পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

אכס আজ্ঞা কর দ্বিজরাজ কি দিব তোমারে । হস্তী ঘোড়া রথ যত মোর অধিকারে । ত্রিভুবন মাগ যদি তাহ দিতে পারি। ভূমি যাহা চাহ তাহ অন্যথা না করি। এ বোল বুঝিয়া আজ্ঞা কর জিবর । সবংশে সফল মোরে করহ সত্বর ॥ বলির বচন শুনি প্রভু হৃষীকেশ । হাসিয়া উত্তর দ্যিা ছলে দ্বিজবেশ। ধন্ত ধন্ত বলি তুমি ধন্ত কু৭ে জন্ম । ধৰ্ম্মযুক্ত সত্যযুক্ত তোমার বচন ॥ কুলবৃদ্ধ পিতামহ প্ৰহলাদ তোমার । শুক্র হেন মুনিরাজ পুরোহিত যার ॥ এ বংশেতে জন্মে নাহি কপ • কৃপণ । কেহ কন্তু নাহি বলে অসত্য বচন ॥ প্রতিজ্ঞা করিয়া কেহ না দিল ব্রাহ্মণে। হেন জন নাহি হয় এবংশে জনমে ॥ এই বংশে উপজিল হিরণ্যাক্ষ বীর। তার যুদ্ধে ত্রিভুবনে কেহ লঙ্কে স্থির ॥ ৰখনে বরাহরূপে পুথী উদ্ধারিল। অনেক যতনে তারে বরাহ মারিল ॥ শুলিঞা ভাইব বধ মহাদৈত্যেশ্বব। হিরণ্যকশিপু ক্রোধে জলিল অস্তয় ॥ বিষ্ণু মারিবারে দৈত্য চলে ত্বরাজুরি । চাহিতে চাহিতে বুলে শূল হাতে ধরি ॥ ত্রিভুবনে চাহি দৈত্য ৰৈকুণ্ঠে উঠিল। মহাদৈত্য দেখি বিষ্ণু সন্ত্রমে চিভিল লুকাস্থ্য বেড়ায় বিষ্ণু বৈকুণ্ঠ নগরে। যথা যথা বিষ্ণু তথা ধাথ ধরিবারে । পালায়্যা রহিতে স্থান না দেখিল হরি। তারি হৃদে প্রবেশিল স্বল্পরূপ ধরি। নালিকাবিবরে হরি কৈলা পরবেশ । কোথাতে রহিলা বিষ্ণু না পায় উদ্দেশ । স্বৰ্গ মর্ত্য পাতাল চাহিল খ্রিভূবন। দশ দিগ চাহিল না পাইল দরশন। তৰে দৈত্য বলে আমি চাহিলু বিচারি। স্বৰে জীয়ে তবে কেনে না দেখিলু হরি। হরষিত হয়্যা দৈত্য আইল নিজ ঘরে। তাহাকে মারিল নর-সিংহ অবতারে ॥ আছিল তোমার বাপ বিরোচন নামে । তার ঠাঞি ভিক্ষ মাগিলেন স্বরগণে ॥ দ্বিজবেশ ধরি দেবে মাগিল জীবন। আপনার প্রাণ দিয়া তুষিল ব্রাহ্মণ । হেন পুণ্যবংশে তুমি জনম লভিলে। আপনার কুলধৰ্ম্ম অপিনে রাখিলে ॥ মাগিব অলপ কিছু তোমা বিদ্যমানে। সতে তিনপাদ ভূমি দেহ তুমি দানে। তিনপাদ ভূমি দেহ চরণে জুখিয়া। তপ করিবারে চাহি তাছাতে বলিয়া ॥ প্রয়োজন বুঝিয়া ব্রাহ্মণে লব দান। অধিক না লয় যদি হয় মতিমান ॥ তুমি-সব দিতে পার ত্ৰিভূবনপতি। আমি-সভে মাগিবে ত্রিপাদ বসুমতী। এতেক শুনিজা বলি প্রভুর বচন। করজোড়ে বলিরা 1 করে নিবেদন ॥ শিশুবুদ্ধি দ্বিজ তুমি সহজে ছাওয়াল (১)। মাগ যদি পারি আমি পৃথিবী দিবার। তিন পদ ভূমি মাগ এ কোন চাতুরী (২) । দাতা পায়্যা মাগি যাহা হতে দুঃখ তরি ॥ হাসিয়া বামন তবে দিলেন উত্তর। ভাল কথা কহ তুমি বলি দত্যেশ্বর। ভূমি তিন পদে যদি সন্তোষ না হব। তবে ত্রিভুবন দিলে কামনা পূরিব। পৃথু গয় আদি রাজা পুরুৰে আছিল। সপ্তদ্বীপে যার রাজ্য অধিকার হৈল। তমুত নছিল শাস্তি রাজ্যপদ পঞ । হেন সব রাজা গেল পৃথিবী ছাড়িয়া । সস্তোষ থাকিলে চিত্ত অলপেই আঁটে। অলক্টোব চিত্ত যার ত্রিভুবনে না আঁটে। দ্বিজকুলে এই ধৰ্ম্ম শাস্তি ভূষ্টি দয়া । অধিক মাগিব কেনে দ্বিজমুত হঞা ॥ প্রয়োজন অধিক মাগিলে কোন কাজ । এ বোল বুঝিয়া আজ্ঞা কর মহারাজ । হালিয়া উত্তর দিলা বলি দৈত্যেশ্বর । যে তোমার বাছা সেই লহ দ্বিজবর। এ বোল বলিয়া জলপাত্র নিল করে । তিন পদ ভূমি দিব বলে বামনেরে। (৩) পঠমঞ্জরী রাগ । বলির বচন শুনি দৈত্যগুরু শুক্রযুনি কছিল বলির বিদ্যমানে । কগুপের পুত্র হই অদিতির গর্ভে বাই আপনে জন্মিলা নারায়ণে ॥ (ক) হওয়াল। (২)–“ভাল ঠাকুরাগী"। (৩) পাঠাস্তুর,—“নরেখরে"।