দিন হৃদে প্রকাশিছে । এই দোষ দেখিয়া তে িল প্রজাপতি । শিবসন্নিধানে তবে গেলা ভগবতী ॥ হর চিরজীবি দেখি সৰ্ব্বগুণ ধরে । ভস্মবিভূষিত আদে ব্যাঘ্ৰ চৰ্ম্ম পরে। ভূতপ্রেতগণ লয়্যা করয়ে বিহার। শঙ্কর তেজিয়া গেলা দেখি দুরাচার। ইক্স আদি দেবগণে তেজি একে একে । নানা গুণ নানাদোষ দেবগণে দেখে ॥ এইরূপে তেজিয়া সকল দেবগণে । চলিলা কমলদেবী যথা নারায়ণে ॥ সৰ্ব্বানন্দ মুখময় সৰ্ব্বগুণধাম । অখিলব্রহ্মাওপতি এক ভগবান। আপনার ষোগ্য পতি দেখিয়া কমল৷ তুলিয়া প্রভুর গলে দিল দিব্য মালা ।