পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বহুবিধ স্তুতি ভক্তি করিয়া প্ৰণতি । আপন ভুবনে তৰে গেলা প্রজাপতি ॥ শুভ কালে শুভ দিনে শুত যোগ তিথি । হেন কালে জনম লভিল প্রাণপতি ॥ আজাহ্নু লম্বিত চারু ( ) ভূজ বিরাজিত। শঙ্খ চক্র গদা পদ্ম ভুজে বিললিত । পীতবাস পরিধান রাজীব-লোচন। বিলোল মুকুতাদাম শ্ৰব্যসলাঞ্ছন। মকরকুণ্ডল চারু গও বিলোলিত । মীররঞ্জিত চারু চরণে শিঞ্জিত ॥ মণিময় ভুষণ বিলোল বনমাল । নিজ তেজে নিবারিল গৃহঅন্ধকার । গও বিলোলিত চারু মকরকুণ্ডল । অধর রঙ্গিম চারু শ্ৰীমুখ মণ্ডল ॥ দশ দিগ প্রকাশ বিমল জলাশয় । ত্ৰিজগৎ হরবিত হৈল অতিশয। ছয় ঋতু বিদ্যমান হৈলা এককালে । পুরিল পৃথিবীতল আনন্দ মঙ্গলে । স্থাবর জঙ্গম হৈল অস্তরে হরিব । আকাশ মণ্ডলে হেল কুমুম বরিষ ॥ দুন্দুভি কাহাল শঙ্খ বাজিল তুমূলে। প্রভুর মঙ্গল গীত গায় বিদ্যাধরে । দেবগণে মুনিগণে করিল স্তবন। গন্ধৰ্ব্ব কিয়রে কৈল কৌতুকে নাচন। শ্রবণা নক্ষত্রযুত দ্বাদশার দিনে । শুভযোগে তিথি বার অভিজিৎ ক্ষণে ॥ ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশীর দিনে ॥ প্রকাশ দিলেন হরি অদিতির স্থানে ॥ দেখিয়া অদিতি দেবী হৈলা আনন্দিতা ৷ পুত্র হয়্যা জনমিল| ত্রিভুবনপিতা। কগুপ দেখিয়া পুত্রে .কল দণ্ডস্থতি । করযোড় করি স্তুতি করে প্রজাপতি ॥ পিত। মাতা বিদ্যমানে প্ৰভু যোগেশ্বরে। নিজ রূপ তেজিয়া ৰাম লব্ধপ ধরে ॥ অদ্ভুত বামন মুক্তি দেখি মুনিগণে । হরষিত হয়্যা কৈল ৰিবিধ স্তবনে ॥ কগুপ পুত্রের গলে যজ্ঞস্বত্র দিল। জাপনে আসিয়া স্বৰ্য্য গায়ত্রী পঢ়াইল । বৃহস্পতি গলে দিল কুশের মেখলা। ৰমুন্ধর বলিবারে দিলা মৃগছাল ॥ ( ১ ) চারি । ঐকৃষ্ণ-প্ৰেমত্তরঙ্গিলী 9) দও কমণ্ডলু আনি দিল শশধরে। কোপীন বসন দিল আকাশমণ্ডলে । অন্তরীক্ষ ছত্র দিল মালা সরস্বতী । আনিএ তিক্ষার পাত্র দিলা ধনপতি । নানা দ্রব্য আনি দিল নানা মুনিগণে। হেন কালে মনে যুক্তি চিভিল বামনে । অশ্বমেধ যজ্ঞ করে বলি দৈত্যরাজ । চলিয়া বামন গেলা দৈত্যের সমাঝ । তৃণ্ডকচ্ছ নামে তীর্থ নৰ্ম্মদীর তীরে। গুৰু-শুক্রে লঞা তথা বলি যজ্ঞ করে। তথা গিয়া উত্তরিলা অদ্ভুত বামন। নিজ তেজে জলে যেন সূৰ্য্য হুতাশন ॥ বামন দেখিয়া লোকে লাগে চমৎকার। সভাসতে বলিরাজা উঠিল তৎকাল। কিবা চঞ্জ সুৰ্য্য কিবা দীপ্ত হুতাশন । বামন দেখিয়া বিমোহিত সৰ্ব্বজন ॥ কপট বামনবেশ ছত্র ধরে মাথে । মৃগছাল পরে দণ্ড-কমণ্ডলু হীথে ॥ অদভূত দ্বিজ বটু দেখি উপসন্ন । কুণ্ডে হৈতে উঠিল যজ্ঞের হুতাশন । যাজিক ব্রাহ্মণ সব উঠিল সত্বরে । সভাসতে তুরিতে উঠিলা দৈত্যেশ্বরে । মনোহর রূপ দেখি দ্বিজ শিশুবেশ । সভার হৃদয়ে হৈল আনন্দবিশেষ । হরিবে আসিয়া বলি কৈলা সম্ভাষণে । আগত স্বাগত বলে বিনয় বচনে ॥ পাদ্য অর্থ্য দিয়া রাজা পূজিল সম্বরে। ছেম সিংহাসনে প্রভু বলাল্য আদরে ॥ চরণকমল পাখালিল পুণ্যজলে । সবংশে ধরিল জল মাথার উপরে ॥ ভকতি করিয়া যাহা হর ধরে মাথে । ব্ৰহ্মা আদি দেবে যাহা বাছে খ্যানপথে । মহাভাগৰত বলি ধৰ্ম্ম কলেবর । হেন পুণ্যজল ধরে শিরের উপর ॥ নমো জয় জয় বলি কৈল পরণাম । করবোড়ে পুছে রাজা হয়্যা সাবধান। আজি সে সফল মোর জনম জীবন। আজি সে তুপিত মোর হৈল পিতৃগণ ॥ আজি সে সফল মোর বজ্ঞ পরিবার। আজি সে জানি হৈল বংশের উদ্ধার। १छ यस श्ध्र दिछ १छ किठिउब्ण । যাহাতে পড়িল হেন চরণকমল ।