পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জল মাত্র দিয়া কি অতিথি না পুজিলে । কিৰ গৃহকৰ্ম্মেতে ব্যাকুল ইয়্যা ছিলে। যার ঘরে অতিথি বিমুখ হয়্য; চলে। জম্বুকের বাস যেন জানিছ বিফলে । কিবা কালে কালে না পূঙিলে হুতাশন । কিৰা যজ্ঞকালে তুমি না কৈলে হবন। কিবা দ্বিজ লে তুমি কৈলে অবজ্ঞান । কিবা পুত্ৰশোকে তুমি পাও অপমান ॥ কহ দেবি দুঃখ-শোক-কারণ তোমার। জানিএা করিব আমি দুঃখপ্রতিকার ॥ কগুপের বাক্য শুনি দেবের জননী। কহিল সকল কথা যোড় করি পাণি । তুমি হেন পতি যায় যোগধৰ্ম্মময় । কোন কালে কভু তার দুঃখ শোক নয় ॥ দৈবযোগে দুঃখ শোকে আমিত ব্যাকুলী। দৈত্যগণে ইজ জিনি লৈল স্বরপুরী ॥ নরবেশ ধরি ভ্রমে মোর পুত্ৰগণ । রিপুভয়ে আছে তারা রাখিয়া জীবন ॥ মের পুত্ৰগণে পাইব নি . অধিকায়। টুiব অসুরগণে দৰ্প অহঙ্কার ॥ হেন কৰ্ম্ম সাধিয়া দেয়াহ যোগেশ্বর । শুনিএ কহুপ মুনি দিলেন উত্তর ॥ হরি হরি বিষ্ণুমাণ না যায বুঝন । প্রেমপাশে চরাচর জগতবন্ধন ৷ কেবা কার পতি পুত্র কেবা কার মাতা (১) । অনাদি সংসার বন্ধে বাঞ্চিল বিধাতা। মল মুত্র শরীর কেবল অচেতন । প্রকৃতির পর জীব অজ নিরঞ্জন ॥ কার শোক কার মোই কেবা নিজ পর । অবিদ। কল্পিত জীব বন্ধন সকল । সৰ্ব্বতাবে কর তুমি গোবিন্দ ভজন। হরি সে করিব সব দুঃখ নিবারণ ॥ হরি সে জগৎগুরু জগতনিবাস । হরি সে পূরিতে পারে দীন-অভিলাষ। এ ৰোল বুঝিয়া হবি ভজ সাবধানে । আশেষ বাঞ্ছিত ফল দিব নারায়ণে কৃষ্ণ আরাধনবিধি শুন সাবধানে । পুরবে শুনিল আমি ব্ৰহ্মার আননে ॥ যখনে আমারে ব্ৰহ্মা পুত্রবর দিল । পয়েত্রিত নামে এত আমীরে কহিল ॥ ( ১ ) পাঠান্ডর,-“পিতা" শ্রীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী &t;'S ফাল্গুন মাসের শুক্লপক্ষে আরম্ভিব। এই ব্ৰত করিয়া গোবিন্দ আরাধিব ॥ বরাহদন্তের মাটি আনিব যতনে। পূৰ্ব্ব দিনে করি তবে অঙ্গের লেপনে ॥ মজ্জন করিয়া তবে পুজি দামোদরে। জলে স্থলে পূজি কিংবা.গুরুর শরীরে ॥ ধরণীমণ্ডলে কিংবা পূজিব আনলে । দিব্য স্তুতি করি তবে প্রভুর গোচরে। পাদ্য অর্থ্য আচমন গন্ধ পুষ্প দিব । দিব্য-গন্ধ জলে কৃষ্ণে মজ্জন করাব ॥ দিব্য ধূপ দীপ দিব দিব্য উপহার। দিব্য বস্ত্র মাল্য দিব দিব্য অলঙ্কার। দ্বাদশ অক্ষর মন্ত্রে পুজিব শ্ৰীহরি । সগুড় পায়স দিয়া হোম কৰ্ম্ম করি । মূল মন্ত্র করি উপহার নিবেদন। আচমন দিয়া করি তাম্বুল অৰ্প ॥ মূল মন্ত্র জপি এক শত অষ্ট বার। প্রভু প্রদক্ষিণ করি করি নমস্কার। দিব্য স্তুতি পঢ়ি স্তুতি করিব বিধানে । অবশেষে শিরে ধরি করি বিসর্জনে ॥ নিবেদিত করি ভক্তজনে নিবেদন । দিব্য অন্ন পান দিয়া ভুঞ্জাব ব্রাহ্মণ । ব্রাহ্মণ-বৈষ্ণব-আজ্ঞা শিরে করি লৈব । যজ্ঞ-অবশেষ দিয়া ভাজন করিব ৷ এইরূপে রজনী বঞ্চিব ব্ৰত করি । রাত্রিশেষে উঠিব গোবিন্দে মন ধরি। স্নান করি নিত্যকৰ্ম্ম করি সমাধান । প্রতিদিন কেশবে করাব ক্ষীরে স্বান ॥ পুরুব বিধানে হরি করিব আচচন । নিতি নিতি হোম কৰ্ম্ম ব্রাহ্মণ ভোজন । আরম্ভ করিব শুক্লপ্রতিপদ দিনে । ত্রয়োদশ দিনে ব্রত করি সমাধানে ॥ ব্ৰহ্মচৰ্য্য করিব শয়ন ভূমিতলে। ত্রিসন্ধ্যা মজ্জন করি পুজিহ দামোদরে । দুষ্টজন আলাপ বজ্জিব মুখভোগ । বৈষ্ণব জনের সঙ্গে করিব সংযোগ ॥ ব্ৰত সমাপিব শুক্লএ য়োদশ দিনে । পঞ্চগবে অভিষেক করি নারায়ণে ॥ মহাপূজা করি বিত্তশাঠ্য পরিহরি। সগুড় পায়সে হোম মূল মস্ত্রে করি। বহুবিধ উপহার বিবিধ রতন । পরম পীরীতি করি করিব পূজন।