পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిéty ছলিয়া পাতালে বলি লৈল নারায়ণে । তিন পদ তুমি কৃষ্ণ মাগে কি কারণে ॥ এ বড় কৌতুক গুরু শুনিবারে চাই। আপনে ঈশ্বর হয়্যা মাগে অন্ত ঠাঞি ॥ তবে শুক মুনি বলে শুন নরেশ্বর। অদভূত কথা কহি তোমার গোচর ॥ ইন্দ্র আদি দেবগণে আমুর জিনিল । হারিয়া অমুরগণ নানা দিগে গেল ॥ বলি রাজা জীয়াইল শুক্র পুরোহিতে । তবে বলি গুরু আরাধিল নানা মতে ॥ তৰে শুক্র বেদবিৎ আনিয়া ব্ৰাহ্মণে । বিশ্বজিৎ নামে যজ্ঞ করায় আপনে ॥ মহা অভিষেক করাইল দৈত্যেশ্বরে। দিব্য রথ উপজিল যজ্ঞের অনিলে । দিব্য রথ দিৰ্য ঘোড়া দিব্য শরাসন । যজ্ঞের আনলে সব হৈল উৎপন্ন ॥ সিংহধ্বজ অক্ষয় কবচ দিব্য বাণ । উঠিল আগুনি হৈতে অগ্নির সমান। পিতামহ (১) দিলা মালা অমল কমলে । আশীৰ্ব্বাদ দিল যত ব্রাহ্মণ সকলে । গুরু দ্বিজ প্রদক্ষিণ করি সপ্তবার । জগুবৎ ছয়্যা ৰলি কৈল নমস্কার ॥ অজেতে পরিল বলি দিব্য আভরণ । দিব্য রথে বলি রাজা কৈল আরোহণ ॥ দিব খড়গ বাণ ধরে অস্ত্র খরতর। তবে বলি জলে যেন জলস্ত আনল। সমবল সমবীৰ্য্য সম শক্তি ধরে । মহারখি সেনাপতি লৈয়া দৈত্যেশ্বরে ॥ বেঢ়িল ইঞ্জের পুরী স্বর্গের উপর। বৈদূৰ্ঘ্য বিক্রমঘর শোতে থরেথর । কনক কবাট যাথে স্ফটিকছুয়ার । অৰ্ব্বৰ অৰ্ব্বদ রত্ব বিমানসঞ্চার। বিক্রমনিৰ্ম্মিত বেদী মণিময় স্থল । স্ফটিকরচিত তট দীঘি সরোবর ॥ কুমুদ কমল উৎপল নানা ফুল । জলচর কোলাহল শবদ আকুল ৷ কুমুদিনী নলিনী তাহাতে ক্রীড়া করে । স্বরবধূগণ সব বিহরে পুণ্য জলে । বিবিধ মন্দির পুর রতলে নিৰ্ম্মিত । বিশ্বকৰ্ম্ম-শিল্পগুণ যাহে প্রকাশিত ॥ বিৰল অগুরু ধুপ মুগন্ধি পবন । স্থরতর-কুসুম আমোদ উপবন ॥ (১) প্ৰহাদ । चैभढां★वड বিবিধ মঙ্গলগীত বিবিধ বাজন। বহুবিধ স্বরবধু বিবিধ নাচন। খল দুষ্ট ভূতদ্রোহী পাপী দুরাচার । এ সব জলের যাথে নাহিক সঞ্চার । ধন্ত পুণ্য ধৰ্ম্মশীল যজ্ঞ দান করে। শুভকৰ্ম্ম করিয়া সে যাইবারে পারে। হেন মুরপুরী গিম্বা বেঢ়ে দৈত্যগণে । ভয় পাঞ ইন্দ্র গেল গুরুবিদ্যমানে ॥ কহ গুরু বৃহস্পতি বিষম ঘটিল । কি কারণে এত বড় অমুর বাঢ়িল ॥ ত্ৰৈলোক্যদহন-শক্তি বলি রাজা ধরে । তার সনে যুঝিবে কেমন পরকারে ॥ তবে বৃহস্পতি বলে শুন পুরন্দর। গুরু আরাধিয়া বলি ধরে মহাবল । কণর শক্তি আছে তারে জিনিবারে পারি। এখন পলাঞী যাহ তেজি স্বরপুরী ॥ যখনে তোমার ইন্দ্র হবে শুভকাল। তখনে সে হৈব দৈত্য সবংশে সংহার ॥ এ বোল শুনিএা যত দেবগণ মেলি । চৌদিগে পলtঞা গেলা ছাড়ি মুরপুরী ॥ তবে বলি প্রবেশিয়া রহে মুরপুরে । ত্ৰৈলোক্য জিলিয়। কৈল নিজ অধিকারে । ত্রিভুবনে রাজা যদি হৈল দৈত্যেক্ষস । শুক্র পুরোহিত গেলা বলির গোচর ॥ শত অশ্বমেধ যজ্ঞ করায় ব্রাহ্মণে । এক ছত্র ( ১ ) অধিকার হৈল ত্রিভুবনে ॥ নরবেশ ধরি প্রমে যত দেবগণ । দেখিয়া পুত্রের দুঃখ চিস্তে মনেমন । পুত্ৰশোকে ব্যাকুলিত অদিতি রছিল। হেনকালে কগুপের আগমন হৈল ॥ সমাধি করিয়া ভঙ্গ আইলা প্রজাপতি । পাদ্য অর্ঘ্য দিয়া তারে পূজিলা অদিতি ॥ আসনে বসিয়া মুনি অদিতি দেখিল। অদিতির দুঃখ দেখি কহুপ পুছিল । কহ দেৰি কিবা সে তোমার অকুশল (২) । মলিন বদন ধর ক্ষীণ কলেবর ॥ কিবা লোকে ধৰ্ম্মে তুমি কৈলে অপরাধ। কিবা দৈবযোগে কিছু কৈলে পরমাদ ॥ ( ১ ) পাঠান্তর,-“চক্ৰ" । (২ ) পাঠান্তর,— o "কহ দেৰী কি কারণে তুয়া অকুশল