পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

勒>蜘 खैबोबडांभंबङ এতেক বচন বল্লি দও পরণাম করি আৰ্ত্তী ধরি শিরের উপরে। হুঙ্কলে প্রৱেশ কৈল বলি আসি সস্তাষিল শুক্রে কিছু বলে গদাধরে । শুন শুক্র ভূণ্ডৰর আমার বচন ধর যজ্ঞচ্ছিদ্র কর সমাপনে । সকল ব্ৰাহ্মণে মেলি যজ্ঞ পরিপূর্ণ করি শিষ্য কৰ্ম্ম কর সমাধানে ॥ শুক বলে প্ৰভু শুন তুমি যাথে উপসন্ন তার ছিদ্র নাহি কোন কালে । অস্ত্ৰ তন্ত্র দ্রব্যগত দেশ কাল ছিদ্র যত সৰ্ব্ব দোষ যার নামে হরে ৷ তথাপি তোমার বাণী পাছে ব্যর্থ হয় জানি আজ্ঞা শিরে করিব পালনে । এতেক বচন বলি যজ্ঞ সমাপন করি পূর্ণ দিল যত মুনিগণে । ছলে দৈত্য সংহারিয়া ইন্দ্রে অধিকার দিয়া ধরিল বামন কলেবর । ব্ৰহ্মা ভব পুরন্দর মুর সিদ্ধ বিভাধর ত্রিভুবনে আনন্দ মজল ( ১ ) । দেব মুনিগণে মেলি মহ অভিষেক করি তৰে নাম উপেন্দ্র ধরিল। সৰ্ব্ব দেবগণ মেলি দিব্য দেবরথে তুলি প্রভু লএ স্বরপুরে গেল । ইন্দ্ৰ নিজ অধিকারে দেব নিজ নিজ পুরে হরিষে রহিল নিজ পুরে । অপৰূপ লীলা করি ক্রীড়া কৈলা বনমালী কহিল বামন অবতারে। পূখীখান ধুলা করি যদি গণিবাৱে পারি তমু গুণ গণন না যায়। P-F CF জগৎ পৰিক্স করে তার গুণ কেবা অস্ত পায় ॥ দিব্য অবতার লীলা ৰামন বিক্রম খেলা শুনিলে সকল পাপ হরে । ভাগবত-আচাৰ্ঘ্যের বাণী-রস মুমধুম জ্ঞান-গুরু শ্ৰীগদাধরে ॥ ( ১ ) পাঠাস্তর,-“অস্তর" । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে অষ্টম স্কন্ধে চতুর্থোৎধ্যায়: ॥৪

  • /a&#7 г7еӱ7Гў /

তবে রাজা জিজ্ঞালিলা শুক সন্নিধানে । মৎস্ত অবতার হরি কৈলা কি কারণে ॥ আপনে ঈশ্বর হয়্যা মৎস্ত-কলেবর। ইহার মহিমা গুরু কহ কত বড় ॥ রাজার বচন শুনি মুনি যোগেশ্বর । মৎস্য অবতার-কথা কহে মনোহর । দুষ্ট-বিনাশন শিষ্ট করিব পালনে । মানারূপ ধরে হরি এই সে কারণে ॥ অনস্ত-শয়নে প্রভু প্রলয়-সাগরে। নিদ্ৰাছল করি হরি কৌতুকে বিহরে । প্রভুমুখে হৈতে চারি বেদ নিঃসরিল। হয়গ্ৰীব নামে দৈত্য বেদ হরি নিল ॥ তে-কারণে ধরে হরি মৎস্ত কলেবর । মৎস্য-অবতার-কথা শুন নরেশ্বর ॥ সত্যব্রত নামে এক আছিল বৃপতি । জলপান করি তপ করে মহামতি ॥ কৃতমাল নদীজলে করিয়া মজ্জন। পুণ্যজল দিয়া রাজা করয়ে তৰ্পণ ॥ একটি শফরী মৎস্ত অঞ্জলি ভিতরে । দেখিয়া অঞ্জলি রাজা তেজিল সত্বরে ॥ বিনতি করিয়া তবে কি বলে শফর । ক্ষুদ্র মৎস্যজাতি আমি কেন পরিহর । বড় বড় মাছে ধরি খায়ে তে-কারণে । জ্ঞাতি ভয়ে লৈল আমি তোমার শরণে । তুমি মোরে না ছাড়িহ শুনহ রাজনে । শরণাগতেরে তুমি তেজ কি কারণে ॥ এতেক বচন যদি বলিল শফরী । কলসী ভিতরে মৎস্য খুইল দয়া করি ॥ কুপায়ে শফরী রাজা আনিল মন্দিরে । ক্ষণেকে কলস ভরি পরিল শরীরে ॥ দুঃখ ভাবি মৎস্ত বলে শুন নরেশ্বর । রহিতে না পারি আমি ইহার ভিতর ॥