পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ని38 শ্ৰীমদ্ভাগৰত তারা মূৰ্ত্তিমান হই প্রভূর নিকটে যাই গায় যশ প্রভুগুণগাথা। কেহ করে স্বতিবাদ কেহ করে দগুপাত কেহ পুজে নানা উপহারে। কেহ পুষ্প বরিষণ কেহ-নৃত্যপরায়ণ কেহ করে আনন্দ মঙ্গলে। দ্বিসপ্ত ভুবন ভেদি শ্ৰীপদ উঠিল যদি সত্য লোকে হৈলা উপসন্ন। ধুপ দীপ উপহারে বহুবিধ পরপারে ব্ৰহ্মা কৈলা চরণ অর্চন । নিজ ধৰ্ম্ম দূরে করি ব্ৰহ্মা কমণ্ডলু ভরি পাখালিল প্রভুর চরণ। জয় জয় স্তুতি বাণী চৌদিগে মঙ্গলধ্বনি মৃত্য গীত বিবিধ বাজন ॥ ভয়কের অধিপতি পাতালে তাহার স্থিতি জাম্বুবান উঠিলা তখনে । অবতার কৈলা হরি ভেরী শব্দ পরচারি পুথী কৈলা তিন প্রদক্ষিণে ॥ প্রভুর চরিত্র বুঝি অমুর দানবে সাজি অস্ত্ৰ শস্ত্র ধরে খরতর। কৃষ্ণ পারিষদগণে অসুরে জিনিস রণে দৈত্যবল গেলা রসাতল ॥ হেনকালে বলি আনি গরুড়ে বান্ধিল জানি দশ দিগে হৈল হাহাকার। উচ্চস্বরে বলে হরি শুন শুন আরে বলি স্থান দিতে করছ প্রকার তিন পদ দিলে ভূমি দুই পদ পাইল আমি আর পদ থইব কোন স্থানে । দিতে অঙ্গীকার কৈলে যদি দিতে না পারিলে নরক দেখিয়ে বিদ্যমানে ॥ ব্রাহ্মণেরে দিব বলি পাছে করে ভাওtভাণ্ডি তার গতি নাহি কোন কালে । ইহুলোকে ধৰ্ম্মনাশ সকল নরকে বাস তার কভু না হয় উদ্ধারে । বলি বলে প্রভু শুন তুমি যদি জান হেন ব্যৰ্থ হৈল মোর অঙ্গীকার । সত্য হউক মোর বাণী তুমি ধীর শিরোমণি শিরে দেহ চরণ তোমার ॥ বিদগ্ধশেখর তুমি বিচারে বুঝিলু আমি প্রভুর বচন নহে আন । মোর মাথে পদ ধর অঙ্গীকার সত্য কর ভাল সত্যবাদী ভগবান ॥ নরকে বা হয় বাস কিবা রাজ্য পদ নাশ বন্ধনেহ নাহি মোর ভয় । ইহাতে অধিক আর কৰু যদি পরকার তভু যেন সত্যভঙ্গ নয় ॥ তুমি প্রভু কল্পতরু দৈত্যের পরম গুরু মদ ভঙ্গ কৈলে কুপা করি। তববন্ধু অন্ধকার মোর যেন নছে তার এই দয়া করহ শ্ৰীহরি ॥ যোগেন্দ্র মুনীন্দ্রগণ যার পদ সংচিস্তন করিয়া সংসারে হয় পার । হেন মহাযোগেশ্বরে আপনে বান্ধিব যারে তার ভাগ। কি কহিব আর ॥ আমার বীপের বীপ প্ৰহলাদ তোমার দাস বৈর ভাব বাপের দেখিয । আমি গৃহ ধন সুত দার তেজি বন্ধু পরিবার রহে দুই চরণ ভজিয়া । তুমি প্ৰভু চক্রপাণি বিদগ্ধশেখর-মণি মোর জন্ত দেখি সেই বংশে । রাজ্যপদ দূর করি মোর গৰ্ব্ব পরিহরি তে-কারণে বান্ধ নাগ পাশে ॥ হেনকালে দৈত্যেশ্বর প্ৰহলাদ ভকতবর খাসিয়া দেখিল নারীগণে । পারিষদগণ যুত দিব্যরূপ অদভূত বাহ পাসরিল দরশনে প্রেমে পুলকিত অঙ্গ লয়নে আনন্দজল বহে । কৈল দণ্ড পঞ্জণাম নাছি বাহ্য অবধান তবে কর যুড়ি কিছু কহে ॥ নমো নমো জয় জয় কৃপালু করুণাময় দীনবন্ধু ভকতবৎসল । অখিল ভূবনপতি সকল লোকের গতি নমো নমো জগৎ ঈশ্বর ॥ কোন তপ কৈল বলি কৃপা কৈল বনমালী হরিলে শ্ৰীমদ-অহঙ্কার। বান্ধিয়া বরুণ পাশে ভববন্ধ কৈলে নাশে ধন্তকুলে জনম আমার । হেনকালে বিন্ধ্যাবলি ভয়ে অতি স্বব্যাকুলা কর যুড়ি শিরের উপর । লাজে হেট মাথা হই প্রভূর নিকটে যাই বলে কিছু বিনয় উত্তর ॥ আপনার ক্রীড়াতাও তুমি স্বজিলে ব্ৰহ্মাও অন্তে তাহা করে অধিকার। গদগদ স্বর ভঙ্গ