পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HO 8 বলাবলি গালাগালি বাজিল সমর। দেবাসুরে যুদ্ধ হৈল পুথিবী ভিতর ॥ বলি পুরন্দরে যুদ্ধ দেখি লাগে ডর। তারক কাক্টিকে তবে বাজিল সমর ॥ কালনাভ সনে হৈল যমের সংগ্রাম । বিশ্বকৰ্ম্ম সহ যুঝে ময় বলবান ॥ বরুণের সঙ্গে হেতি যুঝিল প্রখর । বিরোচন সঙ্গে স্বৰ্য্য যুঝিল বিস্তর ॥ দ্বাদশ স্বর্ষ্যের সঙ্গে দ্বাদশ অস্বর। মহা ভযঙ্কর রণ হইল নিষ্ঠুর ॥ কৃষ্ণসঙ্গে নমুচি যুঝিল মহাবলী । রাহু চন্দ্রে যুদ্ধ হল কহিতে না পারি ॥ পবন দেবের সঙ্গে পুলোমা যুঝিল । দুর্গ সহে শুম্ভ লিশুম্ভের যুদ্ধ হৈল ॥ শঙ্করের সঙ্গে দ্য যুবিল নিষ্ঠুর। কন্দপের সহ যুঝে উৎকল অম্বর। ব্ৰহ্মার কুমার সহে যুঝিল ইল্বল । মাতৃগণ সঙ্গে যুদ্ধ করিল উৎপল। শুরু বৃহস্পতি যুদ্ধ শুনি ভয়ঙ্কর। নরকের সঙ্গে যুদ্ধ কৈল শনৈশ্চর। উনপঞ্চাশৎ বায়ু একত্রে মিলিল । নিবাতকবচগণ সঙ্গে যুদ্ধ কৈল ॥ কালকেয়ুগণ সহে অষ্টবস্বগণ ৰিশ্বদেব সহ হৈল পৌঁলোমের রণ ॥ ক্রোধবশে রুদ্রগণে বাতিল সমর। এইরূপে যুদ্ধ হৈল মহা ভয়ঙ্কর খড়েগ খঙ্গে কাটাকা • বাণ বরিষণ । ঝলকে ঝলকে খঙ্গমুখে হুতাশন ॥ গদা মুদগর শক্তি মুষল প্রহার। পরিঘ তোমার প্রাস ভল্ল ভিন্দিপাল ॥ অস্ত্রে অস্থে কাটাকাটি রণ ভয়ঙ্কর। কোটি কোটি মুণ্ড পড়ে রণের ভিতর ॥ হস্তী ঘোড়া কাটা গেল অস্ত নাহি তার। কত কোটি কাটা গেল সমর যুঝায় ॥ কার হস্ত পদ গেল কার নাক কাণ । কেহ কেহ মাঝামাঝি হৈল এই খান । কোটি কাটি কাটা গেল রণের ভিতর । কত বা অম্বর দৈত্য কত বা অমর ॥ রণধুলি উপজিল পুরিল মেদিনী । আকাশ ঢাকিল আচ্ছাদিল দিনমণি ॥ রকতে তিতিয়া ভূমি ( ১ ) কর্দম হইল । কাটা মাথ কলেবরে পৃথিবী পুরিল। (s) itärvπ.- fή" জীমূদ্ভাগবত বলি-পুরন্দরে যুদ্ধ বাজিল তুমুল। না হৈল না হৈব যুদ্ধ তার সমতুল ॥ দশবাণ এড়ে বলি ইন্দ্রের উপরে। তিন বাণ ছাড়ে ঐরাবত বিন্ধিবারে ॥ চারি ঘোড়া বিন্ধিবারে মাইল চারি বাণ । নিমিষে কাটিয়া ইন্দ্র কৈল শত খান । অন্তরীক্ষে কাটিল যাবৎ নাহি পড়ে । কাটা গেল বাণ লব হাসে পুরন্দরে ॥ তা দেখিয়া দুৰ্দ্ধরিষ দৈত্য কোপে জলে । শক্তিপাট তুলি লৈল জলন্ত আনলে । হস্তেই থাকিতে শক্তি কাটে পুরন্দর। তবে আর নিল দৈত্য ত্রিশূল তোমর। দুই অস্ত্র হস্তের কাটিল শচীপতি । তবে আর স্বজে মায়া অস্তরীক্ষগতি ॥ পৰ্ব্বত পাথর পড়ে দেবের উপরে। শত শত পৰ্ব্বত দেখিতে ভয়ঙ্করে ॥ আগুলি বরিষে সাপ মহাভয়ঙ্কর । সিংহ ব্যাঘ্র মহাগজ বিকট শূকর। নাঙ্গট বিকট মুখ এ যক্ষ রাক্ষসী । দুই স্তে পেলে তাবা ভষ্ম রাশি রাশি । মহাশব্দ করে যেন মেঘ হড়ছড়ি । দুই বাহু তুলি ধায় ছিণ্ড ছিণ্ড করি ॥ অঙ্গার বরিষে ঘন মহাগরজলে । তা দেখিয়া প্রলয় মনিল স্বরগণে ॥ চৌদিগে বেঢ়িল তবে প্রলয় সাগরে। প্রচণ্ড পবল বহে তরঙ্গ বিধারে ( ) { ভয় পেয়্যা দেবগণ রহে ধ্যান করি । সেইক্ষণে দরশন দিলেন শ্ৰীহরি ॥ নব-ঘন-শু্যাম তন্তু গরুড়বাহন । পীতবাস পরিধান রাজীব-লোচন ॥ অষ্টভূজে শঙ্খ-চক্ৰ আদি অস্ত্র ধরে। কিরীট কুণ্ডলহার বনমালা গলে (২) । ঘুচিল সকল মায়া প্রভুদরশনে । জাগিলে স্বপন যেন মিথ্যা হেন মানে (৩) ৷ মনে স্মঙরিলে কৃপা করে এনিবাস । শ্ৰীহরিস্মরণে সব বিপদবিনাশ ॥ তবে কালনেমি দৈত্য সমরে প্রখর। শূলপাট তুলিয়া ফিরারে তয়ঙ্কর । পেলাঞা মারিল শূল গরুড় উপরে । - - (১) পাঠান্তর,—“কল্লোল”। (২) পাঠাস্তুর,—“হার বনমালা দৌল" । (৩) পাঠান্তর,—“হয় মিখ্য গল ।